ইমো টিপসমোবাইল টিউটোরিয়াল

ইমু নাম্বার পরিবর্তন করার নিয়ম। | ইমুর নাম্বার চেঞ্জ করার উপায়।

পুরোনো ইমো নাম্বার চেঞ্জ করার নিয়ম- আপনি আপনার ইমু কন্টাক্ট তালিকায় লক্ষ্য করলে দেখতে পাবেন আপনার পরিচিত অনেকেই একাধিক ইমু আইডি খুলে বসে আছে। কারো কারো হয়তো তিনটি কিংবা চারটি ইমু অ্যাকাউন্টও রয়েছে।

এর কারণ হচ্ছে, আমরা জানি নাম্বার ছাড়া ইমু আইডি খোলা যায়না, আর আমাদের ইমুতে ব্যবহৃত নাম্বারটির সিম অনেক সময় হারিয়ে ফেলি কিংবা চুরি হয়ে যায়। আবার কখনো অন্য কোনো কারণে আমাদের ব্যবহৃত নাম্বারটি পরিবর্তন করতে হয়।

আর ইমুতে ব্যবহৃত নাম্বারটি পরবর্তীতেও প্রয়োজন পরে। যেকোনো প্রয়োজনে উক্ত ইমু ফোন নাম্বার ব্যবহার করে OTP (One Time Password) দিয়ে ভেরিফাই করতে হয়।

ইমু খোলার নিয়ম সবাই জানলেও পুরোনো ইমো নাম্বার চেঞ্জ করার নিয়ম অনেকেই জানিনা। কেউ কেউ আবার ইমুতে ফোন নাম্বার যে পরিবর্তন করা যায় তাও জানেনা (আগের ইমু নাম্বার)।

তাই এক প্রকার বাধ্য হয়েই বার বার নতুন ইমু আইডি খুলতে হয়। আর পুরাতন ইমু আইডিগুলো আগের অবস্থাতেই রয়ে যায়। পুরনো ইমু আইডি ডিলিট পর্যন্ত করেনা।

আজকের এই পোস্টে আমরা জানবো পুরনো ইমো নাম্বার পরিবর্তন করে কীভাবে। তবে স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসতে পারে আমি যে ইমু নাম্বার চেঞ্জ করার উপায় দেখাচ্ছি এই পদ্ধতি অবলম্বন করলে আপনার অ্যাকাউন্ট এর কোনো ক্ষতি হবে কিনা, কোনো তথ্য হারিয়ে যাবে কিনা!

এর উত্তর হচ্ছে, না, আপনার অ্যাকাউন্ট এর কোনো প্রকার ক্ষতি হবে। আপনি নির্ভয়ে আপনার ইমু নাম্বার পরিবর্তন করতে পারেন। কোনো মেসেজ ডিলিট হবেনা।

ইমু নাম্বার পরিবর্তন করার নিয়ম।

০১: প্রথমে আপনার ইমু সফটওয়্যারটি ওপেন করে Settings অপশনে প্রবেশ করুন।

০২: সেটিংস থেকে Account & Security লেখা অপশনে যান।

০৩: তারপর Change Phone Number লেখা অপশন দেখতে পাবেন তাতে ক্লিক করুন।

০৪: আবার Change Number লেখায় ক্লিক করুন।

[সংক্ষিপ্ত নির্দেশনা: Settings > Account & Security > Change Phone Number > Change Number]

০৫: পরবর্তী ধাপে আপনি নিচের চিত্রের মতো সেটিং দেখতে পাবেন। যেখানে নাম্বার লেখার জন্য দুটি ঘর রয়েছে।

ইমু নাম্বার পরিবর্তন করার নিয়ম।
Enter your old phone number: এখানে আপনার বর্তমানে ব্যবহার করা ইমু নাম্বারটি দিতে হবে।
Enter your new phone number: এখানে আপনি নতুন যে নাম্বারটি যুক্ত করতে চাচ্ছেন সেই নাম্বারটি দিতে হবে।

এরপর উপরের টিক চিহ্নে ক্লিক করুন এবং আপনার দেওয়া নতুন নাম্বারটি পিন ভেরিফিকেসন করুন। তাহলেই পুরনো নাম্বারটি পরিবর্তন হয়ে নতুন নাম্বার এড হয়ে যাবে।

Robin Miah

আমি রবিন মিয়া, একজন সৌদি আরব প্রবাসী। আমার বাসা টাংগাইলের কালিহাতীতে। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন তথ্য নিজে জানার জন্য এবং আপনাদের জানানোর উদ্দেশ্যে এই ওয়েবসাইটটি তৈরি করেছি।

এ সম্পর্কিত আরো পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!