টিউটোরিয়ালমোবাইল অ্যাপস

যেকোনো ভিডিওতে Face পরিবর্তন করে আপনার নিজের Face বসান এক ক্লিকেই!

আজকে আমি আপনাদের মাঝে অস্থির এক এন্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়েছি। আমার বিশ্বাস, এই অ্যাপ্লিকেশনটি সকলের অনেক পছন্দ হবে।

কারণ এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি খুব সহজেই যেকোনো ভিডিওর যেকারো মুখমণ্ডল পরিবর্তন করে আপনার নিজের অথবা অন্যকারো মুখমণ্ডল লাগিয়ে নিতে পারেন।

ধরুন, শাহরুখ খান কোনো নায়িকার সাথে নাচ করতেছে, সেই গানে শাহরুখ খানের ফেসের পরিবর্তে যদি আপনার ফেস লাগানো হয়! ব্যাপারটা দারুণ না?

দেশি-বিদেশি এমন বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীর ফেস পরিবর্তন করে আপনার নিজের ফেসের ছবি দিতে পারবেন।

তবে আগেই বলে রাখি, আজকের এই টিউটোরিয়ালটি নিয়ে আসার একমাত্র উদ্দেশ্য হলো উক্ত অ্যাপ্লিকেশনটি যেনো বিনোদন হিসেবে ব্যবহার করতে পারেন।

তবে আপনার বিনোদনের জন্য কারো সম্মানহানি বা মনোকষ্ট মোটেও কাম্য নয়।

আর তা হলেও এর দায় পুরোপুরি আপনার, প্রযুক্তি প্রিয়’র নয়। চলুন কথা না বাড়িয়ে অ্যাপটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক-

ভিডিওর ফেস পরিবর্তন করার মোবাইল অ্যাপ।

ভিডিওর ফেস পরিবর্তন করার মোবাইল সফটওয়্যারটির নাম Reface। গুগল অথবা প্লে স্টোরে গিয়ে Reface লিখে খোঁজ করলেই পেয়ে যাবেন।

অ্যাপটি এ পর্যন্ত গুগল প্লেস্টোর থেকে মোট ৫০ মিলিয়নেরও বেশি সংখ্যকবার ডাউনলোড করা হয়েছে, রেটিং পয়েন্ট হচ্ছে ৪.৫★, সাইজ মাত্র ১২ এমবি।

আপনি চাইলে নিচে দেওয়া ডাউনলোড বাটন থেকেও Reface অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন।

Reface অ্যাপটি কিভাবে চালু করবেন?

Reface অ্যাপটি ইন্সটল করার পর প্রথমবার ওপেন করতে নিচের অপশনগুলো দেখতে পাবেন।

০১. অ্যাপটি ওপেন করে ‘Get Started‘ লেখা দেখতে পাবেন, তাতে ক্লিক করুন।

০২. এরপর আপনাকে একটি ছবি দিতে বলবে। আপনি যার ফেস দিয়ে ভিডিও বানাতে চান এখানে তার ছবি বাছাই করুন।

☞ আরো পড়ুন:  পীচ টিভি বাংলা মোবাইল অ্যাপ।

আর আপনি চাইলে এই অপশনটি Skip করে যেতে পারেন।

০৩. তার পরবর্তী পেজে আপনাকে তাদের প্রেমিয়াম ভার্সনটি ব্যবহারের জন্য অফার করবে। আপনি তা না করে উপরের (X) ক্রস চিহ্নে ক্লিক করুন।

মোবাইল দিয়ে ভিডিওর ফেস পরিবর্তন করবেন কীভাবে?

Reface অ্যাপ্লিকেশনটি ওপেন করলেই অসংখ্য ভিডিও দেখতে পাবেন। এগুলোর মধ্য থেকে আপনার পছন্দের ভিডিওটিতে ক্লিক করুন।

ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করলেই আপনার ফেস দিয়ে ভিডিও তৈরি হয়ে যাবে। তৈরিকৃত ভিডিও ফোনের গ্যালারিতে সেভ করে রাখতে Save লেখায় ক্লিক করুন। (নিচের চিত্র লক্ষ্য করুন)

মোবাইল দিয়ে ভিডিওর ফেস পরিবর্তন করবেন কিভাবে?, টিপস দুনিয়া ডট কম, tipsdonia.com, reface app bangla tutorial,
Reface Bangla Tutorial 2022.

আর যদি আপনি অ্যাপ্লিকেশনটি প্রথমবার ওপেন করার সময় কোনো ছবি না দিয়ে Skip করে থাকেন তাহলে ভিডিওতে ক্লিক করা মাত্র আপনাকে ছবি দিতে বলবে।

এখানে আপনি ভিডিওতে যার ফেস লাগাতে চান তার ছবি বাছাই করে আপনার পছন্দের ভিডিওটিতে ক্লিক করুন।

অ্যাপ্লিকেশনটি যেহেতু আমরা ফ্রিতেই ব্যবহার করছি, তাই মাঝে মাঝে আমাদেরকে বিজ্ঞাপন দেখানো হবে। এসব বিজ্ঞাপনগুলো Skip করেই আমাদের কাজ করতে হবে।

আরেকটি কথা, এই অ্যাপ্লিকেশনটি দিয়ে  ভিডিওর পাশাপাশি বিভিন্ন Image ও gif ফাইলেরও Face পরিবর্তন করে আমাদের নিজের Face বসাতে পারবো মাত্র এক ক্লিকেই!

ধন্যবাদ।

75% LikesVS
25% Dislikes

Robin Miah

আমি রবিন মিয়া, একজন সৌদি আরব প্রবাসী। আমার বাসা টাংগাইলের কালিহাতীতে। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন তথ্য নিজে জানার জন্য এবং আপনাদের জানানোর উদ্দেশ্যে এই ওয়েবসাইটটি তৈরি করেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!