ফেসবুক টিপস

ফেসবুকের @Everyone নোটিফিকেশন বন্ধ করার উপায়।

ফেসবুকে বিরুক্তিকর @Everyone নোটিফিকেশন বন্ধ করার উপায়।

যদি আপনি এই বিষয়ে জানতে চান তাহলে সম্পূর্ণ আর্টিকেল পড়ে নিন এবং স্ক্রিনশট ভালোভাবে দেখে নিন।

আমাদের বাংলাদেশে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়ার নাম ফেসবুক। যাতে আমাদের সবারই একটি অ্যাকাউন্ট রয়েছে।

আমরা আমাদের প্রয়োজনে কিংবা অবসর সময় কাটানোর জন্য ফেসবুক ব্যবহার করে থাকি। তবে ফেসবুক ব্যবহার করতে প্রায়ই আমাদের বিভিন্ন বিরক্তিকর নোটিফিকেশনের সম্মুখীন হতে হয়।

যেমন অনেক সময় দেখা যায় ফেসবুক ব্যবহার করার সময় হঠাৎ করে আমাদেরকে যেকেউ মেনশন দিয়ে দিচ্ছে। তাদের বেশিরভাগকেই হয়তো আমরা চিনিও না।

আর যেসব পোস্টে আমাদের মেনসন করা হচ্ছে সেসবের সাথে আমাদের কোনো সম্পর্কও নেই।

বিশেষ করে বিভিন্ন গ্রুপ থেকে আসা @everyone মেনসনের নোটিফিকেশন।

আপনি চাইলে খুব সহজেই এসব বিরুক্তিকর মেনসন নোটিফিকেশন বন্ধ করে ফেলতে পারেন।

ফেসবুক @Everyone নোটিফিকেশন বন্ধ করার নিয়ম।

ধাপ-০১: প্রথমে আপনার Facebook অ্যাপটি খুলুন।

এরপর একদম উপরের মেনু বারের ডান পাশে আপনার ফেসবুক প্রফাইল ছবির সাথে তিনটি রেখাযুক্ত একটি অপশন দেখতে পাবেন তাতে ক্লিক করুন।

মোবাইল দিয়ে ফেসবুক আইডি ডিলিট করার নতুন নিয়ম জেনে নিন।

এরপর নিচের দিকে থাকা Settings & Privacy থেকে Settings অপশনে প্রবেশ করুন।

ধাপ-০২: এরপর Profile Settings থেকে Notification Settings অপশনে প্রবেশ করুন।

ধাপ-০৩: Notification Settings এর ভেতর আরও কিছু অপশন দেখতে পাবেন। সেখান থেকে আপনাকে Tags লেখা অপশনে প্রবেশ করতে হবে।

ধাপ-০৩: এখন Get notification when you’re tagged by: লেখার নিচে Anyone, Friends Of Friends এবং Friends লেখা তিনটি অপশন দেখতে পাবেন।

আপনাকে এখানে যা করতে হবে তা হলো Friends লেখা অপশনটিতে বাছাই করে দিতে হবে।

তাহলে আপনার বন্ধুরা ছাড়া অন্য কেউ ম্যানশন করলে আপনি সেই নোটিফিকেশন পাবেন না।

☞ আরো পড়ুন:  ফেসবুক প্রফাইলের ইউজার নেইম পরিবর্তন করার নিয়ম।

এবার ফেসবুক অ্যাকাউন্ট থেকে @Everyone মেনসন নোটিফিকেশন আসা বন্ধ করতে আরেকটু নিচের দিকে যান, দেখুন লেখা আছে Batch @everyone mentions।

আপনাকে এই অপশনটি On থেকে OFF করে দিতে হবে।

তাহলে @everyone করে যখন গ্রুপের সকলকেই মেনসন করা হবে তখন আপনাকে কোনো নোটিফিকেশন দিয়ে জানানো হবে না।

বিষয়টি আরও ভালোভাবে বুঝতে নিচের ছবিটি লক্ষ্য করুন।

বি:দ্র: অনেক সময় বিভিন্ন ফেসবুক গ্রুপের এডমিনরা গুরুত্বপূর্ণ পোস্টে @everyone লিখে মেনশন করে
থাকে।

ফেসবুকের @everyone মেনশন
নোটিফিকেশন বন্ধ করলে গুরুত্বপূর্ণ সেই নোটিফিকেশন আপনি পাবেন না। ধন্যবাদ।

50% LikesVS
50% Dislikes

Robin Miah

আমি রবিন মিয়া, একজন সৌদি আরব প্রবাসী। আমার বাসা টাংগাইলের কালিহাতীতে। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন তথ্য নিজে জানার জন্য এবং আপনাদের জানানোর উদ্দেশ্যে এই ওয়েবসাইটটি তৈরি করেছি।

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!