টিউটোরিয়াল

যেকোনো ওয়েবপেইজের সম্পূর্ণ স্ক্রিনশট নিন অনলাইনে।

যেকোনো ওয়েবপেজের স্ক্রিনশট নেবার সহজ উপায়-

আমরা প্রতিদিন অনেক ওয়েবসাইটই ব্রাউজ করি। তবে কখনো কখনো কিছু ওয়েবসাইটের নির্দিষ্ট কোনো গুরুত্বপূর্ণ ওয়েবপেইজ অফলাইন তৈরি করে রাখা বা লোকাল সিস্টেমে সেভ করে রাখার প্রয়োজন পরে।

যাতে পরবর্তীতে উক্ত ওয়েবপেজটি ওপেন করতে কোনো ইন্টারনেট সংযোগের প্রয়োজন না হয়।

আপনি চাইলে আপনার কম্পিউটার বা মোবাইলে যেকোনো ওয়েবপেজকে ফুল স্ক্রিনশট ইমেজ রুপান্তর করার মাধ্যমে সেভ করে রাখতে পারেন।

হতে পারে আপনি বড় কোনো নিউজ বা আর্টিকেল পড়তে চাচ্ছেন কিন্তু আপনার কাছে এখন সময় নেই।

অথবা কোনো ওয়েবপেইজের কোনো তথ্য সংরক্ষণে রাখার প্রয়োজন পরলো অথচ পরবর্তীতে উক্ত ওয়েবপেজের লিংক আপনার মনে নাও থাকতে পারে।

আপনি যদি সাধারন উপায়ে স্ক্রিনশট নিতে চান তাহলে একসাথে সম্পূর্ণ ওয়েবপেজের স্ক্রিনশট নেওয়া সম্ভব না।

তাই আশা করি, ছাত্র-ছাত্রীসহ সব ধরনের ইন্টারনেট ব্যবহারকারীই আজকে এই পোস্টটি থেকে উপকৃত হবেন।

কারণ, আজকের এই পোষ্টে আমি আপনাদের শিখাতে চলেছি কীভাবে কোনো ওয়েবপেইজের সম্পূূর্ণ স্ক্রিনশট নিয়ে গ্যালারিতে সেভ করে রাখতে পারবেন কোনো প্রকার সফটওয়্যার ডাউনলোড করা ছাড়াই।

মাত্র ১ মিনিটে যেকোনো ওয়েব পেজের সম্পূর্ণ স্ক্রিনশট নিন অনলাইনে!

০১: প্রথমে আপনার কম্পিউটার বা মোবাইলের যেকোনো ব্রাউজার দিয়ে এই ওয়েবসাইটে প্রবেশ করুন। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর নিচের চিত্রের মতো দেখতে পাবেন।

ওয়েবপেইজের স্ক্রিনশট নেওয়া যায় কীভাবে
ওয়েবপেইজের স্ক্রিনশট নেওয়া যায় কীভাবে।

০২: ওয়েবসাইটে একটি লিংক লেখার ঘর দেখতে পাবেন। তাতে আপনি যে ওয়েবপেজের স্ক্রিনশট নিতে চাচ্ছেন সেই ওয়েবপেজটির লিংক বসিয়ে দিন।

আমি আমাদের প্রযুক্তি প্রিয় ডট কম ওয়েবসাইটের হোম পেইজের স্ক্রিনশট নিতে চাচ্ছি তাই ঐ ঘরে আমি আমাদের ওয়েবসাইটের লিংকটি Paste করে দিলাম।

০৩: আপনি যদি ওয়েবপেইজটি ডেস্কটপ ভিউয়ে সেভ করে রাখতে চান তাহলে Desktop অপশন বাছাই করুন, টেবলেটের ভিউয়ে সেভ করে রাখতে চান তাহলে Tablet বাছাই করুন।

☞ আরো পড়ুন:  Tiktok ভিডিও ডাউনলোড করুন Watermark ছাড়া।

অথবা যদি মোবাইলের ভিউয়ে ডাউনলোড করতে চান তাহলে Phone অপশনটি বাছাই করুন।

০৪: আপনি যদি সম্পূর্ণ ওয়েবপেইজটির স্ক্রিনশট নিতে চান তাহলে ‘Full website screenshot’ অপশনটি মার্ক করে দিন।

০৫: এরপর স্ক্রীনশট নিতে ‘CAPTURE WEBSITE’ বাটনে ক্লিক করুন।

তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার স্ক্রিনশটটি ডাউনলোডের জন্য রেডি হবে। যেমনটি নিচের চিত্রে দেখতে পাচ্ছেন।

ওয়েবপেইজের স্ক্রিনশট নেওয়ার নিয়ম
ওয়েবপেইজের স্ক্রিনশট নেওয়ার নিয়ম।

০৬: সর্বশেষ ‘Download Screenshot’ লেখায় ক্লিক করে স্ক্রিনশট ইমেজটি আপনার ফাইল ম্যানেজারে ডাউনলোড করে নিন।
ধন্যবাদ।

50% LikesVS
50% Dislikes

Robin Miah

আমি রবিন মিয়া, একজন সৌদি আরব প্রবাসী। আমার বাসা টাংগাইলের কালিহাতীতে। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন তথ্য নিজে জানার জন্য এবং আপনাদের জানানোর উদ্দেশ্যে এই ওয়েবসাইটটি তৈরি করেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!