ফেসবুকের সব Pending ফ্রেন্ড রিকোয়েস্ট কেনসেল করবেন যেভাবে।

ফেসবুকের পেন্ডিং রিকুয়েস্ট কেনসেল করুন এক ক্লিকে।

আমরা সবাই কম-বেশি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করি। কেউ হয়তো শখের বসে আর কেউ হয়তো বন্ধু-বান্ধব, আত্নীয়সজন, পরিচিতদের সাথে যোগাযোগের সুবিধার জন্য ফেসবুক ব্যবহার করে থাকি।

ফেসবুক ব্যবহারের মাধ্যমে খুব সহজেই পুরনো বন্ধু-বান্ধবদের খোঁজে নেওয়া যায়। আর বিশ্বের অন্যান্য দেশের নাগরিককেও বন্ধু বানিয়ে নেওয়া যায় ঘরে বসেই।

কাউকে বন্ধু বানাতে চাইলে প্রথমে তাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর প্রয়োজন পরে। আর যখন সেই রিকুয়েষ্ট এক্সেপ্ট করা হয় তখন সে ফ্রেন্ড হয়ে যায়।

তবে ফেসবুকে আমরা অনেক সময় পরিচিতদের পাশাপাশি অপরিচিতদেরও ফ্রেন্ড রিকুয়েষ্ট দিয়ে থাকি। আর এমন অনেক ফেসবুক ব্যবহারকারী আছে যারা অপরিচিত কারো রিকোয়েস্ট এক্সেপ্ট করেনা বা করতে চায়না। আমি নিজেও এমনটাই করি।

এক্সেপ্ট না করা ফেসবুকের সকল ফ্রেন্ড রিকোয়েস্ট কেনসেল করবেন যেভাবে।

আর তাছাড়া অনেকের ফেসবুক ফ্রেন্ড এতো বেশি হয়ে যায় যে, আর নতুন কারো ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সেপ্ট করা তার পক্ষে সম্ভব হয়না। তখন সে হয়তো আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলিয়ে বা পেন্ডিং করে রাখে।

আর এভাবে যদি অনেকেই আপনাকে ঝুলিয়ে রাখে তাহলে তা আপনার আইডির উপর নেতিবাচক প্রভাব ফেলবে। আর এরজন্য ফেসবুক কর্তৃপক্ষ সাময়িকভাবে আপনার ফেসবুক ফ্রেন্ড রিকুয়েস্ট ব্লক করে দিতে পারে।

তখন হয়তো চিন্তা করবেন, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না কেন? এমনকি, এরজন্য আপনার ফেসবুক আইডিতে ফটো ভেরিফিকেসন পর্যন্ত চাইতে পারে।

যার ফলে হয়তো আপনার শখের আইডিটি হারাতে হতে পারে! আর এর থেকে পরিত্রাণের উপায় হলো এক্সেপ্ট না করা ফ্রেন্ড রিকুয়েস্টগুলো ক্যানসেল করে দেওয়া।

আপনি যদি ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করার অপশন খুজে না পান তাহলে চিন্তার কোনো কারণ নেই। চলুন জেনে নেই ফেসবুকে পেন্ডিং থাকা সমস্ত ফ্রেন্ড রিকুয়েস্ট কীভাবে বাতিল করতে হয়?

ফেসবুকে এক্সেপ্ট না করা ফ্রেন্ড রিকোয়েস্টগুলো কীভাবে দেখা যায় এবং সেগুলো কীভাবে বাতিল করা যায়?

স্বাভাবিকভাবে কাউকে পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করতে চাইলে প্রথমে তার নাম লিখে সার্চ করে প্রফাইলে ঢুকে তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করতে হয়। কিন্তু এভাবে একটি একটি করে তো আর সব রিকোয়েস্ট ক্যানসেল করা সম্ভব নয়।

আর আপনি কাকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন আর কারা কারা সে রিকোয়েস্ট এক্সেপ্ট না করে ঝুলিয়ে রেখেছে তা আপনার পক্ষেও মনে রাখা সম্ভব নয়।

যেভাবে ফেসবুকে আপনার পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্টগুলো একসাথে দেখতে পারবেন তা হলো:

ফেসবুক অ্যাপ থেকে:

০১. আপনার পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট Facebook অ্যাপ থেকে ক্যান্সেল করতে ফেসবুকের ম্যানু বার থেকে ডান পাশের ম্যানু অপশনে ক্লিক্ন করুন।

ফেসবুকে এক্সেপ্ট না করা ফ্রেন্ড রিকোয়েস্টগুলো কীভাবে দেখা যায় এবং সেগুলো কীভাবে বাতিল করা যায়?

০২. এরপর “Friends” লেখা অপশনে প্রবেশ করুন। 

এক্সেপ্ট না করা ফেসবুকের সকল ফ্রেন্ড রিকোয়েস্ট কেনসেল করবেন যেভাবে।

০৩. ফেসবুকে যদি আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে না থাকে তাহলে নিচের চিত্রের মতো “Friend Requests” লেখা একটি অপশন দেখতে পাবেন। তাতে প্রবেশ করুন।

এক্সেপ্ট না করা ফেসবুকের সকল ফ্রেন্ড রিকোয়েস্ট কেনসেল করবেন যেভাবে।

অথবা, যদি এমন হয় আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে কিন্তু আপনি এক্সেপ্ট বা ডিলিট করেননি তাহলে “Friends” অপশনে যাওয়ার পর যারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তাদের তালিকা দেখতে পাবেন আপনি।

সেখানে উপরে “Friend requests” লেখার ডান পাশে “See all” লেখা একটি অপশন দেখতে পাবেন।

এক্সেপ্ট না করা ফেসবুকের সকল ফ্রেন্ড রিকোয়েস্ট কেনসেল করবেন যেভাবে।

এটাতে ক্লিক করলেও আপনি আমাদের দেখানো ৪ নম্বর ধাপে চলে যাবেন।

০৪. এবার উপরের থ্রি ডট মেনুতে ক্লিক করুন

এক্সেপ্ট না করা ফেসবুকের সকল ফ্রেন্ড রিকোয়েস্ট কেনসেল করবেন যেভাবে।

০৫. থ্রি ডট ম্যানুতে ক্লিক করলে নিচের চিত্রের মতো “View Send Request” লেখা একটি অপশন চলে আসবে।

এক্সেপ্ট না করা ফেসবুকের সকল ফ্রেন্ড রিকোয়েস্ট কেনসেল করবেন যেভাবে।

আপনি সেটাতে ক্লিক করলেই এক্সেপ্ট না করা আপনার পাঠানো সকল ফেসবুক ফ্রেন্ড রিকুয়েষ্টগুলোর তালিকা এখানে দেখতে পাবেন।

এক্সেপ্ট না করা ফেসবুকের সকল ফ্রেন্ড রিকোয়েস্ট কেনসেল করবেন যেভাবে।

এমনকি কাকে কত দিন আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন তাও জানতে পারবেন। আপনি তালিকা থেকে যত নিচের দিকে নামবেন ততই পুরনো পেন্ডিং থাকা ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্টগুলো দেখতে পারবেন।

যদি কাউকে পাঠানো রিকোয়েস্ট বাতিল করতে চান তাহলে তার নামের নিচে ‘Cancel‘ লেখায় ক্লিক করলেই রিকোয়েস্ট বাতিল হয়ে যাবে।

ব্রাউজার থেকে:

০১. সবার প্রথমে আপনার কম্পিউটার বা মোবাইল ফোনের যেকোনো ব্রাউজার থেকে www.mbasic.facebook/home.php লিংকটিতে ভিজিট করে আপনার আইডিটি লগিন করে নিন।

০২. তারপর উপরের মেনুবার থেকে ‘Friends‘ লেখায় ক্লিক করুন।

০৩. তারপর “See All Friend Requests” লেখায় ক্লিক করুন।

০৪. এবার “View Send Request” লেখায় ক্লিক করলেই এক্সেপ্ট না করা আপনার পাঠানো সকল ফ্রেন্ড রিকুয়েষ্টগুলো এখানে দেখতে পাবেন।

যদি কাউকে পাঠানো রিকোয়েস্ট বাতিল করতে চান তাহলে তার নামের নিচে ‘Cancel‘ লেখায় ক্লিক করলেই রিকোয়েস্ট বাতিল হয়ে যাবে।

আর এভাবে আপনার শখের ফেসবুক আইডিটি নিরাপদে রাখতে পারবেন।

বুঝতে সমস্যা হলে নিচের মন্তব্য ঘরে লিখে জানাতে পারেন

error: Content is protected !!