মোবাইলে লোকেশন শেয়ার করার নিয়ম।

মোবাইলে লোকেশন শেয়ার করার নিয়ম- প্রিয় পাঠক, প্রযুক্তি প্রিয় ডট কম ওয়েবসাইটের আরেকটি নতুন টিউটোরিয়ালে আপনাকে স্বাগত।
আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি জানতে চলেছেন হোয়াটসঅ্যাপে কীভাবে লোকেশন শেয়ার করতে হয়।
আপনি যদি হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ্লিকেশন ব্যবহার নাও করেন তাহলেও টিউটোরিয়ালটি পড়া চালিয়ে যান।
কারণ, এই টিউটোরিয়ালটি থেকে হোয়াটসঅ্যাপ ছাড়াও ইমেইল, ইমো, ফেসবুক মেসেঞ্জার, টেলিগ্রাম সহ ইত্যাদি মাধ্যমে লোকেশন শেয়ার করার নিয়ম জানতে পারবে।
প্রিয় পাঠক, ধরুন, আপনার কাছে কেউ আসতে চাচ্ছে কিন্তু আপনি কোথায় আছেন সে তা চেনে না।
এখন আপনি যদি তার মোবাইলে লাইভ লোকেশন শেয়ার করেন, তাহলে সে সহজেই আপনার অবস্থান জানতে পারবে এবং আপনার কাছে আসতে পারবে।
এর জন্য তাকে কোনো প্রকার ভোগান্তির শিকার হতে হবে না। আবার ধরুন, আপনি কোনো অচেনা জায়গায় চলে গেলেন।
এখন আপনি যদি আপনার কোনো পরিচিত কাউকে আপনার অবস্থান জানাতে চান তাহলে গুগল ম্যাপের লোকেশন শেয়ার করাই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করি।
কারণ যাই হোক না কেন, এন্ড্রয়েড মোবাইলে লোকেশন শেয়ার করার নিয়ম জানা থাকলে দুঃসময়ে কাজে লাগতেই পারে।
তাই আর দেরি না করে চলুন গুগল ম্যাপে কীভাবে লোকেশন শেয়ার করতে হয় তা চিত্র সহ জেনে নেওয়া যাক।
ইমো, হোয়াটসঅ্যাপে লোকেশন শেয়ার করবো কীভাবে?
০১. প্রথমে আপনার ফোনের Location চালু করে নিন।

০২. এবার আপনার ফোনে থাকা Maps অ্যাপ্লিকেশনটি খুলুন।

০৩. গুগল Maps অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পর সবার উপরে নিচের চিত্রের মার্ক করা অপশনটির মতো দেখতে পাবেন তাতে ক্লিক করুন।

০৪. এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন দেখতে পাবেন, সেখান থেকে Location Sharing লেখা অপশনে ক্লিক করুন।

০৫. এরপর Share Location লেখায় ক্লিক করুন।

০৬. Share Location লেখায় ক্লিক করলে নিচের চিত্রের মতো দেখতে পাবেন। (চিত্রে মার্ক করা দুটি অপশন ভালো ভাবে লক্ষ্য করুন)

এখন ‘+‘ ও ‘–‘ এ ক্লিক করে সময় নির্ধারণ করে দিন। অর্থাৎ কত ঘন্টার জন্য আপনার লোকেশনটি শেয়ার করতে চাচ্ছেন তা সেট করে দিতে হবে।
এবং আপনি যে মাধ্যমে আপনার লোকেশনের লিংক টি পাঠাতে চাচ্ছেন তাতে ক্লিক করতে হবে।
তা হতে পারে ইমেইল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম কিংবা অন্য কোনো মাধ্যম। এরপর আপনি যাকে আপনার অবস্থান জানাতে চাচ্ছেন তাকে ঐ লোকেশনের লিংকটি Send দিন।
আপনি যাকে আপনার লোকেশন এর লিংক শেয়ার করবেন সে ঐ লিংকটিতে ক্লিক করলেই Maps অ্যাপ্লিকেশন খুলে যাবে এবং আপনার অবস্থান সে জানতে পারবে।
আশা করি, বিষয়টি ভালো ভাবে বুঝতে পেরেছেন।