জনপ্রিয় যত বাংলা প্রশ্নোত্তর ওয়েবসাইট | সেরা বাংলা প্রশ্ন উত্তর সাইট ২০২৪।

বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ। তথ্য-প্রযুক্তি ছাড়া এখন একটি মূহুর্তও কল্পনা করা যায় না।
প্রযুক্তির কল্যাণে পুরো পৃথিবী এখন যেন হাতের মুঠোয়। হাতে থাকা ছোট স্মার্টফোন দিয়েই এখন সব জানা যায়।
তাই আমাদের মনে কোনো প্রশ্নের উদয় হলেই হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনলাইন থেকে জেনে নিতে পারি।
অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট বা প্লাটফর্ম আছে যেখানে সবাই সবার প্রয়োজনীয় প্রশ্ন জিজ্ঞাসা করে। আর যারা সেসব বিষয়ে অভিজ্ঞ তারা উত্তর প্রদান করে থাকে।
এসব ওয়েবসাইটকে QnA ওয়েবসাইট বা প্রশ্নোত্তর ওয়েবসাইট বলে।
প্রিয় পাঠক, প্রযুক্তি প্রিয়‘র আজকের এই আর্টিকেল থেকে আপনি বাংলাদেশের জনপ্রিয় ১২ টি প্রশ্নোত্তর ওয়েবসাইট সম্পর্কে জানতে চলেছেন।
এসব প্রশ্নোত্তর ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় সকল প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন। এবং অন্যের জিজ্ঞেস করা প্রশ্নের উত্তর দিতে পারেন।
আর এসব প্রশ্নোত্তরের মাধ্যমে আপনি আপনার জ্ঞান ও মেধার বিকাশ ঘটাতে পারেন।
পাঠ্যসূচি
জনপ্রিয় ১২ টি বাংলা প্রশ্নোত্তর ওয়েবসাইট। (বাংলা প্রশ্ন উত্তর সাইট)
▶০১. কোরা | Quora
কোরা (Quora) প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর প্রদানের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় একটি অনলাইন প্ল্যাটফর্ম।
কোরা প্ল্যাটফর্মটি ২০০৯ সালের জুন মাসে প্রতিষ্ঠিত হয়েছে। Quora-তে অংশগ্রহণ করাও সহজ।
এটি ব্যবহার করতে নিবন্ধন করতে হয়। তবে জিমেইল আইডি এবং ফেসবুক আইডি দিয়েও লগিন করা যায়।
কোরাতে অ্যাকাউন্ট লগিন করার পর আপনি খুব সহজেই প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন এবং অন্যের করা প্রশ্নে উত্তর প্রদান করতে পারেন।
ওয়েবসাইটটি মূলত স্ব-নিয়ন্ত্রিত, ভালো মানের উত্তরগুলো আপভোট করা যায় এবং খারাপ উত্তরগুলো ডাউনভোট করা যায়৷
কোরা ওয়েবসাইটের সদস্যরা অপমানজনক বা স্প্যামিং প্রতিক্রিয়ারও রিপোর্ট করতে পারে।
কোরা-তে মডারেটর আছে যারা রিপোর্ট করা উত্তর পর্যালোচনা করে। যেকোনো বিষয়ে প্রশ্ন এবং উত্তর করা ছাড়াও আপনি এখানে পোস্ট করতে পারেন।
চাইলে নিজস্ব কমিউনিটি তৈরি করতে পারেন এবং অন্যান্য সদস্যদের অনুসরণ করতে পারেন।
❃ কোরা ওয়েবসাইটটির ঠিকানা: www.quora.com
▶০২. Science Bee প্রশ্নোত্তর
সাইন্স বী প্রশ্নোত্তর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞান ভিত্তিক প্রশ্নোত্তর প্লাটফর্ম।
আপনি বিজ্ঞান ও প্রযুক্তির সাথে প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন এখানে। চাইলে অন্যের করা প্রশ্নের উত্তর দিতে পারেন।
অসংখ্য স্বপ্নবাজ বিজ্ঞানমনষ্ক তরুণ-তরুণীদের বিজ্ঞান শেখার এবং জানার অন্যতম প্রধান উৎস, দেশের সবচেয়ে বড় বিজ্ঞান ভিত্তিক প্রশ্নোত্তর প্লাটফর্ম হচ্ছে সায়েন্স বী প্রশ্নোত্তর।
বিজ্ঞানের এই অগ্রযাত্রার পথে যুক্ত হতে পারেন আপনিও। বিজ্ঞান ভিত্তিক যেকোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন এখানে।
❃ সাইন্স বী প্রশ্নোত্তর ওয়েবসাইটের ঠিকানা: www.sciencebee.com.bd/qna
▶০৩. প্রযুক্তি প্রিয় QnA
বর্তমান সময়টা তথ্য ও প্রযুক্তির দখলে। তথ্য-প্রযুক্তি আমাদের জীবনমান সহজ করে দিয়েছে।
তাই তথ্য প্রযুক্তি নিয়ে জানার আগ্রহও ক্রমশ বেড়েই চলেছে। বাংলাদেশের সব বড় বড় প্রশ্নোত্তর ওয়েবসাইটগুলোতে সাধারণত সব ধরনের প্রশ্ন ও উত্তর করা হয়ে থাকে।
আপনি যদি প্রযুক্তি বিষয়ক নির্দিষ্ট কোনো প্রশ্নোত্তর ওয়েবসাইটের খোঁজ করেন, তাহলে প্রযুক্তি প্রিয় QnA (Projukti Priyo QnA) প্লাটফর্মটি আপনার জন্য।
এখানে আপনি শুধুমাত্র তথ্য ও প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতে পারেন।
যেমন: ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, ইমো, হোয়াটসঅ্যাপ, অনলাইন উপার্জন, ব্লগিং, অ্যাডসেন্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এসইও, ডোমেইন, হোস্টিং, মোবাইল, কম্পিউটার ইত্যাদি বিষয়ে।
সাইটটিতে অনিবন্ধিত সদস্যরাও প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। তবে সর্বোচ্চ সুবিধা পেতে নিবন্ধন করা প্রয়োজন।
প্রযুক্তি প্রিয় QnA প্লাটফর্মের নিবন্ধিত সদস্যরা প্রশ্ন, উত্তর, মন্তব্য ও ভোট প্রদান করার মাধ্যমে পয়েন্ট অর্জন করতে পারেন।
আর পয়েন্ট বাড়ার সাথে সাথে তাদের লেভেলও বেড়ে যায়।
❃ প্রযুক্তি প্রিয় QnA ওয়েবসাইটটির ঠিকানা: www.qna.projuktipriyo.com
▶০৪. বিস্ময় | Bissoy
বাংলাদেশের জনপ্রিয় আরেকটি প্রশ্নোত্তর ওয়েবসাইটের নাম হলো বিস্ময় (Bissoy)।
সাইটটিতে আপনি বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন করতে পারেন এবং অন্যের করা প্রশ্নের উত্তর দিতে পারেন।
এছাড়াও সাইটটিতে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ইসলামি বিশেষজ্ঞ, ফ্রিল্যান্সার এবং অন্যান্য অনেক পেশাদারদের সাথে ভিডিও কলের মাধ্যমে তাৎক্ষণিক সহায়তা পেতে পারেন।
❃ বিস্ময় ওয়েবসাইটটির ঠিকানা: www.bissoy.com
▶০৫. ইসলাম QA
নাম শুনেই বুঝা যায় এটি একটি ইসলামি প্রশ্নোত্তর ওয়েবসাইট।
ইসলাম QA (জিজ্ঞাসা ও জবাব) ওয়েবসাইট একটি দাওয়াতি, গবেষণাধর্মী ও শিক্ষামূলক ওয়েবসাইট।
এর লক্ষ্য হচ্ছে- ইসলামের সম্পর্কিত প্রশ্নাবলির গবেষণানির্ভর, দলিলভিত্তিক এবং যতদূর সম্ভব বিস্তারিত ও সহজভাষায় উত্তর প্রদান করা।
প্রদত্ত উত্তরগুলোর তত্ত্বাবধান করেন শাইখ মুহাম্মদ সালেহ আল-মুনাজ্জিদ (হাফিযাহুল্লাহ্)।
এ ওয়েবসাইট মুসলিম-অমুসলিম সকল প্রশ্নকারীর ইসলামি শরিয়া সম্পর্কিত কিংবা মনস্তাত্বিক ও সামাজিক যেকোনো প্রশ্নকে স্বাগত জানায়।
ইসলামি বিশেষজ্ঞরা সেসব প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। বাংলা, ইংরেজি সহ মোট ১৬ টি ভাষায় ইসলাম QA সাইটটি ব্যবহার করা যায়।
দুঃখের বিষয় হচ্ছে, সাইটটিতে বাংলা ভাষা ব্যবহার করে আপনি কোনো প্রশ্ন পাঠাতে পারবেন না।
❃ ইসলাম QA ওয়েবসাইটটির ঠিকানা: www.islamqa.info
▶০৬. ই-নলেজ
বাংলা ভাষাভাষীদের জন্য আরেকটি জনপ্রিয় প্রশ্নোত্তর ওয়েবসাইট হচ্ছে ই-নলেজ (Enolez) কুয়েরি।
ই-নলেজ কুয়েরি ওয়েবসাইটটি ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়।
সাইটটিতে তথ্য-প্রযুক্তি, ব্যবসায়ীক, পড়াশোনা, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক, বিজ্ঞান, পারিবারিক, সাধারণ জ্ঞান, ব্যক্তিগত, শারীরিক সহ নানা বিষয়ে প্রশ্ন করার সুযোগ রয়েছে।
ই-নলেজ কুয়েরি সাইটে যেকেউ চাইলে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে এবং যেকোনো নিবন্ধিত সদস্য প্রশ্নের উত্তর দিতে পারেন।
সাইটটির ইনো চ্যাট নামের ফিচারটি ব্যবহারের মাধ্যমে দ্রুত প্রশ্নের উত্তর পাওয়া যায়।
❃ ই-নলেজ ওয়েবসাইটটির ঠিকানা: www.enolez.com
▶০৭. আস্ক প্রশ্ন | Ask Proshno
আস্ক প্রশ্ন (Ask Proshno) প্রশ্নোত্তর ওয়েবসাইটটি ২০১৭ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়। সাইটটিতে প্রায় সব ধরনের প্রশ্নই লক্ষ করা যায়।
যেমন: তথ্য-প্রযুক্তি, পড়াশোনা, যৌন, স্বাস্থ্য ও চিকিৎসা, মোবাইল, কম্পিউটার, প্রেম-ভালোবাসা, ধর্ম, কৃষি, শিল্প ও সাহিত্য, খেলাধুলা, রান্না-বান্না, ধাঁধা, স্বপ্নের ব্যাখ্যা, নামের অর্থ সহ ইত্যাদি বিষয়ে।
আস্ক প্রশ্ন প্লাটফর্মের নিবন্ধিত সদস্যরা প্রশ্ন, উত্তর, মন্তব্য ও ভোট প্রদান করার মাধ্যমে পয়েন্ট অর্জন করতে পারে।
আর পয়েন্ট বাড়ার সাথে সাথে তাদের লেভেলও বেড়ে যায়। তবে অনিবন্ধিত কোনো সদস্য এখানে প্রশ্ন করতে পারে না।
❃ আস্ক প্রশ্ন ওয়েবসাইটটির ঠিকানা: www.askproshno.com
▶০৮. নির্বিক | Nirbik
নির্বিক (Nirbik) প্রশ্নোত্তর ওয়েবসাইটে যেকেউ চাইলে যেকোনো বিষয়ে প্রশ্ন করতে পারে, তবে উত্তর প্রদান করতে অবশ্যই নিবন্ধিত সদস্য হতে হবে।
নির্বিক প্লাটফর্মের নিবন্ধিত সদস্যরা প্রশ্ন, উত্তর, মন্তব্য ও ভোট প্রদান করার মাধ্যমে পয়েন্ট অর্জন করতে পারেন।
আর পয়েন্ট বাড়ার সাথে সাথে তাদের লেভেলও বেড়ে যায়। যেমন: লেভেল ২, লেভেল ৩, লেভেল ৪, লেভেল ৫ ইত্যাদি।
❃ নির্বিক ওয়েবসাইটটির ঠিকানা: www.nirbik.com
▶০৯. বেশতো | Beshto
বেশতো (Beshto) প্রশ্নোত্তর ওয়েবসাইটটি ২০১৭ সালে চালু করা হয়।
বেশতো সাইটে প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর প্রদান করতে অবশ্যই নিবন্ধন করতে হবে।
তবে আপনি চাইলে আপনার ফেসবুক আইডি দিয়েও লগিন করতে পারবেন।
সাইটটিতে একজন নিবন্ধিত সদস্য অন্য একজন নিবন্ধিত সদস্যকে এবং পছন্দের টপিকগুলো Follow করতে পারে। এখানে প্রায় সব ধরনের প্রশ্নই জিজ্ঞাসা করা যায়।
❃ বেশতো ওয়েবসাইটটির ঠিকানা: www.beshto.com
▶১০. সবজানো | Sobjano
সবজানো (Sobjano) প্রশ্নোত্তর সাইটে প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর করতে হলে অবশ্যই নিবন্ধিত সদস্য হতে হবে।
সবজানো প্রশ্নোত্তর সাইটে বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন করা যায়। তবে এই ওয়েবসাইটটির মূল বৈশিষ্ট্য হলো, এখানে প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর প্রদান করে টাকা আয় করা যায়।
প্রশ্ন এবং উত্তর পছন্দ (Like) ও অপছন্দ (Dislike) করার সুবিধাও রয়েছে সাইটটিতে।
❃ সবজানো ওয়েবসাইটটির ঠিকানা: www.sobjano.com
▶১১. হেল্পফুল হাব।
হেল্পফুল হাব (Helpful Hub) প্রশ্নোত্তর ওয়েবসাইটটি বেশ পুরনো। অবিশ্বাস্য হলেও সাইটটি ২০১২ সাল থেকে যাত্রা শুরু করে এখন পর্যন্ত চলমান।
তাদের দাবি, বাংলা ভাষায় সর্বপ্রথম প্রশ্নোত্তর ওয়েবসাইটটি হচ্ছে হেল্পফুল হাব।
তথ্যপ্রযুক্তি, ব্যবসা, চাকরি, স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, বিনোদন, খেলাধুলা, রান্নাবান্না, রাজনীতি, ধর্ম এবং কৃষি সহ দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানের জন্য সব ধরনের প্রশ্নই জিজ্ঞাসা করার সুযোগ রয়েছে সাইটটিতে।
সাইটটিতে যথেষ্ট পরিমাণ নিবন্ধিত সদস্যও রয়েছে। যদিও হেল্পফুল হাব সাইটে প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর প্রদান করতে নিবন্ধন করার প্রয়োজন নেই।
হেল্পফুল হাবকে প্রশ্নোত্তর, সমস্যা সমাধান ও সহযোগিতার কেন্দ্রবিন্দু বলা যায়।
❃ হেল্পফুল হাব ওয়েবসাইটটির ঠিকানা: www.helpfulhub.com
▶১২. আই ফতোয়া।
ইসলামি প্রশ্নের উত্তর জানা ও জ্ঞান অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি ইসলামি বিশেষজ্ঞদের কাছে গিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা, যেখানে প্রশ্নকারীর বিস্তারিত জানার ও বুঝার সুযোগ থাকে।
আপনি চাইলে আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেবকেও প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন।
তবে যদি সে সুযোগ না হয়ে উঠে, বিশেষ করে নারীদের, তাহলে আপনি অনলাইনে বিভিন্ন ইসলামিক QnA সাইটে জিজ্ঞাসা করতে পারেন।
আই ফতোয়া (iFatwa) ইসলামি প্রশ্নোত্তর ওয়েবসাইটটি বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক ওয়েবসাইট।
যেটি আইওএম (ইসলামিক অনলাইন মাদরাসা) এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।
প্রতিমাসে ইসলামি বিষয়ক সর্বোচ্চ ৪ টি প্রশ্ন এখানে করতে পারেন আপনি। আপনার জিজ্ঞেস করা প্রশ্নের উত্তর দিবেন অভিজ্ঞ ওলামায়কেরাম ও মুফতি সাহেবগন।
❃ আই ফতোয়া ওয়েবসাইটটির ঠিকানা: www.ifatwa.info