হোয়াটসঅ্যাপ

Whatsapp এর ব্যাকগ্রাউন্ডে আপনার পছন্দের ছবি সেট করে নিন।

হোয়াটসঅ্যাপ ব্যকগ্রাউন্ড পরিবর্তন- জনপ্রিয় যেসকল মেসেজিং অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ অন্যতম।

অ্যান্ড্রয়েড, অ্যাপলের IOS সহ প্রায় সব ধরনের অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে এমনকি কম্পিউটারেও ব্যবহার করা যায় হোয়াটসঅ্যাপ মেসেজিং সফটওয়্যারটি।

২০০৯ সালে যাত্রা শুরু করা অ্যাপ্লিকেশনটির বর্তমান ব্যবহারকারীর সংখ্যা সমধর্মী অন্যান্য এপস-এর থেকে অনেক বেশী।

শুধু গুগল প্লেস্টোর থেকেই উক্ত অ্যাপ্লিকেশনটি ৫ বিলিয়নেরও বেশি সংখ্যকবার ডাউনলোড করা হয়েছে।

আমরাও কম-বেশি উক্ত অ্যাপ্লিকেশনটি ব্যবহার করি। আর আজকে আমি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপের একটি দুর্দান্ত ট্রিক্স শেয়ার করবো।

আশা করি, সকলের কাছে ট্রিক্সটি অনেক ভাল লাগবে। তা হলো কীভাবে হোয়াটসঅ্যাপের ডিফল্ট ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে কাষ্টম ব্যাকগ্রাউন্ড সেট করা যায়। তো চলুন শুরু করি:-

কিভাবে হোয়াটসঅ্যাপের ব্যকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়?

০১: প্রথমে আপনার ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন এবং যেকারো সাথে চ্যাট করার অপশনে প্রবেশ করুন।

০২: এখন সবার উপরে একেবারে ডান পাশে ‘থ্রি ডট’ অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।


 

০৩: এবার দেখুন আপনাকে বেশ কিছু অপশন দেখানো হচ্ছে। সেগুলো থেকে ‘Wallpaper’ লেখা অপশনে ক্লিক করুন।

 

০৪: পরবর্তী পেজে নিচে দেওয়া চিত্রের মতো ৪ টি অপশন দেখতে পাবেন।

 

আপনি যদি চান হোয়াটসঅ্যাপে দেওয়া ওয়ালপেপারগুলোর মধ্য থেকে ব্যাকগ্রাউন্ড বাছাই করতে তাহলে Bright, Dark অথবা Solid Color অপশনটিতে প্রবেশ করুন।

আর যদি চান আপনার ফোনের গ্যালারি থেকে অন্য কোনো ছবি সেট করতে তাহলে ‘My Photos’ অপশনে ক্লিক করুন।

০৫: My Photos অপশনে ক্লিক করলে আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে সেখান থেকে আপনার পছন্দের ছবিটি বাছাই করে ‘Set Wallpaper’ লেখায় ক্লিক করুন।

০৬: এবার আপনাকে দুটি অপশন দেখানো হবে তা হলো-
 

 

☞ আরো পড়ুন:  হোয়াটসঅ্যাপে পাঠানো ম্যাসেজ এডিট করার নিয়ম।

ক. For this chat ‘*****’.
এই অপশনটি বাছাই করলে কেবল মাত্র উক্ত এক ব্যক্তির সাথে চ্যাট করার সময় ওয়ালপেপারটি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন।
খ. For All Chats In Light Theme.
আর এই অপশনটি বাছাই করলে আপনি হোয়াটসঅ্যাপে যার সাথেই মেসেজ আদান-প্রদান করেন না কেনো সব জায়গাতেই উক্ত ওয়ালপেপারটি সেট হয়ে যাবে।

আপনার পছন্দের অপশনটি বাছাই করে Ok করে দিন, তাহলেই ব্যাকগ্রাউন্ডটি সেট হয়ে যাবে।
ধন্যবাদ।

 

50% LikesVS
50% Dislikes

Robin Miah

আমি রবিন মিয়া, একজন সৌদি আরব প্রবাসী। আমার বাসা টাংগাইলের কালিহাতীতে। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন তথ্য নিজে জানার জন্য এবং আপনাদের জানানোর উদ্দেশ্যে এই ওয়েবসাইটটি তৈরি করেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!