সাবধান! আপনার Gmail অ্যাকাউন্টটি অন্য কারো ডিভাইসে লগিন নেই তো? থাকলে যা করনীয়।

আমার এমনও জিমেইল অ্যাকাউন্ট আছে যেটি প্রায় ১০ বছর ধরে ব্যবহার করে আসছি।
উক্ত জিমেইল অ্যাকাউন্টটি অসংখ্য প্রয়োজনীয় অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবহার করেছি।
আমার মতো হয়তো আপনারা অনেকেই আপনাদের জিমেইল অ্যাকাউন্টটি বছরের পর বছর ধরে ব্যবহার করে আসছেন।
অনেকেই আবার একাই ৪-৫ টা জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে।
কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি, আমাদের জিমেইল অ্যাকাউন্ট যদি অন্য কারো হাতে চলে যার তাহলে কী হবে?
এমনও তো হতে পারে, আমাদের Gmail অ্যাকাউন্টটি আমাদের অজান্তে অন্য কেউ ব্যবহার করে আসছে!
তারা তাদের ডিভাইস দিয়েই আমাদের বিভিন্ন তথ্য চুরি করছে। ঐ জিমেইল দিয়ে যত একাউন্ট খুলা ইচ্ছে করলেই তা হাতিয়ে নিতে পারবে!
![]() |
জিমেইল অ্যাকাউন্ট এর নিরাপত্তা। |
কীভাবে দেখবেন যে আপনার Gmail অ্যকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে কিনা?
🔘 প্রথমে আপনার কম্পিউটার কিংবা ফোনের Chrome অথবা অন্য যেকোনো ব্রাউজারে আপনার জিমেইল অ্যাকাউন্টটি স্বাভাবিক উপায়ে লগিন করে নিন।
আর যদি পূর্বে থেকেই লগিন অবস্থায় থাকে তাহলে তো আরো ভালো। তারপর এই লিংকে ক্লিক করুন।
🔘 লিংকে ক্লিক করলে নতুন যে পেজটি খুলবে তার নিচের দিকে একটু আসলেই “Your Devices” নামে একটি অপশন দেখতে পারবেন।
যেখানে এই একাউন্ট কোন কোন ডিভাইসে Login অবস্থায় আছে তা দেখতে পাবেন।
তালিকার প্রথমে আপনার বর্তমানে ব্যবহার করা ডিভাইসটি দেখাবে। যেমনটি আপনি নিচের চিত্রে দেখতে পাচ্ছেন।
![]() |
জিমেইল আইডির নিরাপত্তা |
আপনি চাইলে আপনার বর্তমানে ব্যবহৃত ডিভাইসটি রেখে বাকি সব ডিভাইস থেকে উক্ত অ্যাকাউন্টটি খুব সহজেই রিমুভ করে দিতে পারবেন।
আপনার Gmail অ্যাকাউন্টটি কীভাবে অন্য ডিভাইস থেকে রিমুভ করবেন?
০১: ‘Your Device’ অপশনে যে তালিকাটি রয়েছে তার নিচে দেখুন ‘Manage Devices’ নামে আরেকটি অপশন রয়েছে, তাতে ক্লিক করুন। (উপরের চিত্রটি লক্ষ্য করুন)
০২: এবার আপনি যে ডিভাইসটি লগ আউট করতে চাচ্ছেন তার নামের নিচে More details লেখায় ক্লিক করুন।
![]() |
ধাপ ২ এর চিত্র। |
০৩: ক্লিক করলে পরবর্তী পেজে Sing Out অপশন পেয়ে যাবেন, তাতে ক্লিক করুন।
![]() |
ধাপ ৩ এর চিত্র। |
০৪: এর পরবর্তী পেজে আবার Sign Out লেখায় ক্লিক করে দিন। কাজ শেষ।
এই সামান্য কাজটুকু করলে উক্ত ডিভাইস থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টটি রিমুভ হয়ে যাবে।
ঠিক এভাবে আপনার প্রতিটি জিমেইল অ্যাকাউন্ট চেক করুন। এবং অব্যবহৃত ডিভাইস থেকে তা Sign Out করে দিন।
প্রযুক্তি প্রিয়‘র সাথে থাকার জন্য ধন্যবাদ।