অনলাইনে অনেক জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন রয়েছে। তবে ইমু অ্যাপ্লিকেশনটি একটু বেশিই জনপ্রিয়, বিশেষ করে আমাদের বাংলাদেশে।
আমরা ইমু অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে খুব সহজেই দেশে-বিদেশে আমাদের পরিচিতদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারছি।
ইমু এপ্স দিয়ে বার্তা আদান-প্রদান, ভয়েস চ্যাট এবং অডিও-ভিডিও কলে কথা বলা, সবই অল্প নেটে এবং খুব সহজেই করা যায়।
আর তারা তাদের জনপ্রিয়তা ধরে রাখার জন্য প্রতিনিয়ত বিভিন্ন নতুন নতুন ফিচার যুক্ত করে চলেছে।
তবে ইমু অ্যাপ এর কিছু নেতিবাচক দিকও রয়েছে।
আপনি যদি আমাদের প্রযুক্তি প্রিয় ডট কম ওয়েবসাইটে ইমু বিষয়ক অন্যান্য পোস্টগুলো পড়েন তাহলে আপনি সেসকল নেতিবাচক দিক বা সমস্যাগুলোর সহজ সমাধান পেয়ে যাবেন।
এখন আজকের এই ইমু টিউটোরিয়ালটি নিয়ে কথা বলা যাক। আমরা সবাই ইমু অ্যাপস ব্যবহার করি।
আর আমাদের ইমু আইডিতে সাধারণত ইমুর ডিফল্ট রিংটোন সেট করা থাকে।
তাই ফোন আসলে অনেক সময় বুঝা যায় না যে, কার মোবাইলের ইমুতে ফোন আসছে! আর তাছাড়া ইমুতে ব্যবহৃত ডিফল্ট রিংটোনটি অনেকের কাছে বিরক্তিকর মনে হয়।
কেমন হয় যদি আজকের এই পোষ্টটি থেকে ইমো রিংটোন পরিবর্তন করার উপায় জেনে নিতে পারেন!
আজকে আমরা শিখবো ডিফল্ট ইমু রিংটোন চেঞ্জ করে কিভাবে কাস্টম রিংটোন সেট করতে পারি।
অর্থাৎ ইমু রিংটন পরিবর্তন করে আমাদের নতুন নতুন ইমু রিংটোন ডাউনলোড করে রাখা অডিও কিংবা ফোনে থাকা যেকোনো গান বা রিংটোন যা অডিও ফাইলে রয়েছে তা কিভাবে সেট করে নিতে পারি।
এর ফলে আপনার ইমুতে পছন্দের যেকোনো রিংটোন সেট করে আপনি নিজেকে আর দশ জনের থেকে আলাদা ভাবে উপস্থাপন করতে পারবেন।
ইমু রিংটোন পরিবর্তন করার নিয়ম। | How To Change Imo Default Ringtone?
প্রথমে আপনার ব্যবহৃত ইমু সফটওয়্যার আপডেট দেওয়া না থাকলে Play Store থেকে আপডেট করে নিন। এরপর নিচে দেওয়া নির্দেশনা ও চিত্রগুলো অনুসরণ করুন।
০১: আপনার ব্যবহৃত ইমু (Imo) অথবা ইমু বেটা (Imo Beta) অ্যাপ্লিকেশনটি ওপেন করে তার Settings এ যান।
০২: ইমু সেটিংস থেকে Notifications লেখায় ক্লিক করুন।
০৩: নোটিফিকেশনস এ প্রবেশ করার পর Calls লেখায় ক্লিক করুন।
০৪: এরপর Ringtone লেখা অপশনে ক্লিক করুন।
- [সংক্ষিপ্ত নির্দেশনা: Settings > Notifications > Calls > Ringtones]
তারপর আপনার ফোনে থাকা পছন্দের যেকোনো রিংটোন বাছাই করে দিন।
তাহলে এরপর কেউ আপনার ইমুতে কল দিলে ইমুর অফিসিয়াল রিংটোন এর পরিবর্তে আপনার সেট করা রিংটোনটি বাজবে।
আর তা যদি আপনার বন্ধুরা শুনতে পায় তাহলে তারাও আপনাকে বলবে, ইমুর রিংটোন চেঞ্জ করবো কিভাবে? কিভাবে ইমু রিংটোন চেঞ্জ করবো? তখন আপনি তাদের এই সহজ নিয়মটি শিখিয়ে দিতে পারেন। ধন্যবাদ।