ঢাকাFriday , 24 May 2024

সৌদি আরবের Mobily সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার নিয়ম।

Robin Miah
May 24, 2024 11:32 am
Link Copied!

সৌদি আরবের Mobily সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার নিয়ম।

আপনি সৌদি আরবে অবস্থান করছেন, হঠাৎ করেই অসময় ফোনের সকল ব্যালেন্স শেষ হয়ে গেল আপনার। কিংবা  কোনো সময়ে বিপদে পড়লেন, বিশেষ কারও সাথে যোগাযোগ করা প্রয়োজন আপনার।

কিংবা, জরুরী প্রয়োজনে কোনো অ্যাপ বা ওয়েবসাইট ব্রাউজ করা প্রয়োজন আপনার। কিন্তু আপনার মোবাইল ফোনে ব্যালেন্স এবং ইন্টারনেট ডেটা নেই। তাহলে কী করবেন?

সৌদি আরবের Mobily সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার নিয়ম।

আপনি যদি সৌদি আরবের Mobily সিম ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে আপনি সহজেই জরুরী মূহুর্তে আপনার প্রয়োজন মেটাতে পারবেন এবং কাংখিত মানুষের সাথে যোগাযোগ করতে সক্ষম হবেন, আপনার মোবাইলি সিমে ব্যালেন্স থাকুক আর না থাকুক।

এখন প্রশ্ন হচ্ছে, সিমে ব্যালেন্স ও ইন্টারনেট ডেটা না থাকলে আপনি কারও সাথে যোগাযোগ করবেন কীভাবে বা ওয়েবসাইট ব্রাউজ করবেন কীভাবে?

যদি আপনার Mobily সিমে ব্যালেন্সের অভাব হয়, আপনি সর্বদা ইমার্জেন্সি পেতে পারেন।

৩০ রিয়াল অথবা ৩০০ এমবি পর্যন্ত অগ্রিম ব্যালেন্স/লোন নিন। শুধুমাত্র প্রিপেইড গ্রাহকরা Mobily সিম থেকে লোন নিতে পারবেন।

Mobily সিম থেকে ৫ রিয়াল ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার নিয়ম।

  • Mobily সিমে ৫ রিয়াল ইমার্জেন্সি ক্রেডিট নিতে ডায়াল করুন *405#
  • অথবা, “405  লিখে 1100 নম্বরে SMS পাঠান।
  • পরবর্তী রিচার্জে ৫ রিয়াল লোন এবং ১ রিয়াল ফি সহ মোট ৬ রিয়াল আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে।

Mobily সিম থেকে ৩০ রিয়াল ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার নিয়ম।

  • আর Mobily সিমে ৩০ রিয়াল ইমার্জেন্সি ব্যালেন্স নিতে ডায়াল করুন *430#
  • অথবা, “430  লিখে 1100 নম্বরে SMS পাঠান।
  • পরবর্তী রিচার্জে ৩০ রিয়াল লোন এবং ৬ রিয়াল ফি সহ মোট ৩৬ রিয়াল আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে।

Mobily সিম থেকে ৩০০ MB ইমার্জেন্সি লোন নেওয়ার নিয়ম।

  • Mobily সিমে ১০ রিয়ালের বিপরীতে ৭ দিনের জন্য ৩০০ MB ডেটা ইমার্জেন্সি নিতে পারবেন।
  • ১০ রিয়ালের বিপরীতে ৭ দিনের জন্য ৩০০ এমবি ইমার্জেন্সি ডেটা লোড নিতে ডায়াল করুন *403#
  • অথবা, “403” লিখে 1100 নাম্বারে একটি SMS পাঠান।
  • পরবর্তী রিচার্জে ১০ রিয়াল লোন এবং ১ রিয়াল ভ্যাট সহ মোট ১১ রিয়াল ব্যালেন্স কেটে নেওয়া হবে।

অ্যাপ্লিকেশন ব্যবহার করে আবেদনের মাধ্যমে Mobily ইমার্জেন্সব্যালেন্স নেওয়ার নিয়ম।

অ্যাপ্লিকেশন ব্যবহার করে আবেদনের মাধ্যমে Mobily ইমার্জেন্সি ক্রেডিট নেওয়ার জন্য নিচে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন।

০১. Play Store অথবা App Store থেকে Mobily অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন।

০২. আপনার মোবাইল নম্বর লিখুন এবং লগইন করুন।

০৩. নিচে থাকা ম্যানু বার থেকে “My Line” লেখা অপশনে প্রবেশ করুন।

০৪. তাহলে আপনার সামনে আরও কিছু অপশন হাজির হবে। সেখান থেকে “Emergency Credit” লেখা অপশনে প্রবেশ করুন।

০৫. তাহলে আপনি ইমার্জেন্সি ক্রেডিট এবং ইমার্জেন্সি ইন্টারনেট নেওয়ার অপশন দেখতে পাবেন। আপনার যেটি প্রয়োজন আপনি সেটি নিয়ে নিন।

সৌদি আরবের Mobily সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার নিয়ম।

০১. Mobily সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার জন্য আপনার সিম থেকে *400# কোডটি ডায়াল করুন।

০২. *400# কোডটি ডায়াল করার পর কয়েকটি অপশন দেখতে পাবেন। আপনি “Emergency Balance” লেখা অপশনটি নির্বাচন করুন।

তাহলে আপনার মোবাইলি সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করে দেখতে পারবেন।

কীভাবে বুঝবেন আপনার Mobily সিমটি ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া জন্য উপযুক্ত কিনা?

সৌদি আরবের যেসব Mobily সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া যাবে তা নিম্নে বলা হলো।

  1. Mobily সিমটি তিন মাসের অধিক পুরনো হতে হবে।
  2. বর্তমান ব্যালেন্স ২ রিয়ালের কম থাকতে হবে।
  3. মাসিক কমপক্ষে ৩০ রিয়াল রিচার্জ থাকতে হবে।