এন্ড্রয়েড মোবাইল থেকে জিমেইল আইডি রিমুভ করার নিয়ম।

আমরা আমাদের ফোনে প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন জিমেইল অ্যাকাউন্ট লগিন করে রাখি। যেমন: Google, Gmail, Youtube, Play Store সহ গুগলের যেকোনো অ্যাপে যে জিমেইল অ্যাকাউন্ট লগিন করা হয় সেটা আমাদের ফোনে সেভ হয়ে থাকে।
একটা সময় এসে দেখা যায় আমাদের ফোনে ব্যবহৃত এবং অব্যবহৃত বেশ কিছু জিমেইল অ্যাকাউন্ট লগিন অবস্থায় রয়েছে। যেগুলোর বেশিরভাগই হয়তো আমাদের এখন প্রয়োজন নেই।
আপনার সাথেও কি এমন হয়? আর সেগুলো লগ আউট করার কোনো অপশনও হয়তো খোজে পাচ্ছেন না কিংবা আপনি হয়তো জানেন না যে, এন্ড্রয়েড মোবাইল থেকে কীভাবে জিমেইল অ্যাকাউন্ট লগ আউট করতে হয়।
আজকের এই টিউটোরিয়ালটিতে আমি রবিন মিয়া আপনাদেরকে দেখাতে চলেছি কীভাবে এন্ড্রয়েড ফোন থেকে জিমেইল আইডি লগ আউট করতে হয়। টিউটোরিয়ালটি খুবই ছোট তবে যারা বিষয়টি জানেন না তাদের অনেক উপকারে আসবে।
মোবাইল থেকে জিমেইল আইডি লগ আউট করার নিয়ম।
০১. প্রথমে আপনার ফোনের Settings-এ চলে যান।
০২. সেটিংসে প্রবেশ করে নিচের দিকে স্ক্রল করে Accounts লেখা অপশন খোজে বের করে তাতে ক্লিক করুন।
০৩. এরপর Google লেখা অপশনে প্রবেশ করুন।
০৪. সেখানে গেলে আপনি আপনার ফোনে লগিন থাকা সকল জিমেইল ঠিকানা দেখতে পাবেন। এখান থেকে আপনি যে জিমেইল আইডি লগ আউট করতে চাচ্ছেন সেটিতে ক্লিক করুন।
০৫. আপনি যে জিমেইল আইডি লগ আউট করতে চাচ্ছেন সেটিতে ক্লিক করলে Sync Now এবং Remove নামে দুটি অপশন দেখতে পাবেন।
এখান থেকে আপনি Remove অপশনে ক্লিক করে দিবেন। তাহলে পুরো ডিভাইস থেকেই উক্ত জিমেইল অ্যাকাউন্ট রিমুভ হয়ে যাবে। তবে আপনি চাইলে পরবর্তীতে যেকোনো সময় জিমেইল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় আবার লগিন করতে পারবেন।