Viomax Go Blogger Template Latest Version Review In Bengali.

প্রিয় পাঠক, আপনারা যারা ব্লগারে (Blogger) তৈরি ব্লগ ওয়েবসাইটের জন্য কোনো দুর্দান্ত প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট খুঁজছেন তাদের জন্যই আজকের এই আর্টিকেল।
আজকের এই আর্টিকেলে ব্লগার ওয়েবসাইটের জন্য আনকমন একটি টেমপ্লেট এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। টেমপ্লেটটির নাম Viomax Go Blogger Template।
Viomax Go Blogger Template Latest Version Download.
Viomax Go ব্লগার টেমপ্লেট আমার অনেক পছন্দের। আমি নিশ্চিত আপনারা খুব অল্প সংখ্যক ব্লগাররাই এই টেমপ্লেটটির সাথে পরিচিত। আপনি চাইলে আপনার শখের ব্লগ ওয়েবসাইটটিতে Viomax Go টেমপ্লেট ব্যবহার করে দেখতে পারেন।
Viomax Go Blogger Theme অত্যন্ত পরিচ্ছন্ন, রেসপনসিভ (Responsive), এসইও ফ্রেন্ডলি (SEO Friendly) এবং মার্জিত একটি প্রেমিয়াম ব্লগার টেমপ্লেট। টেমপ্লেটটিতে স্পিডও অনেক ভালো পাবেন।
Viomax Go টেমপ্লেটটির আরও একটি বিশেষ সুবিধা হচ্ছে এই থিমটি ব্যবহার করলে পোস্টের মাঝে মাঝে উক্ত পোস্ট সম্পর্কিত অন্যান্য পোস্টগুলোর লিংক নিজে থেকেই যুক্ত হবে।
আর এর ফলে আপনার সাইটে প্রতিটি পোস্টের ভিজিটরের সংখ্যা বেড়ে যাবে। আপনি যে নিশ নিয়েই কাজ করেন না কেন, Letest Viomax Go Blogger Template ব্যবহার করতে পারবেন।
বিশেষ করে আপনার সাইটটি যদি টিউটোরিয়াল, স্বাস্থ্য, টিপস এন্ড ট্রিক্স, প্রযুক্তি বিষয়ক কিংবা ব্যক্তিগত ব্যবহারের জন্য হয়ে থাকে। টেম্পলেটটি ব্যবহার করলে আপনার সাইটের পোস্ট কেউ চাইলে কপি করতে পারবে না।
আর তাছাড়া এই টেমপ্লেটটি ব্যবহারে CTR অনেক বেশি পাবেন। এবং আপনারা যারা সাইটে অ্যাডসেন্সের বিজ্ঞাপন দেখাতে চান তারা এই থিমটি ব্যবহার করে খুব সহজেই আপনার সাইটে এডসেন্স-এর বিজ্ঞাপন দেখাতে পারবেন।
কারণ এই টেম্পলেটটিতে ক্লিক উপযুক্ত বিভিন্ন বিজ্ঞাপন স্লট দেওয়া আছে যা আপনি লেআউটের মাধ্যমে সম্পাদনা (Edit) করতে পারেন।
এর জন্য আপনাকে HTML সম্পাদনা করার মাধ্যমে ম্যানুয়ালি সম্পাদনা করতে হবে না, এটি বেশ সহজ এবং আরও ফলপ্রদ।
Viomax Go ব্লগার টেম্পলেটের ফিচারসমূহ। (Latest Viomax Go Blogger Template Features)
Features | Availability |
---|---|
Responsive | True |
Mobile Friendly | True |
Google Testing Tool Validator | True |
Adsense | True |
Dynamic Heading | True |
High CTR | True |
Recent Post | True |
Two Column List | True |
Personal Blog | True |
Responsive Ad Slot | True |
Bradscrumbs | True |
Load More Post | True |
Top Navigation | True |
Social Share Button | True |
Search Box | True |
Back To Top Button | True |
Custom Contact Form Widget | True |
Light Post Color | True |
Responsive Sitemap Widget | True |
Content Protection | True |
[Demo]
Bangla Template Free Download | Bengali Blogger Template | ফ্রি ব্লগার টেম্পলেট।