ভালো মানের ফন্ট ওয়েব ডিজাইনের সবচেয়ে ছোট উপাদানগুলির মধ্যে একটি তবে আপনার ওয়েবসাইট কীভাবে রেন্ডার এবং পারফর্ম করে তা ব্যাপকভাবে প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে।
আপনি যদি আপনার সাইটটিকে আলাদা করে তুলতে চান, বিশেষ করে আপনার সাইটটি যদি ব্লগ ওয়েবসাইট হয়ে থাকে তাহলে আপনার ব্লগের লেখাগুলো পাঠকদের নিকট সহজে আরও বোধগম্য করে তুলতে প্রয়োজন আকর্ষণীয় কাস্টম ফন্ট।
ওয়েবসাইটে কাস্টম ফন্ট ইনস্টল করা থাকলে সাইট এবং সাইটের থালা লেখা অনেক সুন্দর দেখায়।
আপনি হয়তো খেয়াল করেছেন দেশের সব নিউজ সাইট এবং জনপ্রিয় ব্লগ সাইটগুলোও কাস্টম বাংলা ফন্ট ব্যবহার করে থাকে।
সাইটে কাস্টম ফন্ট ব্যবহার করার অনেক কারণ রয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম কারণ হলো সাইটের লেখাগুলো পাঠকরা যেন স্বাচ্ছন্দে পড়তে পারে।
তাছাড়া সাইটে কাস্টম ফন্ট সেট করা থাকলে সাইট দেখতেও অনেক সুন্দর লাগে। বাংলা ওয়েবসাইটে ব্যবহারের জন্য বেশ কিছু জনপ্রিয় বাংলা ফন্ট রয়েছে।
সেসব জনপ্রিয় কাস্টম বাংলা ফন্টের মধ্যে অন্যতম হলো সোলাইমান লিপি (Solaiman Lipi) ফন্ট। বিশেষ করে, এটি আমার অনেক পছন্দ।
প্রযুক্তি প্রিয়’র আজকের এই টিউটোরিয়াল থেকে জানবো, ব্লগার এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কীভাবে সোলাইমান লিপি (Solaiman Lipi) ফন্ট ইনস্টল করতে হয়।
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সোলাইমান লিপি ফন্ট একটিভ করার নিয়ম।
০১. আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে জনপ্রিয় ফন্ট সোলাইমান লিপি ইনস্টল করার জন্য আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করুন।
০২. এরপর উপরের বাম পাশের মেনু অপশন থেকে Plugins লেখা অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনার সামনে আরও কিছু অপশন চলে আসবে। আপনি এবার Add New Plugin লেখা অপশনটিতে ক্লিক করুন।
০৩. Add New Plugin লেখা অপশনে প্রবেশ করার পর একটি সার্চ অপশন দেখতে পাবেন। আপনি সেখানে “Bangla Font Solution” লিখে সার্চ করুন।
তাহলে আপনি সার্চ রেজাল্টে “Bangla Font Solution For WordPress” নামের একটি প্লাগিন দেখতে পাবেন।
০৪. এখন Install Now লেখা বাটনে ক্লিক করে প্লাগিনটি ইনস্টল করে নিন।
০৫. এবং এরপর Active বাটনে ক্লিক করার মাধ্যমে সেটি একটিভ করে নিন।
এরপর আপনাকে আর কোনো কিছু করার প্রয়োজন নেই। আপনি আপনার ওয়েবসাইটটিতে প্রবেশ করে দেখুন সাইটের বাংলা ফন্ট পরিবর্তন হয়েগেছে।
আপনি চাইলে প্লাগিনটি Deactive করার মাধ্যমে যেকোনো সময় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন।
ব্লগার ওয়েবসাইটে সোলাইমান লিপি ফন্ট যুক্ত করার নিয়ম।
০১. আপনার ব্লগার ড্যাশবোর্ডে লগিন করুন।
০২. ব্লগার ড্যাশবোর্ডের Theme লেখা অপশনে প্রবেশ করুন।
০৩. এরপর Edit html লেখা অপশনে ক্লিক করুন।
০৪. কিবোর্ডের ctrl + F বাটন চেপে ধরে ফাইন্ড অপশনে <head> লিখে সার্চ করুন।
০৫. <head> ট্যাগের নিচে নিচের কোডটি Copy করে বসিয়ে দিন।
<link href='https://fonts.maateen.me/solaiman-lipi/font.css' rel='stylesheet'>
০৬. এবং আবার <body> লিখে সার্চ করে <body> ট্যাগের নিচে নিচের কোডটি Copy করে বসিয়ে দিন।
০৭. আবার কিবোর্ডে ctrl + F চাপুন এবং font-family লিখে সার্চ করুন। দেখুন, ফন্ট-ফেমিলির পাশে অন্য কোনো ফন্টের নাম দেওয়া আছে, নামটি মনে রাখুন।
০৮. এবার ctrl + H চাপুন এবং আপনার সাইটে যে ফন্টের নাম দেওয়া আছে সেটাকে SolaimanLipi লিখে রিপ্লেস করুন।
[বি: দ্র: font-family:FontAwesome এবং font-family:Font Inherit এই দুইটা থাকলে সেটা পরিবর্তন করতে হবে না।
০৯. এরপর Save Theme বাটনে ক্লিক করুন। সবকিছু ঠিকঠাক থাকলে আপনার ব্লগার ওয়েবসাইটে সোলাইমান লিপি বাংলা কাস্টম ফন্টটি ইনস্টল হয়ে যাবে।
সতর্কতা: অতিরিক্ত নিরাপত্তার কথা ভেবে আপনার ওয়েবসাইটের বর্তমান থিমটি এডিট করার পূর্বেই ব্যাকআপ নিয়ে রাখতে পারেন। যাতে ফন্ট পরিবর্তন করার জন্য থিম এডিট করতে গিয়ে থিমে কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যা হলে ব্যাকআপ নেওয়া থিম আপলোড দেওয়ার মাধমে পূর্বের অবস্থায় আবার সহজেই ফিরে আসা যায়।
অথবা, থিম এডিট করার জন্য আপনার কম্পিউটারের নোটপ্যাড++ বা ওয়ার্ড ডকুমেন্ট সফটওয়্যার ব্যবহার করতে পারেন।