ফেসবুক টিপস

ফেসবুক প্রফাইলের ইউজার নেইম পরিবর্তন করার নিয়ম।

ফেসবুক ইউজার নেইম কী? (What Is Facebook Username?)

ফেসবুক ইউজার নেইম কী তা জানার আগে আপনাকে জানতে হবে ইউজার নেইম (Username) কী।

ইউজার নেইম হচ্ছে একটি বিশেষ নাম যা প্রতিটি ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা করে সনাক্ত করে।

অনলাইন দুনিয়ায় যেকোনো অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে একটি ইউনিক ইউজার নেইম দেওয়া হয়। সেটা হোক ফেসবুক, টিকটক, ইন্সটাগ্রাম, জিমেইল কিংবা টুইটার।

এমনকি আমাদের প্রযুক্তি প্রিয় ডট কম ওয়েবসাইটের নিবন্ধনকৃত লেখকদেরও ইউজার নেইম রয়েছে। প্রতিটি ইউজার নেইম ইউনিক হয়।

অর্থাৎ একটি ইউজার নেইম কেবলমাত্র একজন ব্যবহারকারীকেই দেওয়া হয়। ফেসবুক ইউজার নেইম হচ্ছে ফেসবুক পেইজ বা প্রোফাইলের ঠিকানা।

একটি কাস্টম ইউজার নেইম তৈরি করার ফলে আপনি বেশ কিছু অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন।

একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় যে প্রাথমিক ইউজার নেইম দেওয়া হয় তাতে সেসব সুযোগ সুবিধা পাবেন না। তবে আপনি চাইলে তা পরিবর্তন করে নিতে পারেন।

ফেসবুকের কাস্টম ইউজার নেইম এর কিছু সুবিধাসমূহ:-

০১. ফেসবুক ইউজার নেইম হচ্ছে প্রোফাইল বা পেইজের ওয়েব ঠিকানা।

যেমন, আমার ফেসবুক প্রফাইলের ঠিকানা হচ্ছে Facebook.com/m.robin.bd বা m.me/m.robin.bd।

এখানে আমার ইউজার নেইম হচ্ছে m.robin.bd।

০২. ফেসবুক থেকে প্রাথমিক ভাবে যে প্রফাইল লিংক দেওয়া থাকে তা অনেক বড় হয়ে থাকে, যা আপনি অন্যকে বলতেও পারবেন না।

আর ফেসবুকের ইউজার নেইম পরিবর্তন করার মাধ্যমে তা খুব ছোট এবং আপনার পছন্দ অনুযায়ী দিতে পারবেন।

০৩. আপনার ফেসবুক প্রোফাইলে কাস্টম লিঙ্ক তৈরি করে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন এবং অন্যান্য ওয়েবসাইটেও পোস্ট করতে পারবেন৷

০৪. ফেসবুক ইউজার নেইম দ্বারা আপনারা ফেসবুক আইডি যেকেউ খুব সহজেই খোঁজে পাবে৷

☞ আরো পড়ুন:  ফেসবুকে লাইক কমেন্ট বেশি পাওয়ার উপায় ২০২৪।

০৫. ফেসবুক ইউজার নেইম হিসেবে সহজ ও ছোট শব্দ ব্যবহার করলে উক্ত আইডির লিংকও মনে রাখা অনেক সহজ হয়।

০৬. আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগিন করার জন্য সাধারণত ফোন নাম্বার বা মেইল ঠিকানা ব্যবহার করে থাকি।

তবে আপনি চাইলে আপনার ফোন নাম্বার বা মেইল ঠিকানার পরিবর্তে ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়েও লগিন করতে পারবেন।

০৭. যদি কখনো এমন হয় যে, আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড মনে আছে, কিন্তু ঐ ফেসবুক আইডি কোন ফোন নাম্বার দিয়ে খুলেছেন তা ভুলে গেছেন আপনি, আর তাই হয়তো লগিন করতে পারছেন না।

সেক্ষেত্রে আপনি আপনার আইডির ইউজার নেইম দিয়েও লগিন করতে পারবেন।

উপরিউক্ত সুবিধাগুলো ছাড়াও ফেসবুক কাস্টম ইউজার নেইম এর আরো বেশ কিছু সুবিধা রয়েছে।

ফেসবুক প্রফাইলের Username পরিবর্তন করার নিয়ম।

চলুন ম্যাসেঞ্জার অ্যাপের মাধ্যমে ফেসবুক ইউজার নেইম পরিবর্তন করার নিয়ম জেনে নিই।

আপনি চাইলে আপনার স্মার্টফোনে থাকা মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে আপনার ফেসবুক প্রফাইলের ইউজার নেইম চ্যাঞ্জ করে নিতে পারেন খুব সহজেই।

আর এর জন্য আপনার মাত্র এক মিনিটেরও কম সময় ব্যয় করতে হবে। ম্যাসেঞ্জার অ্যাপের মাধ্যমে কীভাবে ফেসবুক প্রফাইলের ইউজার নেইম পরিবর্তন করতে হয় তা ধাপে ধাপে শিখে নেওয়া যাক।

ধাপ-১: প্রথমে আপনার ফোনে থাকা মেসেঞ্জার (Messenger) অ্যাপে প্রবেশ করুন।

মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করার পর সবার উপরে বাম পাশে Chats লেখার সাথে আপনার ফেসবুক প্রফাইলে থাকা ছবি দেখতে পাবেন। (যেমনটি নিচের চিত্রে দেখতে পাচ্ছেন।)

ফেসবুক নেম পরিবর্তন।

এখান থেকে আপনার ফেসবুক প্রফাইলে দেওয়া ঐ ছবিতে ক্লিক করুন।

ধাপ-২: মেসেঞ্জার অ্যাপ থেকে উপরে থাকা প্রফাইল ছবিতে ক্লিক করলে আরো বেশ কিছু অপশন দেখতে পাবেন। সেসব অপশনগুলোর মধ্যে থেকে Username লেখা অপশনে ক্লিক করুন।

ফেসবুক নেম পরিবর্তন।

ধাপ-৩: Username লেখা অপশনে ক্লিক করলে Edit username এবং Copy link লেখা দু’টি অপশন দেখতে পাবেন। ইউজার নেইম এডিট করতে Edit username লেখায় ক্লিক করুন।

☞ আরো পড়ুন:  ভ্লগিং কী? নতুনরা কীভাবে ভ্লগ ভিডিও তৈরি করে সফলতা অর্জন করবে?

ফেসবুক নেম পরিবর্তন করার নিয়ম।

ধাপ-৪: এবার আপনার কাংখিত নতুন একটি ইউজার নেইম লিখুন এবং উপরের ডান পাশের Save বাটনে ক্লিক করুন।

ফেসবুক নেম পরিবর্তন করার নিয়ম।

তবে মনে রাখবেন ইউজার নেইম সব সময় ইউনিক হয়। তাই আপনি যদি এমন ইউজার নেইম লিখুন যা পূর্বে থেকেই কারো না কারো প্রফাইলে যোগ করা আছে তাহলে সে ইউজার নেইম আপনার প্রফাইলের জন্য সেট করতে পারবেন না।

তবে আপনি চাইলে আপনার নামের সাথে যেকোনো শব্দ বা সংখ্যা যোগ করে খুব সহজেই একটি ইউনিক ফেসবুক ইউজার নেইম তৈরি করে ফেলতে পারেন।

যেমন ধরুন, আপনার নাম রবিন। তাহলে আপনার ইউজার নেইম শুধু Robin না লিখে Robin.BD, Robin99, ItsRobin ইত্যাদি লিখে চেষ্টা করতে পারেন। ধন্যবাদ।

50% LikesVS
50% Dislikes

Robin Miah

আমি রবিন মিয়া, একজন সৌদি আরব প্রবাসী। আমার বাসা টাংগাইলের কালিহাতীতে। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন তথ্য নিজে জানার জন্য এবং আপনাদের জানানোর উদ্দেশ্যে এই ওয়েবসাইটটি তৈরি করেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!