Blogger ওয়েবসাইটে Admin ও Author যুক্ত করবেন যেভাবে।

আজকের করা টিউটোরিয়ালটি শুধু তাদের জন্য যাদের Blogger এ তৈরি ওয়েবসাইট রয়েছে এবং যারা জানেন না যে, কীভাবে ব্লগার ওয়েবসাইটে একাধিক এডমিন ও অথর যুক্ত করতে হয়।
ব্লগার সাইটে এডমিন ও অথর যুক্ত করা শেখার আগে চলুন এডমিন ও অথর এর কাজের ক্ষমতা সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নেওয়া যাক-
এডমিন ও অথর এর মধ্যে পার্থক্য কী? | What Is The Difference Between Admin And Author?
Admin (এডমিন):
শখের কিংবা অফিশিয়াল যাই বলেন না কেনো ব্লগ বা অন্য কোনো ওয়েবসাইটে কাজ করার পূর্ণ ক্ষমতা রাখেন এডমিন।
কেননা, এডমিনের কাছে ব্লগের সব ক্ষেত্রটাই তার আয়ত্ত্বে থাকে।
আর তার প্যানেলেই থেকে তিনি সব কিছুই নিমিষেই নিয়ন্ত্রণে রাখতে পারেন। একটি ব্লগ বা সাইটকে সাজানোর জন্য যা যা প্রয়োজন তা তিনি যুক্ত কিংবা বাতিল করারও অধিকার রাখেন।
তাছাড়া, পোস্ট করাসহ সাইটের কোথাও ত্রুটি পরিলক্ষিত হলে তা তিনি দ্রুত সামাধানের যোগ্যতা রাখেন। প্রয়োজন বিশেষ তিনি সাইট মেরামত কিংবা মুছে ফেলতে পারেন।
যা অন্যান্য প্যানেলরা পারেন না। তিনি চাইলে যে কাউকে সাইটে সংযুক্ত করে তাকেও এডমিন করতে পারেন। এক কথায় এডমিন মানে ‘কি/চাবি’।
Author (লেখক):
সহজ কথায় বলতে গেলে ব্লগ বা ওয়েবসাইটের প্রাণ হচ্ছে কনটেন্ট। আপনার ওয়েবসাইটের সেই প্রাণকে জীবিত রাখেন অথররা।
আপনি যদি কোনো ওয়েবসাইটের এডমিন হয়ে থাকেন, অনলাইনে লেখক বা মেম্বারদের যদি আপনার উক্ত ওয়েবসসাইটে লেখার সুযোগ করে দিতে চান তাহলে তাদের আপনি Author (লেখক) হিসেবে যুক্ত করতে পারেন।
তারা শুধু আপনার সাইটে পোস্ট করাসহ পোস্টের সাথে ছবি ও অন্যান্য কিছু সহজেই যুক্ত করার এক্সেস পাবে।
কিন্তু একজন এডমিন মূলত যে সকল কাজের সুযোগ পেয়ে থাকেন, তা Author (লেখক)-রা পাবেন না।
আর Author-রা চাইলেই ওয়েবসাইটের কোনো কিছু পরিবর্তন কিংবা মুছে ফেলার যোগ্যতা রাখেন না। বর্তমানে অনলাইনে তরুণ প্রজন্মরা বেশ লেখা-লেখিতে মনোনিবেশ করছে।
আপনি যদি কোনো সাইটের এডমিন হয়ে থাকেন কিংবা নিজস্ব কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে যে কাউকে Author হিসেবে যুক্ত করতে পারেন।
ব্লগার ওয়েবসাইটে একাধিক Author যুক্ত করবো কীভাবে? | How To Add Author On Blogger Website?
০১: প্রথমে www.blogger.com ওয়েবসাইটে গিয়ে আপনার একাউন্টটি লগিন করুন। তারপর Settings এ প্রবেশ করুন।
০২: সেটিং থেকে Invite More author লেখায় প্রবেশ করুন।
![]() |
ধাপ ১ ও ২ এর চিত্র। |
০৩: পরবর্তী পেজে যাকে নতুন অথর হিসেবে যুক্ত করতে চান তার Gmail অ্যাকাউন্টটি দিয়ে Send লেখায় ক্লিক করুন।
![]() |
ধাপ ৩ এর চিত্র। |
(আপনার কাজ শেষ , এখন আপনি যাকে অথর বানাতে চাচ্ছেন নিচের ৪ ও ৫ নং ধাপগুলো তাকে সম্পন্ন করতে হবে।)
০৪: এখন সেই জিমেইলের Inbox এ নিচের চিত্রের মত নতুন একটি মেইল চলে আসবে। মেইলটি খুলে “Accept invitation” এ ক্লিক করতে হবে।
০৫: পরবর্তী পেজে গিয়ে আবার “Accept Invitation” এ ক্লিক করার সাথে সাথে সে আপনার সাইটের Author হয়ে যাবে।
![]() |
ধাপ ৪ ও ৫ এর চিত্র। |
ব্লগার ওয়েবসাইটে একাধিক Admin যুক্ত করবো কীভাবে? | How To Add Admin On Blogger Website?
ব্লগার ওয়েবসাইটে কাউকে Admin বানাতে প্রথমে তাকে Author বানিয়ে নিতে হয়।
তাই কাউকে এডমিন বানাতে উপরের দেওয়া নির্দেশনাগুলো অনুসরণ করে প্রথমে অথর বানান। তারপর Blogger এ গিয়ে নিচে দেওয়া নির্দেশনাগুলো অনুসরণ করুন।
Go to- [Settings > Permissions > Blog Admins & Authors]
এখানে আপনার ওয়েবসাইটের সকল এডমিন ও অথরদের তালিকা দেখতে পাবেন। আপনি যে অথরকে এডমিন হিসেবে নিয়োগ করতে চান তার নামের পাশে দেখেন Author লেখা আছে।
আপনাকে যা করতে হবে তা হলো এই Author লেখাটিতে ক্লিক করতে হবে। তাহলে Author লেখার পাশাপাশি Admin লেখা অপশনও খোঁজে পাবেন।
সেখান থেকে Admin লেখা অপশনটি বাছাই করে Save করে দিতে হবে। তাহলেই সে Author থেকে Admin হয়ে যাবে। (নিচের চিত্রটি দেখুন)
![]() |
অথর থেকে এডমিন বানানোর নিয়ম। |
ধন্যবাদ।