ইউটিউব

ইউটিউব Shorts ভিডিও ডাউনলোড করবেন যেভাবে।

ইউটিউব Shorts ভিডিও ডাউনলোড করার যত সহজ উপায়।

ইউটিউব হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্লাটফর্ম। যেখানে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটররা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে চলেছে।

আমরা আমাদের প্রাত্যহিক দিনে যতটুকু সময় অনলাইনে থাকি তার বেশিরভাগ সময়ই ব্যয় করি ইউটিউবে ভিডিও দেখে।

ইউটিউবে গান, নাটক, সিনেমা, টিউটোরিয়াল, ফানি ভিডিও, শিক্ষামূলক ভিডিও সহ প্রায় সব ধরনের ভিডিও আপলোড হয়।

ইউটিউব Shorts ভিডিও ডাউনলোড করবেন যেভাবে।

মোট কথা একজন দর্শকের চাহিদা যেমনই হোক না কেন সে তার চাহিদা অনুযায়ী সকল ভিডিও ইউটিউবে পাবে।

অন্যান্য সামাজিক প্ল্যাটফর্মের মতোই, ইউটিউব প্রধান মেনুতে একটি Shorts ট্যাব এবং ওয়াচ (Watch) পেইজে Shorts ফিচার সহ শর্ট-ফর্মের ভিডিও কন্টেন্টে কঠোরভাবে ঝুঁকছে।

pastedGraphic.png

প্রযুক্তি প্রিয়’র এই পোস্টে, আমরা ইউটিউবের Shorts ভিডিও ডাউনলোড করা শিখবো।

ইউটিউবে আমরা শর্ট ভিডিও দেখার সময় কখনো কখনো বিভিন্ন ইউটিউব শর্ট ভিডিও আমাদের ভালো লেগে যায় অথবা ফোনে ডাউনলোড করে রাখার প্রয়োজন মনে করি। 

তবে ইউটিউব কর্তৃপক্ষ শর্ট ভিডিও ডাউনলোড করে রাখার কোনো অপশন রাখেনি। আমাদেরকে শুধু ইউটিউবে প্রবেশ করে Shorts ট্যাব থেকে ভিডিওগুলো দেখতে হবে।

ইউটিউব শর্ট ভিডিও সরাসরি ডাউনলোড করা না গেলেও চিন্তার কোনো কারণ নেই।

প্রযুক্তি প্রিয়’র আজকের এই আর্টিকেল থেকে আমরা জানবো, বিকল্প পদ্ধতি অবলম্বন করে ইউটিউব শর্ট ভিডিও ডাউনলোড করব কিভাবে।

ইউটিউব থেকে শর্ট ভিডিও ডাউনলোড করার পদ্ধতি অনেক রয়েছে। 

ইউটিউব শর্ট ভিডিও ডাউনলোডার সফটওয়্যার, ইউটিউব শর্ট ভিডিও ডাউনলোড করার নিয়ম, ইউটিউব শর্ট ভিডিও ডাউনলোড ওয়েবসাইট ইত্যাদি লিখে খোঁজ করলে অনেক আর্টিকেলই সামনে চলে আসে।

তবে আজকের এই আর্টিকেলে ইউটিউবের শর্ট ভিডিও ডাউনলোড করার সহজ উপায়গুলো নিয়ে আলোচনা করবো। তাই পুরো আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।

আর আপনার পছন্দের পদ্ধতি কাজে লাগিয়ে ইউটিউবের শর্ট ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই।

ইউটিউবের শর্ট ভিডিও ডাউনলোড করার যত সহজ উপায়।

নিচে ইউটিউব শর্ট ভিডিও ফ্রি ডাউনলোড করার ৩ টি পদ্ধতি দেখানো হলো।

  • পদ্ধতি-১: মোবাইল অ্যাপ ব্যবহার করে।
  • পদ্ধতি-২: অনলাইন টুল ব্যবহার করে।
  • পদ্ধতি-৩: ব্রাউজার ব্যবহার করে।

ইউটিউব শর্ট ভিডিও ডাউনলোড করুন মোবাইল অ্যাপ ব্যবহার করে।

মোবাইলে ইউটিউব শর্ট ভিডিও ডাউনলোড করতে চান? ইউটিউব থেকে শর্ট ভিডিও  ডাউনলোড করার জন্য যারা ভালো একটি মোবাইল অ্যাপের সন্ধানে ইউটিউব শর্ট ভিডিও ডাউনলোড অ্যাপস, ইউটিউব শর্ট ভিডিও ডাউনলোড সফটওয়্যার ইত্যাদি ইত্যাদি লিখে সার্চ করে করে ক্লান্ত হয়ে গেছেন তাদের জন্য খুবই কার্যকরী একটি ইউটিউব শর্ট ভিডিও ডাউনলোড এপস নিয়ে হাজির হয়েছি।

Vidmate সফটওয়্যার ব্যবহার করে Youtube এর শর্টস ভিডিও ডাউনলোড করুন।

ইউটিউব থেকে শর্ট ভিডিও ডাউনলোড করার এপসগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপটির নাম ভিডমেট। 

ইউটিউব যেহেতু তাদের শর্ট ভিডিও ডাউনলোড করা সমর্থন করে না তাই প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটি খুজে পাবেন না।

আপনাকে যা করতে হবে গুগলে গিয়ে Vidmate লিখে সার্চ করে ডাউনলোড করতে হবে। অথবা আপনি চাইলে সরাসরি আমাদের নিচে দেওয়া লিংক থেকেও ডাউনলোড করতে পারেন।

ডাউনলোড লিংক

ভিডমেট অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করে নিন। এরপর অ্যাপটিতে প্রবেশ করে YouTube এ প্রবেশ করুন।

ইউটিউবের যেকোনো শর্ট ভিডিও ওপেন করলে ভিডিও নিচে একটি ডাউনলোড আইকন দেখতে পাবেন।

তাতে ক্লিক করলে উক্ত শর্ট ভিডিওর বিভিন্ন কোয়ালাটি দেখতে পাবেন। 

আপনি যে কোয়ালিটিতে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটি বাছাই করে Download লেখায় ক্লিক করুন।

তাহলেই শর্ট ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু করবে। আর ডাউনলোড হওয়া শেষ হলে উক্ত ভিডিওটি আপনার ফোনের ফাইল ম্যানেজারে খুজে পাবেন।

আরো পড়ুন: ইউটিউব শর্টস ভিডিও দিয়ে টাকা ইনকাম করবেন যেভাবে।

ইউটিউব Shorts ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট।

ইউটিউব থেকে Shorts ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার Download করে শুধু শুধু ফোনের এমবি ও ফোনের স্টোরেজ খরচ করার কোনো মানে হয়না।

কারণ অনলাইনে কিছু ইউটিউব Shorts ভিডিও ডাউনলোড সাইট রয়েছে সেসব সাইট ব্যবহার করে খুব সহজেই ইউটিউবের Shorts ভিডিও ডাউনলোড করা যায়।

তাই বারতি কোনো ইউটিউব Shorts ভিডিও ডাউনলোড অ্যাপ ইনস্টল দেওয়ার প্রয়োজন নেই।

আপনারা যারা মোবাইলে কিংবা পিসিতে ইউটিউব Shorts ভিডিও ডাউনলোড করতে চান, তারা প্রথমে আপনার ডাউনলোড করতে চাওয়া Shorts ভিডিওটির লিংক Copy করে নিন।

আপনি যেকোনো ব্রাউজার ব্যবহার করে ইউটিউব Shorts ভিডিও ওপেন করেন না কেন তাহলে ব্রাউজারের এড্রেস বারে ওপেন করা ভিডিওটির লিংক পেয়ে যাবেন। সেখান থেকে লিংকটি Copy করে নিতে হবে।

আর যদি Youtube মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে Shorts ভিডিও দেখে থাকেন তাহলে ভিডিওতে যে Share বাটন রয়েছে তাতে ক্লিক করুন।

ইউটিউব Shorts ভিডিও ডাউনলোড করবেন যেভাবে।

এরপর Copy Link লেখা একটি অপশন দেখতে পাবেন তাতে ক্লিক করলেও উক্ত Short ভিডিওটির লিংক কপি হয়ে যাবে।

ইউটিউব Shorts ভিডিও ডাউনলোড করবেন যেভাবে।

তারপর যেকোনো ব্রাউজার দিয়ে www.yt1s.com ওয়েবসাইটে প্রবেশ করুন। উক্ত ওয়েবসাইটে প্রবেশ করার পর নিচের চিত্রের মতো দেখতে পাবেন।

pastedGraphic_1.png

“Search or paste Youtube link here” লেখা ঘরে আপনার Copy করা Short ভিডিও লিংক Paste করে Convert লেখা বাটনে ক্লিক করুন।

এই ওয়েবসাইট ব্যবহারের আরেকটি সুবিধা হচ্ছে যে ঘরে আপনি ইউটিউব Shorts ভিডিওর লিংক বসিয়েছেন আপনি চাইলে সেখানে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে ইউটিউব শর্টস বা লং ভিডিও খোজে বের করে ডাউনলোড করে ফেলতে পারবেন।

Convert বাটনে ক্লিক করলে নিচের চিত্রের মতো দেখতে পাবেন।

সেখান থেকে উক্ত Shorts ভিডিও আপনি আপনার পছন্দের কোয়ালিটিতে রুপান্তর করে নিতে পারবেন। যেমন: 1080p, 720P, 480p, 144p ইত্যাদি ভার্শনের।

ইউটিউব শর্টস ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট।

এমনকি আপনি চাইলে উক্ত Short ভিডিওটি mp3 ফাইলেও ডাউনলোড করতে পারবেন। আপনার পছন্দের কোয়ালিটি বাছাই করে Get Link বাটনে ক্লিক করুন।

ইউটিউব শর্টস ডাউনলোড করার ওয়েবসাইট।

তাহলে Download লেখা একটি বাটন দেখতে পাবেন। তাতে ক্লিক করলেই আপনার কাংক্ষিত ইউটিউব Shorts ভিডিও ডাউনলোড হওয়া শুরু করবে।

আর ডাউনলোড হওয়া শেষ হলে উক্ত Shorts ভিডিও আপনার ডিভাইসে খোঁজে পাবেন। ইউটিউব Shorts এবং Long ভিডিও ডাউনলোড করার জন্য আরো কিছু বহুল ব্যবহৃত ওয়েবসাইট হচ্ছে:-

ভিডিও লিংকে ss লিখে ইউটিউব শর্ট ভিডিও ডাউনলোড করববেন যেভাবে।

মোবাইল কিংবা স্মার্টফোন দিয়ে এই পদ্ধতিতে ইউটিউব শর্ট ভিডিও ডাউনলোড করতে যেকোনো ব্রাউজার দিয়ে ইউটিউবে প্রবেশ করুন।

এবং আপনার কাংক্ষিত Shorts ভিডিওটি প্লে করুন। এবার ব্রাউজারের এড্রেস বারে থাকা লিংকটি এডিট করতে হবে।

সব ঠিক থাকবে শুধু youtube.com লেখার পূর্বে ss লিখে উক্ত লিংকে আবার প্রবেশ করুন।

ইউটিউব Shorts ভিডিও ডাউনলোড করার যত সহজ উপায়।

তবে কোনো ফাকা রাখবেন না। (যেমন: https://m.ssyoutube.com/shorts….)

পরবর্তী পেজে উক্ত শর্ট ভিডিওটি ডাউনলোড করার অপশন দেখতে পাবেন।

ইউটিউব শর্টস ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট।

Download বাটনে ক্লিক করার পূর্বে আপনার পছন্দের ভিডিও কোয়ালিটি বাছাই করে নিবেন।

এই আর্টিকেলটি পড়ার পর ইউটিউব Shorts ভিডিও  ডাউনলোড করতে আর কোনো সমস্যা থাকার কথা না। 

তবু কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।

50% LikesVS
50% Dislikes

Robin Miah

আমি রবিন মিয়া, একজন সৌদি আরব প্রবাসী। আমার বাসা টাংগাইলের কালিহাতীতে। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন তথ্য নিজে জানার জন্য এবং আপনাদের জানানোর উদ্দেশ্যে এই ওয়েবসাইটটি তৈরি করেছি।

Related Articles

Back to top button
error: Content is protected !!