এআই দিয়ে স্টাইলিশ প্রফাইল ফটো ডিজাইন করার সহজ নিয়ম।
বর্তমান সময়ে আমরা সবাই দিন-রাতের লম্বা একটা সময় কাটিয়ে দেই অনলাইনে। আর যতক্ষন আমরা অনলাইনে থাকি তার বেশিরভাগ সময় কাটিয়ে দেই কোনো না কোনো সামাজিক মাধ্যমে।
যেমন: ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, থ্রেডস, ইউটিউব, টিকটক ইত্যাদি প্লাটফর্ম ব্যবহার করে।
তাছাড়া বন্ধুবান্ধব, পরিবার, পরিচিত আত্মীয়সজনদের সাথে যোগাযোগ করতে ব্যবহার করি বিভিন্ন ম্যাসেজিং অ্যাপ্লিকেশন।
যেমন: হোয়াটসঅ্যাপ, ইমো, ম্যাসেঞ্জার, টেলিগ্রাম ইত্যাদি। আর এসব প্লাটফর্মে আমাদের রয়েছে একটি করে অ্যাকাউন্ট।
অনলাইনে প্রায় প্রতিটি অ্যাকাউন্টেই আমাদের প্রফাইল ছবি সেট করতে হয়। এরজন্য আমরা আমাদের ছবিগুলোর মধ্য থেকে বাছাই করে পছন্দের ছবিটি প্রফাইল ফটো হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেই।
তবে প্রফাইলে ছবি আপলোড করার পূর্বে সে ছবি বিভিন্ন ফটো এডিটিং অ্যাপ দিয়ে এডিট করার অভ্যাস আমাদের অনেকেরই আছে।
আসলে আমরা সবাই অনলাইনে আমাদের উত্তম জিনিসটাকে প্রকাশ করতে, চাই নিজেকে বাকি দশ জনের চেয়ে আলাদা ভাবে ফুটিয়ে তুলতে। আর এর জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে চাই মনের মতো প্রফাইল ফটো।
প্রযুক্তি প্রিয়’র আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করবো, কীভাবে আমরা আমাদের হাতে থাকা মোবাইল দিয়ে মাত্র ১ মিনিটেরও কম সময় খরচ করে আমাদেরকে ছবিকে প্রফেশনাল ভাবে এডিট করতে পারি।
আর এসব এডিট করার জন্য প্রয়োজন হবে না কোনো ফটো এডিটিং অ্যাপ ডাউনলোড করার, প্রয়োজন হবে না কোনো অ্যাকাউন্ট খোলার।
এসব ছবি মূলত AI দ্বারা তৈরি হবে তবে আমরা তা প্রফেশনাল কাজেও ব্যবহার করতে পারব।
মোবাইল দিয়ে প্রফেশনাল মানের প্রোফাইল ফটো তৈরি করবেন যেভাবে।
০১. এরজন্য আপনি আপনার ডিভাইসের যেকোনো ব্রাউজার খুলুন। সেটা হতে পারে ক্রোম, ইউসি ব্রাউজার, অপেরা মিনি কিংবা অন্য যেকোনো ব্রাউজার।
এরপর সেই ব্রাউজারটির এড্রেস বারে www.pfpmaker.com লিখে ওয়েবসাইটটিতে প্রবেশ করুন।
০২. ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর “Upload Photo” লেখা একটি বাটন দেখতে পাবেন। আপনি তাতে ক্লিক করে আপনার ডিভাইস থেকে আপনার পছন্দের যেকোনো ছবি নির্বাচন করুন।
০৩. ছবি নির্বাচন করার পর আপনাকে সর্বোচ্চ ৫ সেকেন্ড সময় পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তাহলে আপনার সামনে ঐ ছবি থেকে তৈরি প্রফেশনাল মানের শতাধিক এডিট করা ছবি চলে আসবে!
জ্বি, আপনি ঠিকই শুনেছেন, ৫ সেকেন্ডে শতাধিক এডিট করা ছবি আপনার সামনে হাজির হবে।
এগুলোর মধ্য থেকে আপনার যেগুলো পছন্দ আপনি সহজেই ডাউনলোড করে আপনার ডিভাইসে নিয়ে নিতে পারেন।
ডাউনলোড করার নিয়ম হচ্ছে, আপনার যে ছবিটি পছন্দ হবে আপনি তাতে ক্লিক করবেন, তাহলে সেই ছবিতে দুটি বাটন চলে আসবে। যেমনটি নিচের চিত্রে ডান পাশের ছবিতে দেখতে পাচ্ছেন।
বাম পাশে ডাউনলোড বাটন যেটিতে ক্লিক করলেই সেই ছবিটি আপনার ডিভাইসে গিয়ে Save হয়ে থাকবে। আর ডান পাশে দেখতে পাবেন এডিট আইকন।
তাদের তৈরি করা ছবি আপনি চাইলে বিভিন্ন ভাবে আপনার পছন্দসই আরও এডিট করার মাধ্যমে আরও চমৎকার লুক দিতে পারেন।
যদিও তাদের তৈরি করা প্রতিটি ছবিই আমার কাচজে চমৎকার মনে হয়। আর আপনি আপনার ডাউনলোড করা ছবিগুলোর মধ্য থেকে যেকোনো ছবি অনলাইনে বিভিন্ন প্রফাইল ফটো হিসেবে আপলোড করতে পারেন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নসমূহ (FAQ):
ছবি থেকে ব্যাকগ্রাউন্ড কি আরো সঠিকভাবে রিমুভ করা যাবে?
উত্তর: PfpMaker.Com ওয়েবসাইটটি তাদের ব্যাকগ্রাউন্ড রিমুভারকে আরও ভালো করার জন্য কাজ করে যাচ্ছে। তবে, আরও ভালো মানের আপলোড করার মাধ্যমে ভালো প্রসেসিং ফলাফল অর্জন করা যেতে পারে।
তাই ছবি আপলোড করার সময় এমন ছবি নির্বাচন করুন, যেটাতে পর্যাপ্ত আলো রয়েছে, সঠিক ক্যামেরা অ্যাংগেল থেকে তুলা হয়েছে এবং যেটি সম্পূর্ণরূপে দৃশ্যমান।
উত্পন্ন প্রোফাইল ছবি কোথায় কোথায় ব্যবহার করা যেতে পারে?
উত্তর: বেশিরভাগ লোকেরা এগুলিকে সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ছবি, মেসেঞ্জারে ডিসপ্লে/চ্যাট ছবি, ইমেল স্বাক্ষরের জন্য হেডশট বা জীবনবৃত্তান্ত/সিভি, ডেটিং অ্যাপস এবং অন্যান্য অনেক কাজে হিসাবে ব্যবহার করে। তাই আপনিও আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারেন।
কিভাবে উত্পন্ন প্রোফাইল ছবি ব্যবহার করা যেতে পারে?
উত্তর: আপনি এগুলিকে আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারেন, যতক্ষণ না সেই ব্যবহারটি তাদের ব্যবহারের চুক্তি (Usage Agreement) লঙ্ঘন করে না।
যেমন: আপনি এসব ছবি ব্যবহার করে কোনো ধরনের বেআইনি কার্যকলাপ পরিচালনা করতে পারবেন না।
আপলোড করার পর আমার ছবির সাথে কী হবে?
উত্তর: তারা আপনার ছবিকে তাদের ব্যাকএন্ডে প্রক্রিয়া করে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মুছে ফেলতে। প্রাথমিক ফটোগুলি প্রতি ২৪ ঘন্টা স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হয়।
এখানে কোন কোন ফটো ফরম্যাট সর্বোচ্চ কত এমবি পর্যন্ত সমর্থিত?
উত্তর: JPG/PNG 5mb পর্যন্ত সমর্থিত।