পিডিএফ বই

ষষ্ঠ শ্রেণির গণিত বই ২০২৪ PDF ডাউনলোড।

ষষ্ঠ শ্রেণির গণিত বই নিয়ে কিছু কথা:

আপনারা নিশ্চয় এর মধ্যেই জেনেছন যে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর জন্য নতুন পাঠ্যপুস্তক তৈরি করছে।

ষষ্ঠ শ্রেণির গণিত পাঠ্যপুস্তকটি এর মধ্যে অন্যতম। শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তকটি তৈরির সময় দুটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে;

–চারপাশের পরিচিত পরিবেশের বস্তু ও ঘটনা পর্যবেক্ষণ করে হাতে কলমে কাজের মাধ্যমে গাণিতিক সমস্যা সমাধান করা।

–দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে গাণিতিক দক্ষতা ব্যবহার করতে পারার সুযোগ সৃষ্টি করা।

এজন্য গণিত বিষয়ক পাঠ্যপুস্তকটি মোট ১১টি শিখন অভিজ্ঞতার মাধ্যমে সাজানো হয়েছে।

প্রতিটি শিখন অভিজ্ঞতায় বিষয়গুলো ধাপে ধাপে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণ ও বাস্তব উপকরণ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন গাণিতিক ধারণা লাভ করতে পারে।

একই সাথে গাণিতিক দক্ষতাগুলো আয়ত্ত করে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা গাণিতিক উপায়ে সমাধান করতে পারে।

শিক্ষার্থীরা বিভিন্ন দলগত কিংবা জোড়ায় কাজের মাধ্যমে আলোচনা করে শিখন অভিজ্ঞতার কাজগুলো করবে।

শ্রেণিতে এ সকল কাজের মাধ্যমে তারা যে শিখন লাভ করবে তা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রয়োগ করার মাধ্যমেই তাদের শিখন পূর্ণতা লাভ করবে।

শিখন প্রক্রিয়ায় পাঠ্যপুস্তকটি তাদের জন্য সহায়ক উপকরণ হিসেবে কাজ করবে।

এ বইয়ের শুরুতেই তারা বিভিন্ন খেলা এবং ম্যাজিকের মধ্য দিয়ে সংখ্যা ও প্রতীক সম্পর্কে ধারণা লাভ করবে।

একইসাথে গণনার দক্ষতা আয়ত্ত করে নিজেদের জীবনে এইসব সংখ্যা, প্রতীক শনাক্ত ও ব্যবহার করতে পারবে।

এর পরের শিখন অভিজ্ঞতা ‘পূর্ণসংখ্যার জগৎ’-এ তারা খুব সহজে পূর্ণ সংখ্যা সম্পর্কে ধারণা লাভ করতে পারো এবং একইসাথে গাণিতিক সমস্যা সমাধানে এগুলোকে প্রয়োগ করতে পারবে।

মৌলিক উৎপাদকের গল্প’ নামের শিখন অভিজ্ঞতাটি উৎপাদক, লসাগু ও গসাগু ব্যবহারের নিয়মাবলি এবং প্রয়োগ সম্পর্কে ধারণা লাভের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ফলে বাস্তব জীবেনের বিভিন্নক্ষেত্রে সমস্য সমাধানে উৎপাদক, লসাগু ও গসাগু’র ধারণা স্বতঃস্ফূর্তভাবে ব্যবহার করতে পারবে।

ভগ্নাংশের খেলা’ নামক শিখন অভিজ্ঞতাটি সাজানো হয়েছে এমনভাবে যাতে করে শিক্ষার্থীরা খুব সহজে ভগ্নাংশ সম্পর্কিত ধারণাগুলো লাভ করতে পারে এবং একইসাথে গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে এগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারে।

এছাড়া ঐকিক নিয়মের প্রয়োগ এবং শতকরা ও অনুপাতের সঠিক ব্যবহার করতে শিখবে পরবর্তী শিখন অভিজ্ঞতার মধ্য দিয়ে।

দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন ক্ষেত্রে দৈর্ঘ্য মাপার কাজ সম্পন্ন করার মাধ্যমে এ সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবে ‘দৈর্ঘ্য মাপি’ শিখন অভিজ্ঞতাটির মধ্য দিয়ে।

বীজগণিতীয় রাশি ও সমীকরণ সম্পর্কিত বিভিন্ন কাজ তারা একক ও দলগতভাবে সম্পন্ন করার সুযোগ পাবে ‘বীজগাণিতিক রাশির জগৎ’ এবং ‘সরল সমীকরণ’ শিখন অভিজ্ঞতা দুটির মধ্য দিয়ে। এরপরের

শিখন অভিজ্ঞতাটির মাধ্যমে তারা বিভিন্ন গাণিতিক সূত্রগুলোর অন্তর্নিহিত ব্যাখ্যা এবং এগুলো কীভাবে তৈরি হয়েছে তা খুব সহজে বুঝতে পারবে।

এই তিনটি অভিজ্ঞতা বীজগণিতের অজানা জগতের সন্ধানে তাদেরকে অনুসন্ধিৎসু করবে বলে আশা করা যায়।

এরপরের শিখন অভিজ্ঞতায় তারা পরিমাপ প্রক্রিয়া সম্পর্কে জেনে নিজে নিজে বিভিন্ন বস্তু পরিমাপ করতে পারবে।

ষষ্ঠ শ্রেণির গণিত বই ২০২৪ PDF ডাউনলোড।

তাদের সহপাঠীদের সাথে নিয়ে দলগত কাজের মাধ্যমে তারা তাদের শ্রেণিকক্ষও পরিমাপ করতে পারবে।

এই বইয়ের সর্বশেষ অভিজ্ঞতায় শিক্ষার্থীরা চারপাশের তথ্য সাজিয়ে, গণনা ও যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।

আশা করছি, তারা তাদের সহপাঠীদের সাথে নিয়ে দলগত কাজগুলো করার ফলে তাদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং বিভিন্ন বিষয়ে গাণিতিক দক্ষতা প্রয়োগ করে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি পাবে।

শ্রেণিকক্ষের ভিতরে এবং বাইরে সকল কাজে তাদের শিক্ষক সার্বিক সহায়তা প্রদান করবেন।

আশা করি, দলগত কার্যক্রমগুলোতে সক্রিয় অংশগ্রহণ করে গাণিতিক দক্ষতাসমূহ তারা সফলভাবে অর্জন করতে পারবে এবং গাণিতিকভাবে চিন্তা করতে শিখবে।

একইসাথে, বাস্তব জীবনে গণিতের গুরুত্ব অনুধাবন করে গণিত শিখতে আরও বেশি আগ্রহী হয়ে উঠবে।

পাঠ্যপুস্তকটি গণিতের সকল ভয় দূর করে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে গণিত ব্যবহারে আরও বেশি উৎসাহী ও কৌতূহলী করে তুলবে।

ষষ্ঠ শ্রেণির গণিত বই PDF ডাউনলোড লিংক:

বাংলা ভার্সন

ইংরেজি ভার্সন

৬ষ্ঠ শ্রেণির গণিত বইয়ের পিডিএফ ফাইল ফ্রি ডাউনলোড করতে সমস্যা হলে তা মন্তব্য ঘরে লিখে জানাতে পারেন।

67% LikesVS
33% Dislikes

Robin Miah

আমি রবিন মিয়া, একজন সৌদি আরব প্রবাসী। আমার বাসা টাংগাইলের কালিহাতীতে। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন তথ্য নিজে জানার জন্য এবং আপনাদের জানানোর উদ্দেশ্যে এই ওয়েবসাইটটি তৈরি করেছি।

Related Articles

Back to top button
error: Content is protected !!