পাসপোর্ট ফটো মেকার ফ্রি ডাউনলোড। (Passport Photo Maker Free Download.)
অনলাইনে আপনার নিজের পাসপোর্ট সাইজের ছবি তৈরি করুন এক সেকেন্ডে এক ক্লিকের মাধ্যমে।
হ্যাঁ, কথা সত্য। আপনি সময় অপচয় ছাড়াই দ্রুত জটিলতাবিহীন পাসপোর্ট সাইজের ফটো তৈরি করে নিতে পারবেন নিখুঁতভাবে।
এই পাসপোর্ট সাইজের ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন আলাদা ভাবে করার প্রয়োজন নেই। থাকছে ইচ্ছেমতো স্যুট-কোর্টসহ পোশাক পরিবর্তনের স্বয়ংক্রিয় প্রক্রিয়া।
অর্থাৎ এক ক্লিকেই সব অটো হয়ে যাবে। আর এর জন্য পাসপোর্ট ফটো মেকার সফটওয়ার ডাউনলোড করার প্রয়োজন নেই। তাই অযথা সময়ক্ষেপণ করতে যাবেন কেন?
এই উপায়টি করা যাবে ফটো এডেটিং ওয়েবটুলসের সাহায্যে। যা কিনা ঘরে বসে হাতে থাকা স্মার্টফোন কিংবা ল্যাপটপ দিয়ে ব্রাউজ করে নির্ধারিত ছবিটি মডিফাই করে নিতে পারবেন সহজ কয়েকটি ধাপে।
পাসপোর্ট সাইজ ফটো মেকার ওয়েবসাইটে প্রবেশ করে কীভাবে কী করতে হবে চলুন তা জেনে নেওয়া যাক।
অনলাইনে ১ মিনিটে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করার ওয়েবাসাইট।
০১. এজন্য প্রথমে আপনাকে কম্পিউটার বা স্মার্টফোন থেকে গুগলে সার্চ করতে হবে “Cutout.Pro” ওয়েবসাইটি। এরপর ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে।
অথবা, আপনি আপনার কম্পিউটার বা স্মার্টফোনের যেকোনো ব্রাউজারের এড্রেস বারে www.Cutout.Pro লিখে ওয়েবসাইটটিতে সরাসরি প্রবেশ করতে পারেন।
ওয়েবসাইটে আপনি অনলাইনে পাসপোর্ট/ভিসা/আইডি ফটো মেকার, সঠিক মাপের স্বয়ংক্রিয় ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন।
০২. সাইটে যখন আপনি প্রবেশ করবেন তখন একটু নিচের দিকে স্ক্রল করলে “Passport photo maker” অপশনটি বাছাই করে নিবেন।
০৩. এরপর আপনার কাঙ্খিত ছবিটি আপলোড অথবা এখানে একটি ফাইল ড্রপ করুন, ছবি বা URL পেস্ট করতে CTRL+V চাপুন।
০৪. এরপর নতুন ড্যাশবোর্ড অপেন হলে উপরে থাকা “Paper Size” এ ক্লিক করুন। এতে থাকা “Individual or Single Photo” বাছাই করুন।
০৫. নিচের বক্সে সার্চ সাইজের তালিকা থেকে “Bangladeshi (Passport)” লেখাটি খোঁজ করুন এবং সিলেক্ট করে করে দিন।
০৬. ছবির ব্যাকগ্রাউন্ডের রং পরিবর্তন করতে কালার আইকনে ক্লিক করে পছন্দের রং বাছাই করুন এবং নির্দিষ্ট রংয়ের বক্সে ক্লিক করুন।
০৭. পূর্বের ছবির পরিধেয় পোশাক পরিবর্তন করতে চাইলে পোশাকের আইকনে ক্লিক করুন। আপনার চাহিদা মতো পোশাকের ক্যাটাগারী বাছাই করে নিতে পারেন এবং তাতে ক্লিক করে পরিবর্তন করে নিতে পারবেন সহজেই।
০৮. আপনার সম্পূর্ণ প্রক্রিয়ার কাজ শেষ হলে উপরের ডানপাশে থাকা Done অপশনটিতে ক্লিক করে কাজ সমাপ্ত করে পাসপোর্ট সাইজের ছবিটি ডাউনলোড অপশনে ক্লিক করে ছবটি PNG বা JPG ফাইল হিসেবে সংগ্রহ করে নিতে পারবেন।
পরিশেষে: এছাড়াও আপনি গুগলে গিয়ে নিচে থাকা যেকোনো কিওয়ার্ড লিখে সার্চ করতে পারে।
- Passport photo maker online free.
- Passport size photo maker online free.
- Online passport size photo maker.
- Online free passport size photo maker.
তাহলে আপনি আরো কিছু এমন ওয়েবসাইট পেয়ে যাবেন যেখান থেকে খুব সহজেই পাসপোর্ট ফটো তৈরি করে নিতে পারবেন।
আশা করি, প্রযুক্তি প্রিয়’র আজকের এই আর্টিকেলটি আপনাদের অনেক উপকারে এসেছে।
আর কিছু জানার থাকলে নিচের মন্তব্য ঘরে লিখে ফেলতে পারেন। প্রযুক্তি প্রিয় ব্লগের সাথে থাকার জন্য ধন্যবাদ।