প্রযুক্তি প্রিয় ডট কম ওয়েবসাইটের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা।
আজকে আমি আপনাদের মাঝে চমৎকার একটি মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়েছি।
উক্ত অ্যাপ্লিকেশনটির সাহায্যে খুব সহজেই আপনি আপনার ছবি দিয়ে অনেক সুন্দর সুন্দর ঈদের শুভেচ্ছা জানানোর ইমেজ তৈরি করে নিতে পারেন।
আর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বন্ধুদের ঈদের শুভেচ্ছা জানাতে পারেন।
![]() |
ঈদ মোবারক ফটো ফ্রেম। |
এর জন্য আপনাদের Eid Photo Frames মোবাইল অ্যাপ্লিকেশনটির প্রয়োজন পরবে। যার ডাউনলোড লিংক পোস্টের নিচে পেয়ে যাবেন।
তবে তার আগে চলুন অ্যাপটি দিয়ে কিভাবে ঈদের শুভেচ্ছার ছবি বানানো যায় তা শিখে নেই।
প্রথমে আপনার ইনস্টল করা Eid Photo Frames মোবাইল অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করুন।
অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পর আপনার ছবি দিয়ে ঈদ শুভেচ্ছা ছবি বানানোর জন্য Predefined, Profiles Frames ও Design Yourself নামে ৩ টি অপশন খুঁজে পাবেন।
![]() |
eid mubarak photo frame 2022 |
এই তিনটি অপশন দিয়ে অস্থির সব ছবি এডিট করে ফেলতে পারেন। কোন অপশনটি দিয়ে কিভাবে কী করতে হয় চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
Predefined:
Predefined অপশনটিতে পূর্ব থেকেই তৈরি করা অনেকগুলো ঈদের শুভেচ্ছা জানানো ব্যাকগ্রাউন্ড ছবি দেওয়া থাকবে। সেখানে শুধু আপনার ছবি বসিয়ে দিতে হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক:-
০১: Predefined অপশনটিতে প্রবেশ করার পর Camera ও Gallery নামে আরো দুটি অপশন খুঁজে পাবেন। এগুলো মূলত আপনার ছবি বাছাই করার অপশন।
আপনি আপনার ছবি তুলে এডিট করার জন্য Camera অপশনটি ব্যবহার করতে পারেন। আর পূর্বে থেকে তুলা কোনো ছবি বাছাই করতে Gallery অপশনটি বাছাই করুন।
০২: ফোনের গ্যালারি থেকে ছবি বাছাই করার পর আপনার ছবিটি প্রয়োজন অনুযায়ী কেটে ছোট করে নিয়ে Done করে দিন।
০৩: এরপর আপনাকে পূর্বে থেকেই তৈরি করা অনেক সুন্দর সুন্দর ঈদ মোবারক জানানো ছবি দেখানো হবে।
আপনার কাজ শুধু পছন্দের ইমেজটিতে নিজের ছবি বসিয়ে দেওয়া। চাইলে আপনার ছবিতে বিভিন্ন Effect ব্যবহারও করতে পারেন।
০৪: পছন্দের ব্যাকগ্রাউন্ড ছবি দিয়ে ইডিট করা হয়ে গেলে Save বাটনে একটি ক্লিক করলেই ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার আপনি আপনার এই এডিট ছবিটি ইচ্ছেমতো জায়গায় ব্যবহার করতে পারবেন।
Profiles Frame:
Profiles Frames অপশনটিতে মূলত আপনার নিজের অথবা পছন্দের অন্য কারো ছবির নিচে বিভিন্ন ঈদ মোবারক ফ্রেম ব্যবহার করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক:-
০১: Profiles Frames অপশনটিতে প্রবেশ করার পর Camera ও Gallery নামে আরো দুটি অপশন খুঁজে পাবেন। এগুলো মূলত আপনার ছবি বাছাই করার অপশন।
আপনি আপনার ছবি তুলে ইডিট করার জন্য Camera অপশনটি ব্যবহার করতে পারেন। আর পূর্বে থেকে তুলা কোনো ছবি বাছাই করতে Gallery অপশনটি বাছাই করুন।
০২: ফোনের গ্যালারি থেকে ছবি বাছাই করার পর আপনার ছবিটি প্রয়োজন অনুযায়ী কেটে ছোট করে নিয়ে Done করে দিন।
০৩: এরপর আপনাকে পূর্বে থেকেই তৈরি করা অনেক সুন্দর সুন্দর সিম্বল ব্যাকগ্রাউন্ড ছবি দেখানো হবে। আপনার কাজ শুধু পছন্দের ব্যাকগ্রাউন্ড
বি নির্বাচন করা এবং আপনার গ্যালারি থেকে বাছাই করা ছবিটি সঠিক যায়গায় বসিয়ে দেওয়া। চাইলে আপনার ছবিতে বিভিন্ন Effect ব্যবহারও করতে পারেন।
০৪: ছবিতে পছন্দের ফ্রেমটি দিয়ে এডিট করা হয়ে গেলে Save বাটনে একটি ক্লিক করলেই ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার আপনি আপনার এই এডিট ছবিটি ইচ্ছেমতো জায়গায় ব্যবহার করতে পারবেন।
Design Yourself:
Design Yourself অপশনটি দিয়ে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে ঈদের শুভেচ্ছা জানানোর ব্যাকগ্রাউন্ড ছবিতে সেট করে নিতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক:-
০১: Design Yourself অপশনটিতে প্রবেশ করার পর Camera ও Gallery নামে আরো দুটি অপশন খুঁজে পাবেন। এগুলো মূলত আপনার ছবি বাছাই করার অপশন।
আপনি আপনার ছবি তুলে ইডিট করার জন্য Camera অপশনটি ব্যবহার করতে পারেন। আর পূর্বে থেকে তুলা কোনো ছবি বাছাই করতে Gallery অপশনটি বাছাই করুন।
০২: ফোনের গ্যালারি থেকে ছবি বাছাই করার পর আপনার ছবিটি প্রয়োজন অনুযায়ী কেটে ছোট করে নিয়ে Done করে দিন।
০৩: ছবির সাবজেক্ট মার্ক করে অবজেক্ট রিমুভ করে দিন।
০৪: ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনার ছবিতে এবার পছন্দের ইমেজটি নির্বাচন করুন।
০৫: ছবিতে পছন্দের ফ্রেমটি দিয়ে এডিট করা হয়ে গেলে Save বাটনে একটি ক্লিক করলেই ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে।
এবার আপনি আপনার এই এডিট ছবিটি ইচ্ছেমতো জায়গায় ব্যবহার করতে পারবেন।
Eid Photo Frame 2021 অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করুন।
ধন্যবাদ।