ঢাকাMonday , 21 February 2022

ইমুর ডিফল্ট ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে আপনার পছন্দের ছবি সেট করে নিন।

Robin Miah
February 21, 2022 9:25 pm
Link Copied!

ইমুর ডিফল্ট ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার উপায়।

অডিও-ভিডিও কলে কথা বলা এবং মেসেজ আদান-প্রদান করার জন্য অনলাইনে খুজলে অসংখ্য মোবাইল অ্যাপ্লিকেশন খুজে পাওয়া যাবে।

তবে এসব অ্যাপ্লিকেশন সব সমান জনপ্রিয় না। জনপ্রিয় কিছু মেসেজিং অ্যাপ্লিকেশনগুলো হলো হোয়াটসঅ্যাপ, ইমু, মেসেঞ্জার, সিগনাল, লাইন, বিপ, টেলিগ্রাম ইত্যাদি।

তবে আমাদের সবার ফোনেই যে মেসেজিং অ্যাপ্লিকেশনটি রয়েছে তা হলো ইমু।

ইমু আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয়। আর ইমু কম্পানিও তাদের জনপ্রিয়তা ধরে রাখার জন্য একের পর এক বিভিন্ন ফিচার যুক্ত করে চলেছে।
যদিও ইমু অ্যাপ্লিকেশনটির কিছু বৈশিষ্ট্য ব্যবহারকারীর জন্য খুবই বিরক্তিকর।
তবে তাদের বিশেষ কিছু সুযোগ সুবিধা রয়েছে যা অন্যান্য মেসেজিং অ্যাপ্লিকেশনগুলোতে খুব কমই খোঁজে পাওয়া যায়।
আজকের এই পোস্টে আমি আপনাদের মাঝে ইমুর একটি নতুন ফিচার নিয়ে হাজির হয়েছি। যা হয়তো অনেকেরি অজানা।
 
আর তা হলো ইমুতে কারো সাথে মেসেজ আদান-প্রদান করতে আমরা যে ডিফল্ট সাদাসিধা ব্যাকগ্রাউন্ড দেখতে পাই কিভাবে তা পরিবর্তন করে আপনার নিজের কিংবা পছন্দের অন্য যেকোনো ছবি সেট করবেন।
 
তাও আবার মাত্র ২০-৩০ সেকেন্ড সময় ব্যায় করে কোনো প্রকার ঝামেলা ছাড়াই।
ইমুর প্রতিটি কন্টাক্ট লিষ্টে আলাদা আলাদা করে ভিন্ন ভিন্ন ছবি সেট করে নিতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলুন টিউটোরিয়াল শুরু করে দেই।

ইমুর ডিফল্ট ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার নিয়ম-


০১: ইমুতে আপনি যার সাথে Conversation এ ব্যাকগ্রাউন্ড ছবি সেট করতে চাচ্ছেন কন্টাক্ট লিষ্ট থেকে তার নামের উপর ক্লিক করুন।

তারপর সবার উপরে ডান পাশে থ্রি ডট মেনু দেখতে পাবেন তাতে ক্লিক করুন।

০২: থ্রি ডট মেনুতে ক্লিক করলে আপনাকে আরো কিছু অপশন দেখানো হবে সেগুলোর মধ্য থেকে Wallpaper অপশনে ক্লিক করুন। (নিচের চিত্রের মতো)

 

০৩: ওয়ালপেপার অপশনে প্রবেশ করার পর নিচে বেশ কিছু ইমুর অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাবেন সেগুলো অথবা Imo Library লেখায় ক্লিক করলেও আরো কয়েকটি ব্যকগ্রাউন্ড ইমেজ দেখতে পাবেন, ইচ্ছে হলে সেগুলোর মধ্য থেকেও সেট করে নিতে পারবেন।

আর আপনার ফোনের গ্যালারি থেকে অন্য কোনো ছবি সেট করতে চাইলে ‘+’ প্লাস আইকনে ক্লিক করুন। (নিচের চিত্রের মতো)

০৪: এবার আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে সেখান থেকে আপনি যে ছবিটি ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখাতে চান তা বাছাই করে সেট করে দিন।

আর একবার সেট করে দিলে আপনি যখনই তার সাথে কোনো মেসেজ আদান-প্রদান করতে যাবেন সেগুলোর ব্যাকগ্রাউন্ডে আপনার সেট করা ছবিটিই ভাসবে।

আশা করি, টিউটোরিয়ালটি খুব ভালো ভাবেই বুঝতে পেরেছেন। আর বুঝতে কোথাও কোনো সমস্যা হলে নিচের কমেন্ট অপশনে জানান।

error: Content is protected !!