প্রবাসী সমাচার

মোবাইল দিয়ে সৌদি থেকে সৌদি টাকা পাঠান বিনাখরচে।

how to send money to stc pay account- সৌদি আরব থেকে সৌদি আরব অথবা সৌদি আরব থেকে বিশ্বের যেকোনো দেশে মানি ট্রান্সফার করার একটি সহজ মাধ্যম হচ্ছে Stc Pay মোবাইল অ্যাপ

Stc Pay দিয়ে ঘরে বসেই বিভিন্ন দেশে মানি সেন্ড করা যায়। Stc Pay এর আরো একটি বিশেষ সুবিধা হচ্ছে ইকামার মেয়াদ না থাকলেও টাকা পাঠানো যায়।

আজকের পোস্টে আমি আপনাদেরকে জানাতে চলেছি কীভাবে খুব সহজেই বিনাখরচে Stc Pay থেকে অন্য একটি Stc Pay তে সৌদি রিয়াল সেন্ড করতে পারবেন।

এর জন্য দুটি পদ্ধতি রয়েছে। তবে যে পদ্ধতিটি সর্বক্ষেত্রে কার্যকর সেটিই আমি আপনাদেরকে দেখাবো।

Stc Pay থেকে Stc Pay তে বিনাখরচে সেন্ড মানি করবেন যেভাবে। (How To Send Money From Stc Pay To Stc Pay)

ধাপ-০১ঃ ধরুন, আপনি আপনার কোনো বন্ধু বা সহকর্মীর নাম্বারে সৌদি রিয়াল পাঠাতে চাচ্ছেন, তাহলে তার Stc Pay একাউন্টটি যে নাম্বার দিয়ে খোলা সেই নাম্বারটি আপনার ফোনে সেভ করে নিন।

আগে থেকেই সেভ করা থাকলে আর নতুন করে করতে হবেনা।

ধাপ-০২ঃ এবার আপনার Stc Pay মোবাইল অ্যাপ্লিকেশনটি লগিন করুন।

ধাপ-০৩ঃ অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পর Services লেখার নিচে ‘Transfer Money To Contacts‘ লেখা একটি অপশন দেখতে পাবেন তাতে প্রবেশ করুন।

ধাপ-০৪ঃ এখন আপনার কন্টাক্ট লিষ্টের যারা যারা Stc Pay অ্যাপ ব্যবহার করে তাদের নামের তালিকা দেখতে পাবেন।

যদি তারা প্রফাইলে ছবি সেট করে রাখে তাহলে নাম ও নাম্বারের সাথে ছবিও দেখতে পাবেন।

সেগুলোর মধ্য থেকে আপনি আপনার যে বন্ধু বা সহকর্মীকে রিয়াল পাঠাতে চাচ্ছেন তার নামের উপর ক্লিক করুন।

☞ আরো পড়ুন:  বিভিন্ন দেশের আজকের টাকার রেট চেক করুন Imo অ্যাপ থেকে।

ধাপ-০৫ঃ

ক. এবার আপনি কত রিয়াল পাঠাতে চান তা Amount এর ঘরে লিখে দিন।

খ. Purpose Of Transfer এর ঘরে “Gift” অথবা “Transfer To Family Or Friends” বাছাই করে দিতে পারেন।

গ. এরপর Continue করে দিন।

ধাপ-৬ঃ Continue করার পর কার্ডের ছবি আসবে তাতে ক্লিক করে দিন।

ধাপ-০৭ঃ পরবর্তী পেজে আপনাকে বিস্তারিত জানানো হবে। তথ্যগুলো চেক করে Continue করে দিলেই আপনার রিয়াল তার একাউন্টে চলে যাবে।

[সংক্ষিপ্ত নির্দেশনাঃ Transfer Money To Contacts > আপনার কাংক্ষিত নাম্বারটি বাছাই করুন > কত রিয়াল পাঠাতে চান তা লিখুন > Continue > Card এর ছবিতে ক্লিক করুন > Continue]

ধন্যবাদ।

50% LikesVS
50% Dislikes

Robin Miah

আমি রবিন মিয়া, একজন সৌদি আরব প্রবাসী। আমার বাসা টাংগাইলের কালিহাতীতে। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন তথ্য নিজে জানার জন্য এবং আপনাদের জানানোর উদ্দেশ্যে এই ওয়েবসাইটটি তৈরি করেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!