ফেসবুক

ফেসবুক, মেসেঞ্জার ও লাইট অ্যাপে ডার্ক মোড অন করার নিয়ম।

ডার্ক মোড কী?

ডার্ক মোড (Dark Mode) হচ্ছে একটি ফিচার যা স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড রং কালো করে দেয়।

আপনি যদি কোনো ওয়েবসাইট কিংবা অ্যাপ্লিকেশনের ডার্ক মোড অন করে দেন তাহলে উক্ত ওয়েবসাইট/অ্যাপ্লিকেশন এর ব্যাকগ্রাউন্ড কালার কালো হয়ে যাবে।

ডার্ক মোডকে অনেকেই আবার নাইট মোডও বলে। ডার্ক মোড অন করে চালানো চোখের জন্য ভালো আর এটি ব্যাটারি সেইভও করে।

অফিসিয়াল ফেসবুক ডার্ক মোড করার নিয়ম:

০১: প্রথমে আপনার Facebook অ্যাপে চলে যান। তারপর উপরের ডান পাশের মেনু বারে ক্লিক করুন।

ফেসবুক ডার্ক মোড সেটিং

০২: মেনুবারের বিভিন্ন অপশন থেকে Settings & Privacy তে প্রবেশ করুন।

ফেসবুক ডার্ক মোড সেটিং

০৩: এরপর Settings & Privacy এর অধীনে Dark Mode লেখা অপশনে ক্লিক করুন।

০৪: ডার্ক মোড লেখায় ক্লিক করলে On, Off এবং Use System Settings লেখা নামে তিনটি অপশন খুঁজে পাবেন।

ফেসবুক মেসেঞ্জার ডার্ক মোড অন
ফেসবুক ডার্ক মোড অন।

On লেখায় ক্লিক করলেই ডার্ক মোড অন হয়ে যাবে। আবার যদি ডার্ক মোড থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে চান তাহলে On থেকে Off করে দিতে হবে।

[বি.দ্র. Facebook মোবাইল অ্যাপ্লিকেশনটি এতো দিন ডার্ক মোডে ব্যবহার করার কোনো ব্যবস্থা ছিলনা। এটি সাম্প্রতিক চালু হয়েছে।

তাই নিচে দেওয়া নির্দেশনায় যদি ডার্ক মোডের কোনো সেটিং খুজে না পান তাহলে আপনার Facebook অ্যাপ্লিকেশনটি আপডেট দিলেই পেয়ে যাবেন।

এন্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীরা গুগল প্লেস্টোরে Facebook লিখে খোঁজ করে খুব সহজেই আপডেট করে নিতে পারবেন।

অথবা সরাসরি এখানে ক্লিক করলেও প্লে স্টোরে Facebook অ্যাপে চলে যাবেন। তারপর Update লেখায় ক্লিক করে আপডেট করে নিন।]

ফেসবুক লাইটে ডার্ক মোড চালু করে কীভাবে?

০১: ফেসবুক Lite অ্যাপে Dark Mode চালু করতে আপনার Lite অ্যাপে প্রবেশ করে সবার উপরে ডান পাশে মেনু বার এ ক্লিক করুন।

ফেসবুক লাইট ডার্ক মোড সেটিং
ফেসবুক লাইট ডার্ক মোড সেটিং

০২: তারপর Dark Mode লেখা অপশনটি অন করে দিন।

ফেসবুক লাইট ডার্ক মোড সেটিং
ফেসবুক লাইট ডার্ক মোড সেটিং

তাহলেই আপনার লাইট অ্যাপের ব্যাকগ্রাউন্ড কালার কালো হয়ে যাবে। আর পূর্বের অবস্থায় ফিরে আসতে এই অপশনটি অফ করে দিতে হবে।

ফেসবুক মেসেঞ্জারে ডার্ক মোড অন করবো কীভাবে?

মেসেঞ্জার মোবাইল অ্যাপ্লিকেশনটি ডার্ক মোডে ব্যবহার করতে প্রথমে তাতে প্রবেশ করুন এবং নিচে দেওয়া নির্দেশনাগুলো অনুসরণ করুন।

০১: মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পর সবার উপরে বাম পাশে আপনার ফেসবুক প্রফাইল ছবিটি দেখতে পাবেন, সেই ছবিতে ক্লিক করুন।

ফেসবুক মেসেঞ্জার ডার্ক মোড।
আপনার প্রফাইল ছবিতে ক্লিক করুন।

০২: ছবিতে ক্লিক করলে আরো বিভিন্ন অপশন দেখতে পাবেন। সেগুলোর মধ্য থেকে Dark Mode লেখা অপশনটিতে প্রবেশ করুন।

ফেসবুক মেসেঞ্জার ডার্ক মোড অন
ফেসবুক মেসেঞ্জার ডার্ক মোড অন

০৩: Dark Mode লেখায় ক্লিক করলে Off, On এবং System নামে তিনটি অপশন দেখতে পাবেন। সেখান থেকে On লেখায় ক্লিক করলেই ডার্ক মোড অন হয়ে যাবে।

ফেসবুক মেসেঞ্জার ডার্ক মোড অন
ফেসবুক মেসেঞ্জার ডার্ক মোড অন

আবার যদি ডার্ক মোড থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে চান তাহলে On থেকে Off করে দিতে হবে।

বুঝতে কোথাও কোনো সমস্যা হলে নিচের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।

50% LikesVS
50% Dislikes

Robin Miah

আমি রবিন মিয়া, একজন সৌদি আরব প্রবাসী। আমার বাসা টাংগাইলের কালিহাতীতে। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন তথ্য নিজে জানার জন্য এবং আপনাদের জানানোর উদ্দেশ্যে এই ওয়েবসাইটটি তৈরি করেছি।

Related Articles

Back to top button

Discover more from প্রযুক্তি প্রিয়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading