টিউটোরিয়াল

যেকোনো ওয়েবপেইজকে পিডিএফ ফাইলে রুপান্তর করুন মাত্র ১ মিনিটে।

যেকোনো ওয়েবপেইজকে PDF (Portable Document Format) ফাইলে কনভার্ট করার সহজ উপায়।

আমরা প্রতিদিন অনেক ওয়েবসাইট ব্রাউজ করি। তবে কখনো কখনো কিছু ওয়েবসাইটের নির্দিষ্ট কোনো গুরুত্বপূর্ণ ওয়েবপেইজ অফলাইন তৈরি করে রাখা বা লোকাল সিস্টেমে সেভ করে রাখার প্রয়োজন পরে।

যাতে পরবর্তীতে উক্ত ওয়েবপেইজটি ওপেন করতে কোনো ইন্টারনেট সংযোগের প্রয়োজন না হয়।

আপনি চাইলে আপনার কম্পিউটার বা মোবাইল দিয়ে যেকোনো ওয়েবপেজকে পিডিএফ ফাইলে রুপান্তর করার মাধ্যমে সেভ করে রাখতে পারেন।

হতে পারে আপনি কোনো বড় কোনো নিউজ বা আর্টিকেল পড়তে চাচ্ছেন কিন্তু আপনার কাছে এখন সময় নেই।

অথবা কোনো ওয়েবপেইজের কোনো তথ্য সংরক্ষণে রাখার প্রয়োজন পরলো অথচ পরবর্তীতে উক্ত ওয়েবপেজের লিংক আপনার মনে নাও থাকতে পারে।

তাই উক্ত পেজটি পিডিএফ ফাইলে কনভার্ট করে সেভ করে রাখাই বুদ্ধিমানের কাজ।

আশা করি, ছাত্র-ছাত্রীসহ সব ধরনের ইন্টারনেট ব্যবহারকারীই আজকে এই পোস্টটি থেকে উপকৃত হবেন।

কারণ আজকের এই পোষ্টে আমি আপনাদের শেখাতে চলেছি কীভাবে খুব সহজেই যেকোনো ওয়েবপেইজেকে PDF ফাইলে পরিণত করে কম্পিউটার বা মোবাইলে সেভ করে রাখতে পারবেন।

তাও আবার কোনো প্রকার সফটওয়্যার ডাউনলোড করা ছাড়াই। ওয়েবপেজকে PDF ফাইলে রুপান্তর করার জন্য অনলাইনে অনেক টুলস বা ওয়েবসাইট রয়েছে।

তবে এসব টুলস বা ওয়েবসাইটগুলোর মধ্য থেকে ভালো একটি টুলস বা ওয়েবসাইট খুজে পাওয়া দুষ্কর।

তাই আজকে আমি আপনাদেরকে একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব।

সেই ওয়েবসাইটটির সাহায্যে অল্প সময়ে ও খুব সহজেই যেকোনো ওয়েবপেজকে পিডিএফ ফাইল বানিয়ে নিতে পারেন। চলুন শুরু করি-

মাত্র ১ মিনিটে যেকোনো ওয়েব পেজেকে PDF ফাইলে রুপান্তর করুন অনলাইনে!

০১: প্রথমে আপনার কম্পিউটার বা মোবাইলের যেকোনো ব্রাউজার দিয়ে Screenshot Machine ওয়েবসাইটে প্রবেশ করুন।

☞ আরো পড়ুন:  আপনার ছবিকে চমৎকার 3D লুক দিন। | 3D Drop Shadow Effect.

০২: ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর ‘WEB SCREENSHOT’ ও ‘PDF’ নামে দুটি অপশন দেখতে পাবেন।

সেখান থেকে ‘PDF’ লেখায় ক্লিক করুন। (নিচের চিত্রটি লক্ষ করুন।)

ওয়েবপেইজকে পিডিএফ ফাইলে রুপান্তর করার উপায়।
ওয়েবপেইজকে পিডিএফ ফাইলে রুপান্তর করার উপায়।

০৩: ‘Type webpage URL here.’ লেখা ঘরে আপনি যে ওয়েবপেজকে PDF ফাইলে রুপান্তর করতে চাচ্ছেন সেই ওয়েবপেইজের লিংক বসিয়ে দিন।

আমি সেখানে আমার প্রযুক্তি প্রিয় ডট কম ওয়েবসাইটের লিংকটি বসিয়ে দিয়েছি।

পিডিএফ ফাইলটি আপনি চাইলে ‘Portrait’ অথবা ‘Landscape’ ভিউয়ে তৈরি করতে পারবেন।

০৪: তারপর ‘Convert To PDF’ লেখায় ক্লিক করলে ওয়েবপেজটি কয়েক সেকেন্ডের মধ্যেই পিডিএফ ফাইলে রুপান্তর হয়ে যাবে।

০৫: পিডিএফ ফাইলটি তৈরি হওয়ার পর ‘Download PDF’ লেখায় ক্লিক করে ডাউনলোড করে নিন। নিচের চিত্রের মতো।

ওয়েবপেইজকে পিডিএফ ফাইলে রুপান্তর করার উপায়।
ওয়েবপেইজকে পিডিএফ ফাইলে রুপান্তর করার উপায়।


ধন্যবাদ।

50% LikesVS
50% Dislikes

Robin Miah

আমি রবিন মিয়া, একজন সৌদি আরব প্রবাসী। আমার বাসা টাংগাইলের কালিহাতীতে। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন তথ্য নিজে জানার জন্য এবং আপনাদের জানানোর উদ্দেশ্যে এই ওয়েবসাইটটি তৈরি করেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!