প্রবাসের প্রযুক্তিসিম অপারেটর

সৌদি আরবের Zain সিমের নাম্বার চেক করার নিয়ম।

সৌদি আরবের Zain সিমের নাম্বার চেক করার যত নিয়ম।

আপনি যদি সৌদি আরবে অবস্থান করেন এবং একজন জেইন সিম ব্যবহারকারী হোন তাহলে প্রযুক্তি প্রিয়‘র আজকের এই আর্টিকেলটি আপনার জন্য।

কারণ এই আর্টিকেলটিতে আপনি জানতে চলেছেন জেইন সিমের নাম্বার চেক করার নিয়ম। জেইন সিমের নাম্বার বের করার মোট ৫টি উপায় আপনাদের সামনে শেয়ার করব।

আপনার কাছে যে উপায়টি সহজ মনে হবে আপনি আপনার জেইন সিমের নাম্বার বের করার জন্য সেটি কাজে লাগাতে পারেন।

সৌদি আরবের Zain সিমের নাম্বার চেক করার যত নিয়ম।

কোড ডায়াল করার মাধ্যমে Zain সিমের নাম্বার বের করার নিয়ম।

Zain সিমের নাম্বার দেখার জন্য ৩ টি USSD কোড রয়েছে। আপনি যেকোনোটি ডায়াল করতে পারেন।

  • *144#
  • *23#
  • *34#

“কল মি ব্যাক” ফিচার ব্যবহার করে।

আপনার জেইন সিমের নাম্বার চেক করার দ্বিতীয় উপায় হলো “কল মি ব্যাক” পরিষেবা ব্যবহার করে আপনাকে কল করার জন্য বন্ধুকে অনুরোধ করা। এই কাজ করার জন্য;

ডায়াল করুন *123*আপনার বন্ধুর মোবাইল নম্বর#।

উদাহরণ: *123*059435140#।

আপনার বন্ধু আপনার নাম্বারে কল করার জন্য একটি অনুরোধের SMS পাবে এবং আপনি সেখান থেকে আপনার নাম্বার খুঁজে পেতে পারেন।

আরও পড়ুন: সৌদি আরবের Zain সিম থেকে ফ্রিতে কল ব্যাক রিকোয়েস্ট পাঠাবেন যেভাবে।

SMS এর মাধ্যমে Zain সিমের নাম্বার বের করার উপায়।

আপনি চাইলে আপনার জেইন সিম থেকে 700123 নাম্বারে একটি ফাঁকা SMS পাঠিয়ে নিজের নাম্বার দেখে নিতে পারেন। কারণ এই ব্যবস্থাটি আপনার ইকামা দিয়ে কতগুলো জেইন সিম নিবন্ধন করা আছে তা বলে দিবে।

ওয়েবসাইটের মাধ্যমে Zain সিমের নাম্বার চেক করার উপায়।

আপনার সিমটি যদি আপনার ইকামা দিয়ে নিবন্ধন করা থাকে তাহলে তা আপনার Absher অ্যাকাউন্ট থেকে দেখে নিতে পারেন।

হ্যাল্পলাইনে কল করার মাধ্যমে Zain সিমের নাম্বার বের করতে পারেন।

আপনি আপনার জেইন সিমের নাম্বার জেইন সিমের হ্যাল্পলাইনে কল করার মাধ্যমে জেনে নিতে পারেন। আর এর জন্য আপনার ফোন থেকে ডায়াল করুন 959 নাম্বারে।

সৌদি আরবের সকল সিমের অফার পেতে আমাদের প্রযুক্তি প্রিয় হোয়াটসঅ্যাপ চ্যানেলটি Follow করে রাখতে পারেন।

50% LikesVS
50% Dislikes

Robin Miah

আমি রবিন মিয়া, একজন সৌদি আরব প্রবাসী। আমার বাসা টাংগাইলের কালিহাতীতে। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন তথ্য নিজে জানার জন্য এবং আপনাদের জানানোর উদ্দেশ্যে এই ওয়েবসাইটটি তৈরি করেছি।

Related Articles

Back to top button
error: Content is protected !!