ফেসবুক টিপস

ফেসবুক প্রফাইল বায়োতে অডিও গান সেট করবেন যেভাবে।

ফেসবুক প্রফাইলে গান যোগ করার নিয়ম- আপনি হয়তো লক্ষ করেছেন কারো কারো ফেসবুক প্রফাইল বায়োতে অডিও গান যোগ করা থাকে।

ফেসবুকের প্রফাইল বায়োতে অডিও গান যোগ করার ফিচারটি একেবারেই নতুন। অনেকেই হয়তো ভালো ভাবে সেটা জানেও না।

তবে ফেসবুকের যেকোনো নতুন ফিচার সবার আগে ব্যবহার করার মজাই আলাদা।

তাছাড়া আপনি যদি আপনার প্রফাইলে আপনার পছন্দের গান যোগ করেন তাহলে যেকোনো ফেসবুক ব্যবহারকারীই আপনার প্রফাইলে প্রবেশ করলে তা দেখতে পাবে এবং বাজিয়ে শুনতে পারবে।

যা আপনার ফেসবুক প্রফাইলটিকে আর দশটি প্রফাইল থেকে আলাদা লুক দিবে।

তাই আপনি যদি জানতে চান, ফেসবুক প্রফাইলে গান যোগ করে কীভাবে। তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য।

কারণ আজকের এই পোস্টে ফেসবুক প্রফাইলে গান এড করার নিয়ম সহজ ভাবে উপস্থাপন করবো।

ফেসবুক প্রফাইল বায়োতে গান যোগ করার নিয়ম।

ধাপ-১: সবার প্রথমে আপনার ফোনে থাকা Facebook অ্যাপ্লিকেশনটি খুলুন।

(তবে আগেই বলে রাখি, ফেসবুক লাইট অ্যাপ দিয়ে কাজ হবে না।)

এরপর আপনার প্রফাইলে প্রবেশ করুন। ফেসবুক প্রফাইলে প্রবেশ করার পর আপনার নামের নিচের দিকে একটি ত্রি ডট (…) অপশন দেখতে পাবেন, তাতে ক্লিক করুন। (যেমনটি নিচের চিত্রে দেখতে পাচ্ছেন।)

ফেসবুক প্রফাইলে গান যোগ করার নিয়ম
ধাপ-২: ত্রি ডট অপশনে ক্লিক করলে আরো বেশ কিছু অপশন দেখতে পাবেন। সেগুলোর মধ্য থেকে Search Profile লেখা অপশনটিতে প্রবেশ করুন।

ফেসবুক প্রফাইলে গান যোগ করার নিয়ম
ধাপ-৩: এবার Music লেখায় ক্লিক করুন।

ফেসবুক প্রফাইলে গান যোগ করার নিয়ম
ধাপ-৪: এরপর ডান পাশের যোগ চিহ্নে (+) ক্লিক করুন।

ফেসবুক প্রফাইলে গান যোগ করার নিয়ম
ধাপ-৫: যোগ (+) চিহ্নে ক্লিক করলে যে পেইজটি ওপেন হবে সেখানে কিছু গান দেখতে পাবেন। এবং উপরে একটি সার্চ অপশনও দেখতে পাবেন।

ফেসবুক প্রফাইলে গান যোগ করার নিয়ম

আপনি চাইলে আপনার পছন্দের কোনো গানের নাম লিখে খোঁজ করতে পারবেন। পছন্দের গানটি বাছাই হয়ে গেলে তাতে ক্লিক করুন। তাহলে আপনার গানটি তালিকায় যুক্ত হবে।

☞ আরো পড়ুন:  ম্যাসেঞ্জারে কাউকে Restrict করবেন যেভাবে।

এভাবে এক বা একাধিক গান যুক্ত করতে পারবেন। আপনার পছন্দের গান বাছাই হয়ে গেলে ব্যাক হয়ে পূর্ববর্তী পেইজে চলে আসুন সেখানে আপনার বাছাই করা গানগুলো দেখতে পাবেন।

ধাপ-৬: আপনার বাছাই করা গানটির ডান পাশের ত্রি ডট (…) অপশনে ক্লিক করুন।

ফেসবুক প্রফাইলে গান যোগ করার নিয়ম
ধাপ-৭: এবং Pin to profile লেখায় ক্লিক করুন।

ফেসবুক প্রফাইলে গান যোগ করার নিয়ম
আপনার কাজ শেষ। এবার আপনার প্রফাইলে ঢুলে দেখুন সেখানে আপনার বাছাই করা গানটি দেখাচ্ছে।

কীভাবে ফেসবুক প্রফাইলে গান এড করে তা আশা করি ভালো ভাবেই বুঝতে পেরেছেন।

50% LikesVS
50% Dislikes

Robin Miah

আমি রবিন মিয়া, একজন সৌদি আরব প্রবাসী। আমার বাসা টাংগাইলের কালিহাতীতে। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন তথ্য নিজে জানার জন্য এবং আপনাদের জানানোর উদ্দেশ্যে এই ওয়েবসাইটটি তৈরি করেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!