ঢাকাSunday , 14 April 2024

মোবাইলি সিমের নাম্বার বের করার নিয়ম।

Robin Miah
April 14, 2024 7:10 pm
Link Copied!

সৌদি আরবে ১২ লক্ষাধিক বাংলাদেশি প্রবাসী রয়েছে। এবং প্রতি বছর অসংখ্য বাংলাদেশি মুসলিম ওমরাহ ও হজ্ব পালন করার উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণ করে থাকে।

তারা সৌদি আরবে অবস্থান কালে ঐ দেশের বিভিন্ন সিম ব্যবহার করে থাকে। সৌদি আরবে জনপ্রিয় কয়েকটি সিম কোম্পানি হলো মোবাইলি, এসটিসি, জেইন, ফ্রেন্ডি।

আমাদের প্রযুক্তি প্রিয় ডট কম ওয়েবসাইটে আপনি সৌদি আরবের সকল সিমের অফার এবং ইন্টারনেট ডাটা, মিনিট, এসএমএস কেনার নিয়ম ও সেগুলো চেক করার নিয়ম পেয়ে যাবেন।

সাইটের প্রবাসের প্রযুক্তি বিভাগে প্রবেশ করলে এ সম্পর্কিত সকল আর্টিকেল পেয়ে যাবেন।

মোবাইলি সিমের নাম্বার বের করার নিয়ম।

আজকের এই আর্টিকেল থেকে আমরা জানব, সৌদি আরবের মোবাইলি সিমের নাম্বার বের করার নিয়ম।

আপনি যদি একজন মোবাইলি সিম ব্যবহারকারী হোন এবং আপনি যদি না জানেন মোবাইলি সিমের নাম্বার চেক করে কিভাবে তাহলে এই আর্টিকেল থেকে উপকৃত হবেন আশা করি।

মোবাইলি সিমের নাম্বার কিভাবে দেখে?

সৌদি আরবে মোবাইলি সিমের নাম্বার চেক করার অনেকগুলো নিয়ম রয়েছে।

যেমন:-

  • মোবাইলি সিম থেকে USSD কোড ডায়াল করার মাধ্যমে।
  • মোবাইলি সিম থেকে SMS পাঠানোর মাধ্যমে।
  • Mobily মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে।
  • মোবাইলির অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।
  • মোবাইলি অপারেটরের অফিসে যোগাযোগ করার মাধ্যমে।
  • মোবাইলি অপারেটরের হ্যাল্প লাইনে কল করে।
  • মোবাইলি সিমের প্যাকেটে লেখা দেখে।

এছাড়াও মোবাইলি সিমের নাম্বার চেক করার আরও কিছু পদ্ধতি রয়েছে।

তবে প্রযুক্তি প্রিয় ব্লগের আজকের এই আর্টিকেলে জটিল পদ্ধতিসমূহ বাদ দিয়ে শুধুমাত্র সবচেয়ে সহজ দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করবো।

USSD কোড ডায়াল করে মোবাইলি সিমের নাম্বার কিভাবে বের করে?

সৌদি আরবে আপনার মোবাইলি সিমের নাম্বার চেক করার সবচেয়ে সহজ উপায় হলো আপনার ফোন থেকে *222# ডায়াল করা।

তাহলে আপনার মোবাইল স্ক্রীনে অবিলম্বে আপনার মোবাইল নম্বরটি দেখাবে। আপনি সেটি কোথাও লিখে রাখুন অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন।

SMS পাঠিয়ে মোবাইলি সিমের নাম্বার কিভাবে বের করে?

সৌদি আরবে আপনার মোবাইলি সিমের নাম্বার বের করার ২য় সহজ উপায় হলো আপনার মোবাইলি সিম থেকে একটি SMS পাঠানো।

  • এরজন্য আপনার ফোনের ম্যাসেজ অপশনে যান।
  • এরপর আপনার মোবাইলি সিম থেকে “1” লিখে 1411 নাম্বারে একটি SMS সেন্ড করুন।
  • তাহলে অল্প কিছুক্ষণ পর আপনার ফোনে একটি SMS চলে আসবে। যেখানে মোবাইলি নাম্বার এবং সিমের মালিকের নাম লেখা থাকবে।

সৌদি আরবের সকল সিমের অফার এবং প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের প্রযুক্তি প্রিয় হোয়াটসঅ্যাপ চ্যানেল Follow করে রাখতে পারেন।

error: Content is protected !!