ঢাকাThursday , 9 May 2024

হোস্টিং সিপ্যানেল থেকে বিজনেস মেইল এড্রেস তৈরীর পদ্ধতি। | How to Create webmail from cPanel?

Robin Miah
May 9, 2024 1:08 am
Link Copied!

ওয়েবমেইল কী?

ওয়েবমেইল হচ্ছে, একটি ইমেইল সিস্টেম যা ব্যবহারকারী কম্পিউটার বা যেকোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস থেকে ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করতে পারে। 

উদাহরন: info@example.com হচ্ছে একটি ওয়েবমেইল। ওয়েবমেইল সাধারণত হোস্টিং সার্ভার থেকে সফটওয়্যার এর মাধ্যমে ব্যবহার করা হয়। সফটওয়্যার গুলোর মধ্যে “Haurd” অথবা “Round Cube” খুবই জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত সফটওয়্যার।

সি প্যানেল দিয়ে ওয়েব মেইল এড্রেস তৈরীর পদ্ধতি-

যেকোনো হোস্টিং প্যাকেজ কিনলে এর সাথে সাধারনত হোস্টিং প্রোভাইডার নির্দিষ্ট সংখ্যক মেইল এড্রেস তৈরীর সুবিধা দেয়। এতে আপনি নিজের সাইটের সাথে মিল রেখে মেইল এড্রেস বানাতে পারবেন। 

হোস্টিং সিপ্যানেল থেকে বিজনেস মেইল এড্রেস তৈরীর পদ্ধতি।  |  How to Create webmail from cPanel?

আবার, যাদের নিজের সিপ্যানেল সহ ওয়েবসাইট আছে, তারা নিচের পদ্ধতিতে নিজস্ব মেইল সার্ভিস চালু করতে পারবেন।

অর্থাৎ, আপনার ওয়েব সাইটের নাম example.com হলে  info@example.com  কিংবা  contact@example.com কিংবা admin@example.com  এর মতো ওয়েব মেইল বানাতে পারবেন। 

সিপ্যানেল থেকে কীভাবে বিজনেস ইমেইল এড্রেস তৈরি করবেন?

তাহলে ধাপে ধাপে শিখে নেই কীভাবে  সি-প্যানেলের মাধ্যমে মেইল ঠিকানা বানানো যায়-

০১. প্রথমে আপনার হোস্টিং সিপ্যানেলে লগিন করে Email সেকশন থেকে “Email Accounts” এ যান।

হোস্টিং সিপ্যানেল থেকে বিজনেস মেইল এড্রেস তৈরীর পদ্ধতি। | How to Create webmail from cPanel?

০২. “Email Accounts” এ প্রবেশ করলে আপনার সিপ্যানেল থেকে আগে যদি কোনো বিজনেস মেইল অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে আপনি তারা তালিকা এখান থেকে দেখতে পাবেন।

আপনি নতুন  ইমেইল অ্যাকাউন্ট তৈরি করতে “Create” বাটনে ক্লিক করুন।

হোস্টিং সিপ্যানেল থেকে বিজনেস মেইল এড্রেস তৈরীর পদ্ধতি। | How to Create webmail from cPanel?

০৩. “Create” বাটনে ক্লিক করলে নিচের চিত্রের মতো ফর্ম আসবে, ফর্মটি পূরণ করতে হবে।

হোস্টিং সিপ্যানেল থেকে বিজনেস মেইল এড্রেস তৈরীর পদ্ধতি। | How to Create webmail from cPanel?

  • Domain: কোন ডোমেইনের জন্য ইমেইল অ্যাকাউন্ট তৈরি করতে চান তা বাছাই করুন।
  • Username: এখানে ইমেইল এড্রেসের প্রথম অংশ লিখুন। যেমন: info, admin, contact কিংবা আপনার পছন্দসই অন্য যেকোনো নাম।
  • Password: Password বক্সে   একটি শক্তিশালী পাসওয়ার্ড লিখুন।

এরপর Mailbox Quota বক্সে ঠিক করে দিতে পারেন যে, এর স্পেস কতটুকু হবে। যেমন: 250MB দিলেন অর্থাৎ, এর উপরে গেলে আর মেইল একাউন্টে জমা হতে পারবেনা।

০৪.Create” বাটনে ক্লিক করলেই আপনার মেইল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল।

০৫. অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে অ্যাকাউন্টটি দেখতে পারবেন এবং “Access Webmail” লিংকে ক্লিক করলে আপনার ইমেইলটি ম্যানেজের জন্য কয়েকটি সফটওয়্যার দেখতে পারবেন।

সিপ্যানেলে কীভাবে ওয়েবমেইল তৈরি করবেন? সিপ্যানেলে কীভাবে ওয়েবমেইল সেটআপ করবেন?

০৬. যেকোনো একটিতে ক্লিক করেলই অনেকটা ইয়াহু, জিমেইলের মত একটা উইন্ডো আসবে, এখান থেকে ইনবক্স এ ক্লিক করে নিজের মেইল চেক করতে পারেন।

আরও অনেক অপশন আছে এখানে। যেমন: মেইল পাঠাতে পারবেন, ফরওয়ার্ড করতে পারবেন ইত্যাদি। ইয়াহু, জিমেইলে যদি এগুলো পারেন তাহলে এখানেও পারবেন কারণ মোটামুটি সব একই ধরণের। 

টেকনোলজি সংক্রান্ত নতুন নতুন টিউটোরিয়াল, টিপস ও নিউজ জানতে প্রযুক্তি প্রিয়’র সাথেই থাকুন।