আপনার অনুমতি ছাড়া ইমোতে কেউ কল করতে পারবে না আপনাকে।
ইমো একটি জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ৷ বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষজন ম্যাসেজিং অ্যাপ হিসেবে ইমো বেশি ব্যবহার করে অভ্যস্ত৷
বাকি অন্যান্য দেশেও ইমোর যথেষ্ট ব্যবহারকারী রয়েছে। আর ইমোর এ জনপ্রিয়তার পেছনে বেশ কিছু কারণও রয়েছে।
ইমো অ্যাপ ব্যবহার করে খুব সহজেই বন্ধু-বান্ধব, আত্নীয়সজন, পরিবার ও পরিচিতদের সাথে যোগাযোগ করা সম্ভব।
দূর্বল নেটওয়ার্ক ব্যবস্থায়ও ইমোতে অডিও- ভিডিও কলে কথা বলা যায় কোনো ঝামেলা ছাড়াই।
ইমোতে রয়েছে বিশেষ কিছু সুযোগ-সুবিধা৷ যা অন্যান্য ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপের মধ্যে অনুপস্থিত৷
এত কিছুর সত্যেও ইমো ব্যবহার করতে কখনও কখনও বিরক্ত হয়ে যাই আমরা।
এর কারণ হলো ইমোতে যেকেউ চাইলেই খুব সহজে তাদের কন্টাক্ট তালিকায় আমাদের ইমো আইডি অ্যাড করে আমাদের কল করতে পারে।
যাদের অনেককে হয়তো আমরা চিনিই না।
আবার আমাদের পরিচিতদের মাঝেও এমন লোক আছে, যারা আমাদের যখন তখন কল করে বিরক্ত করে।
আমরা চাই না আমাদের ইমোতে তাদের কল আসুক।
প্রযুক্তি প্রিয়‘র আজকের এই টিউটোরিয়ালটিতে ইমোর একটি গুরত্বপূর্ণ সেটিং দেখতে চলেছেন।
যার মাধ্যমে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কে কে আপনাকে কল করতে পারবে, আর কে কে আপনাকে কল করতে পারবে না।
ইমোর কল প্রাইভেসি সেটিং | ইমো টিপস।
০১. আপনার ফোনে থাকা Imo অ্যাপটি খুলুন। এবং উপরের বাম পাশে ছোট করে থাকা আপনার প্রফাইল ছবিতে ক্লিক করুন।
০২. Security & Privacy লেখা অপশনে প্রবেশ করুন।
০৩. নিচের দিকে Privacy লেখা মেনুর নিচে Call লেখা অপশনে প্রবেশ করুন।
০৪. Call অপশনের ভেতরে Everyone, My Contacts, Custom এবং Nobody নামে ৪ টি অপশন দেখতে পাবেন।
উপরের কোন অপশনের কী কাজ চলুন তা জেনে নেওয়া যায়।
Everyone: ইমোর কল প্রাইভেসি সেটিং থেকে আপনি যদি Everyone অপশনটি নির্বাচন করে রাখেন তাহলে যেকেউ চাইলেই আপনাকে কল করতে পারবে।
এমনকি যে আপনার ইমো কন্টাক্ট তালিকায় নেই সেও আপনার ইমো আইডি এড করে আপনাকে কল করতে পারবে।
My Contacts: ইমোর কল প্রাইভেসি সেটিং থেকে আপনি যদি My Contacts অপশনটি নির্বাচন করে রাখেন তাহলে শুধুমাত্র আপনার কন্টাক্ট তালিকায় থাকা লোকেরাই আপনাকে কল করতে পারবে।
কেউ যদি নতুন অবস্থায় আপনার ইমো আইডি এড করে, যতক্ষণ পর্যন্ত আপনি সেই ইমো আইডি আপনার কন্টাক্ট তালিকায় এড না করবেন ততক্ষণ পর্যন্ত সে কল করতে পারবে না।
Custom: আপনি যদি চান আপনার ইমোর কন্টাক্ট তালিকার বাছাই করা কিছু লোক ছাড়া আর কেউ যেন আপনাকে কল করতে না পারে, তাহলে আপনি ইমোর কল প্রাইভেসি সেটিং থেকে Custom অপশনটি নির্বাচন করে রাখতে পারেন।
Custom অপশন নির্বাচন করার সময় আপনি আপনার কন্টাক্ট তালিকা থেকে যাদের কন্টাক্ট বাছাই করে দিবেন কেবলমাত্র তারাই আপনাকে কল করতে পারবে।
Nobody: ধরুন,আপনি এমন কোনো কাজে আছেন বা এমন পরিবেশে আছেন সেখান থেকে আপনি হয়তো কারও সাথে জরুরি ম্যাসেজ করতে পারবেন কিন্তু আপনি চাচ্ছেন না ঐ সময় কেউ আপনাকে কল দেক।
তাহলে ইমোর কল প্রাইভেসি সেটিং থেকে আপনি Nobody অপশনটি নির্বাচন করে রাখতে পারেন।
এর ফলে ইমোতে কেউ আপনাকে কল করতে পারবে না। তবে আপনি ঠিকই অন্যদের কল করতে পারবেন।
আপনি চাইলে যেকোনো সময় ইমোর কল প্রাইভেসি সেটিং পরিবর্তন করতে পারবেন।
তাই যখন যেটা প্রয়োজন আপনি তখন ইমো সেটিং থেকে সেই অপশনটি নির্বাচন করে রাখুন।
ইমোর কল ব্লক সেটিং।
আপনি সেখানে Blocked Calls নামে আরেকটি সেটিংস অপশন দেখতে পাবেন।
যেখানে আপনি যদি চান, নির্দিষ্ট কোনো ইমো আইডি থেকে আপনাকে যাতে কল না করতে পারুক, তাহলে আপনি তাকে ইমো কল ব্লক তালিকায় রেখে দিতে পারেন।
যাদেরকে আপনি ইমো কল ব্লক তালিকায় যুক্ত করবেন তারা আপনাকে আর কল করতে পারবে না।
তবে আপনি চাইলে যেকোনো সময় আবার তাদেরকে এই তালিকা থেকে সরিয়ে ফেলতে পারেন।