HTML ও CSS শেখার সবচেয়ে ভালো এন্ড্রয়েড অ্যাপস। || The best android apps to learn HTML and CSS
প্রযুক্তি প্রিয় ডট কম ব্লগের আজকের পোস্টটি তাদের জন্য যারা মোবাইল দিয়ে কোডিং শিখতে চান। আমরা অনেকেই আছি যাদের কম্পিউটার নেই অথচ আমরা ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী।
ধরুন, আমাদের কম্পিউটার আছে, তবু যদি আমাদের হাতে থাকা এন্ড্রয়েড মোবাইল দিয়েই ওয়েব ডিজাইনের জন্য এইচটিএমএল (HTML), সিএসএস (CSS), জাভাস্ক্রিপ্ট (JAVASCRIPT) শেখা যায় তাহলে কেমন হয়?
আপনি যখন যেভাবে খুশি মোবাইল দিয়েই এগুলো চর্চা করতে পারবেন। মোবাইলে কোডিং লেখা বা শেখার জন্য অনলাইনে বিভিন্ন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন পাবেন।
তবে সব অ্যাপ্লিকেশন কিন্তু সমান কাজের না। আজকে আমি আপনাদের মাঝে একটি অসাধারণ এন্ড্রয়েড কোড ইডিটর অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি।
আশা করি, আপনারা যারা মোবাইল দিয়ে কোডিং লিখতে বা শিখতে আগ্রহী অ্যাপটি তাদের অনেক ভালো লাগবে। অ্যাপটির নাম anWritter।
anWritter অ্যাপ ব্যবহারের এর সুবিধাসমূহ:
০১. খুব সহজেই কোড লেখা যায়।
০২. এই অ্যাপটি দিয়ে কোনো কোড লেখা ভুল হয়ে গেলে তা সহজেই নির্ণয় করা যায়।
০৩. মাত্র এক ক্লিকেই আউটপুট দেখা যায়।
০৪. অ্যাপ্লিকেশনটি অফলাইনেও ব্যবহার করা যায়।
০৫. এই ইডিটরের আরেকটি বিশেষ সুবিধা রয়েছে। যেমন: ধরুন, আপনি কোনো কোড লিখতে লিখতে হঠাৎ লেখা বন্ধ করে চলে গেলেন, আবার পরবর্তীতে এসে সেখান থেকেই কাজ করতে পারবেন। এতে ডকুমেন্টট এর কোন অংশ মুছে যাবে না।
০৬. ফন্ট সাইজ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন।
কোডিং শেখার অ্যাপ anWritter কিভাবে ডাউনলোড করবেন?
অ্যাপ্লিকেশনটির নাম ‘anWritter Free HTML Editor’। গুগল বা প্লে স্টোরে গিয়ে ‘AnWritter’ লিখে খোঁজ করলেই পেয়ে যাবেন উক্ত মোবইল অ্যাপ্লিকেশনটি।
অ্যাপটির সাইজ মাত্র ২.৫ এম্বি এবং রেটিং পয়েন্ট হচ্ছে ৪.৪। ইতিমধ্যে গুগল প্লেস্টোর থেকে উক্ত অ্যাপটি ১ মিলিয়নরেও বেশি সংখ্যকবার ডাউনলোড করা হয়েছে।
সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। অথবা আপনি চাইলে সরাসরি নিচে থেকে ডাউনলোড করে নিন।
anWritter অ্যাপ ব্যবহার করবেন যেভাবে:
অ্যাপটিতে প্রবেশ করলেই কোড লেখার ঘর দেখতে পাবেন। সেখানে আপনি আপনার কোডগুলো লিখুন। আর কোডগুলোর আউটপুট দেখতে নিচে ডান পাশের প্লে বাটনে ক্লিক করুন।
কোডগুলো সেভ করতে চাইলে উপরের সেভ বাটন থেকে করতে হবে। অ্যাপটিতে আরো বিভিন্ন প্রয়োজনীয় অপশন রয়েছে, ব্যবহার শুরু করলে নিজে নিজেই সব শিখে ফেলতে পারবেন।
এখন আরেকটি প্রশ্ন থেকেই যায় তা হলো, আমরা যদি ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন শিখতে কোডিং চর্চা করতে যাই তাহলে শেখার জন্য সঠিক নির্দেশনা পাবো কোথায়?
এর উত্তর হচ্ছে আপনি যদি গুগল অথবা ইউটিউবে গিয়ে Html বাংলা টিউটোরিয়াল, Css বাংলা টিউটোরিয়াল, Javascript বাংলা টিউটোরিয়াল লিখে খোঁজ করেন তাহলে ফ্রিতেই অনেক ভালো মানের ভিডিও পেয়ে যাবেন।
অথবা w3schools.com ওয়েবসাইট থেকেও ফ্রিতে শিক্ষা নিতে পারেন। সেগুলো দেখে দেখে উক্ত অ্যাপ্লিকেশন দিয়ে চর্চা করুন।
আপনি চাইলে আমাদের প্রযুক্তি প্রিয় অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের সদস্য হতে পারেন। সেখানে প্রতিনিয়ত প্রযুক্তির বিভিন্ন খুটিনাটি বিষয় নিয়ে লেখা আর্টিকেলের আপডেট দেওয়া হয়।