ইমুর ডিফল্ট ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার উপায়।
অডিও-ভিডিও কলে কথা বলা এবং মেসেজ আদান-প্রদান করার জন্য অনলাইনে খুজলে অসংখ্য মোবাইল অ্যাপ্লিকেশন খুজে পাওয়া যাবে।
তবে এসব অ্যাপ্লিকেশন সব সমান জনপ্রিয় না। জনপ্রিয় কিছু মেসেজিং অ্যাপ্লিকেশনগুলো হলো হোয়াটসঅ্যাপ, ইমু, মেসেঞ্জার, সিগনাল, লাইন, বিপ, টেলিগ্রাম ইত্যাদি।
তবে আমাদের সবার ফোনেই যে মেসেজিং অ্যাপ্লিকেশনটি রয়েছে তা হলো ইমু।
ইমুর ডিফল্ট ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার নিয়ম-
০১: ইমুতে আপনি যার সাথে Conversation এ ব্যাকগ্রাউন্ড ছবি সেট করতে চাচ্ছেন কন্টাক্ট লিষ্ট থেকে তার নামের উপর ক্লিক করুন।
০২: থ্রি ডট মেনুতে ক্লিক করলে আপনাকে আরো কিছু অপশন দেখানো হবে সেগুলোর মধ্য থেকে Wallpaper অপশনে ক্লিক করুন। (নিচের চিত্রের মতো)
০৩: ওয়ালপেপার অপশনে প্রবেশ করার পর নিচে বেশ কিছু ইমুর অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাবেন সেগুলো অথবা Imo Library লেখায় ক্লিক করলেও আরো কয়েকটি ব্যকগ্রাউন্ড ইমেজ দেখতে পাবেন, ইচ্ছে হলে সেগুলোর মধ্য থেকেও সেট করে নিতে পারবেন।
আর আপনার ফোনের গ্যালারি থেকে অন্য কোনো ছবি সেট করতে চাইলে ‘+’ প্লাস আইকনে ক্লিক করুন। (নিচের চিত্রের মতো)
০৪: এবার আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে সেখান থেকে আপনি যে ছবিটি ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখাতে চান তা বাছাই করে সেট করে দিন।
আর একবার সেট করে দিলে আপনি যখনই তার সাথে কোনো মেসেজ আদান-প্রদান করতে যাবেন সেগুলোর ব্যাকগ্রাউন্ডে আপনার সেট করা ছবিটিই ভাসবে।
আশা করি, টিউটোরিয়ালটি খুব ভালো ভাবেই বুঝতে পেরেছেন। আর বুঝতে কোথাও কোনো সমস্যা হলে নিচের কমেন্ট অপশনে জানান।