আপনার ছবিকে চমৎকার 3D লুক দিন। | 3D Drop Shadow Effect.

PixelLab Photo Editing Bangla Tutorial 2024:-
আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ছবি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকি।
চেষ্টা করি অনলাইনে নিজেদেরকে আর দশ জনের থেকে আলাদা ভাবে উপস্থাপন করতে।
আজকের পোস্টে আপনি জানতে চলেছেন আমরা আমাদের ছবিগুলোকে কিভাবে আলাদা একটি চমৎকার 3D লুক দিতে পারি।
কীভাবে খুব সহজেই ছবিতে 3D Drop Shadow বা ছায়া দেখাতে পারেন।
আর এই বিষয়টি হয়তো পোস্টের থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন। কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক:-
ছবিতে 3D Drop Shadow Effect দেখানোর জন্য PixelLab ফটো ইডিটিং অ্যাপ্লিকেশনটির প্রয়োজন পরবে। আশা করি, উক্ত অ্যাপ্লিকেশনটি সবার ফোনেই রয়েছে।
না থাকলে গুগল, প্লে স্টোর অথবা অ্যাপল স্টোরে খোঁজ করলেই পেয়ে যাবেন।
আর যারা এন্ড্রয়েড ফোন ব্যবহারকারী রয়েছেন তারা নিচের ডাউনলোড বাটন থেকে সরাসরি ইনস্টল করে নিন।
3D Drop Shadow Effect Bangla Tutorial.
০১: প্রথমে আপনার PixelLab অ্যাপ্লিকেশনটি খুলুন। অ্যাপ্লিকেশনটি খোলার পর বিভিন্ন রঙের ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখতে পাবেন। এগুলোর মধ্য থেকে সাদা রঙের ব্যাকগ্রাউন্ড ইমেজটি বাছাই করুন।
০২: এরপর সবার উপরে ডান পাশের ‘+’ যোগ চিহ্নে ক্লিক করুন, তাতে আরো কিছু অপশন দেখতে পাবেন।
০৩: সেগুলোর মধ্য থেকে ‘From Gallery‘ তে ক্লিক করে ফোনের গ্যালারি থেকে আপনি যে ছবিটিতে 3D লুক দিতে চাচ্ছেন সেই ছবিটি বাছাই করুন।
![]() |
ধাপ ২ ও ৩ এর চিত্র। |
০৪: বাছাই করা ছবিটি ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর চার পাশে কিছু জায়গা বাকি রেখে মাঝ বরাবর বসান।
০৫: এবার লক্ষ্য করুন সবার নিচে ৫ টি অপশন রয়েছে। সেগুলোর মধ্য থেকে মাঝের অপশনটিতে ক্লিক করুন।
এর ফলে আরো অনেকগুলো নতুন অপশন দেখানো হবে।
০৬: এবার সেগুলোর মধ্য থেকে Shadow লেখা অপশনটিতে প্রবেশ করুন।
![]() |
ধাপ ৫ ও ৬ এর চিত্র। |
০৭: Shadow অপশনটি Inabled করে দিন।
০৮: Inabled করার পর আরো যেসব অপশন দেখতে পাবেন:-
🔹রং: ছবির ছায়া (Shadow) যে রঙের রাখতে চান তা বাছাই করুন।
🔹Blur Radius: ছায়াটির ব্যাসার্ধ কেমন রাখতে চান তা বাছাই করুন।
🔹Offset X: ছায়াটি ছবির ডানে না কি বামে থাকবে তা সেট করতে এই অপশনটি ব্যবহার করতে হবে।
🔹Offset Y: ছায়াটি ছবির উপরে না কি নিচে থাকবে তা সেট করতে এই অপশনটি ব্যবহার করতে হবে।
![]() |
ধাপ ৭ ও ৮ এর চিত্র। |
০৯: এখান থেকে আপনার পছন্দ মতো ইডিট করার পর, ছবিটি গ্যালারিতে সেভ করতে উপরের Save আইকনটিতে ক্লিক করুন। এবং তারপর ‘Save as image‘ অপশনটি থেকে সেভ করে নিন।
![]() |
ধাপ ৯ এর চিত্র। |