টিউটোরিয়াল

bKash থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন যেভাবে।

একটা সময় আমি আমার বাড়ির বিদ্যুৎ বিল দিতে বড় ভাইয়ের সঙ্গে দূরের এক ব্যাংকে যেতাম। সেখানে দেখতাম অনেক লম্বা লাইন।

আর সেই লম্বা লাইনে দাঁড়িয়েই অনেক সময় অপেক্ষা করে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হতো।

এতে নষ্ট হতো অনেক সময় ও গাড়ি ভাড়ার টাকা আর সাথে তো কষ্ট আছেই। যা খুবই বিরক্তিকর!

তবে আজকের পোস্টে আমি আপনাদের জানাতে চলেছি, কিভাবে ঘরে বসে আপনার bKash অ্যাপ থেকে খুব সহজেই পল্লি বিদ্যুৎ (পোস্ট পেইড) বিল পরিশোধ করতে পারবেন।

এতে বেচে যাবে সময় ও গাড়ি ভাড়ার টাকা।

তবে তার আগে চলুন জেনে নেওয়া যাক, আপনার বাসার বিদ্যুৎ বিল মিটারটি পোস্ট পেইড না কি প্রিপেইড তা বুঝবেন কী করে?

পোস্ট পেইড (Post Paid) মিটারে সাধারণত আগে বিদ্যুৎ ব্যবহার করে তারপর বিল পরিশোধ করতে হয়।

অপর দিকে প্রিপেইড (Pre Paid) মিটারে আগে টাকা রিচার্জ করে, তার পরে বিদ্যুৎ ব্যবহার করতে হয়।

তবে আজকের পোস্টে আমি শুধু পোস্ট পেইড মিটারের বিল পরিশোধ করার নিয়ম নিয়ে আলোচনা করবো। চলুন শুরু করি:-

বিকাশ অ্যাপ থেকে পল্লি বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম।

বিকাশ অ্যাপ দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে আপনার ফোনের বিকাশ অ্যাপটি ওপেন করে নিচে দেওয়া নির্দেশনাগুলো অনুসরণ করুন:-

০১. প্রথমে Pay Bill অপশনটিতে প্রবেশ করুন।

ধাপ ১ এর চিত্র।

০২. এবার Electricity অপশনে প্রবেশ করুন।

দেখুন নিচে আরো কিছু নতুন অপশন চলে এসেছে। সেগুলোর মধ্য থেকে “Palli Bidyut (Postpaid)” অপশনটি বাছাই করুন।

ধাপ ২ এর চিত্র।

০৩. পরবর্তী পেজে আপনাকে যা যা করতে হবে-

ধাপ ৩ এর চিত্র।
☞ আরো পড়ুন:  কিভাবে ছবির এমবি কমানো যায়? | ছবি কিভাবে ছোট করা যায়?

Bil Period: এখানে আপনি যে মাসের বিলটি পরিশোধ করতে যাচ্ছেন সেই মাসের নাম বাছাই করুন। বিদ্যুৎ বিলের কাগজে দেখতে পাবেন বিলটি কোন মাসের।

Inter Sms Account Number:  এই অপশনটিতে SMS একাউন্ট নাম্বার দিতে হবে। এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটিও বিলের কাগজে লেখা থাকবে। আপনাকে শুধু তা দেখে দেখে লিখে দিতে হবে।

বিলের কাগজে SMS একাউন্ট নাম্বার।

Proceed To Pay: বিলের মাসের নাম বাছাই এবং এসএমএস একাউন্ট নাম্বার লিখে দেওয়ার পর Procced To Pay লেখায় ক্লিক করতে হবে।

০৪. পরবর্তী পেজে আপনার বিলটির বিস্তারিত দেখানো হবে। সাথে টাকার পরিমাণটাও জানতে পারবেন।

টাকার পরিমাণ দেখে খুব সহজেই বুঝতে পারবেন যে, আপনার দেওয়া তথ্যগুলো বিলের কাগজের সাথে মিল আছে কিনা। সবকিছু ঠিক থাকলে Tab To Continue লেখায় ক্লিক করুন।

০৫. পরবর্তী পেজে আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বারটি দিয়ে তীর চিহ্নে ক্লিক করুন। তবে তার আগে অবশ্যই টাকার পরিমাণ সাথে চার্জের দিকে লক্ষ্য রাখবেন।

০৬. সর্বশেষ, Tab And Hold To Pay Bill লেখাটিতে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখুন।

ধাপ ৬ এর চিত্র।

দেখুন এবার আপনার বিলটি পরিশোধ হয়ে গেছে! (আপনাকে মেসেজ দিয়েও তা জানিয়ে দেওয়া হবে) আপনি চাইলে বিল পরিশোধের Receipt টি ডাউনলোড করে রেখতে পারবেন।

ধন্যবাদ।

[খোজা হতে পারে:- বিকাশ এপে বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম, বিকাশে বিদ্যুৎ বিল, বিকাশে কিভাবে কারেন্ট বিল দিব, এপ দিয়ে কারেন্ট বিল, বিকাশে বিল।]

50% LikesVS
50% Dislikes

Robin Miah

আমি রবিন মিয়া, একজন সৌদি আরব প্রবাসী। আমার বাসা টাংগাইলের কালিহাতীতে। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন তথ্য নিজে জানার জন্য এবং আপনাদের জানানোর উদ্দেশ্যে এই ওয়েবসাইটটি তৈরি করেছি।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!