হোয়াটসঅ্যাপের এর মেসেজ পড়ুন মেসেজ আনসিন রেখেই।
প্রযুক্তি প্রিয়‘র আরেকটি নতুন আর্টিকেলে আপনাকে স্বাগতম। আজকের এই আর্টিকেল থেকে আমরা হোয়াটসঅ্যাপের ছোট একটি সেটিং নিয়ে আলোচনা করবো।
তা হলো হোয়াটসঅ্যাপে কীভাবে অন্যের পাঠানো মেসেজ পড়বেন যাতে যে মেসেজটি পাঠিয়েছে সে কোনো ভাবেই বুঝতে না পারে যে, আপনি তার পাঠানো মেসেজ পড়েছেন বা দেখেছেন।
হোয়াটসঅ্যাপ হচ্ছে অনেক জনপ্রিয় একটি মেসেজিং অ্যাপ্লিকেশন। যা আমরা কম-বেশি সবাই ব্যবহার করি।
হোয়াটসঅ্যাপে যখন কেউ কাউকে বার্তা পাঠাতে যায় সেই বার্তা সেন্ড হলো কিনা অর্থাৎ বার্তা প্রাপকের নিকট পৌছালো কিনা তা বুঝা যায় বার্তার ঠিক নিচে টিক চিহ্ন দেখে।
কোনো বার্তা প্রাপকের ডিভাইসে সেন্ড হওয়ার পূর্ব পর্যন্ত বার্তার নিচে ধূসর (Gray) রঙের একটি টিক চিহ্ন দেখা যায়।
আর যখন বার্তাটি সেন্ড হয় অর্থাৎ বার্তাটি যখন প্রাপকের ডিভাইসে গিয়ে পৌছায় তখন বার্তার নিচে ধূসর রঙের দুটি টিক চিহ্ন থাকে যতক্ষণ পর্যন্ত উক্ত বার্তা প্রাপক না খুলে দেখে।
আর প্রাপক যখন বার্তা খুলে দেখবে তখন বার্তার নিচের টিক চিহ্ন দুটি ধূসর (Gray) রঙের পরিবর্তে নীল (Blue) রঙের হয়ে যাবে। যা আমরা সবাই জানি।
তবে কথা হচ্ছে, প্রাপক যদি না চান যে, প্রেরক জানুক তার পাঠানো বার্তা সে পড়েছে, তার জন্য কী করা যায়?
কারণ প্রাপক যখন বার্তা খুলবে তখন প্রেরকের ডিভাইসে বার্তার নিচের টিক চিহ্ন দুটি নীল রঙের হয়ে যাবে। আর তাতেই সে বুঝে যাবে যে, বার্তাটি প্রাপক দেখে নিয়েছে।
আপনার কাছে আসা মেসেজ আপনি পড়েছেন কি না, তা প্রেরককে স্বয়ংক্রিয়ভাবে জানানো বা না জানানোর জন্য হোয়াটসঅ্যাপে একটি অপশন রয়েছে।
অপশনটির নাম হচ্ছে ‘রিড রিসিপ্টস‘। রিড রিসিপ্টস অপশনটি বন্ধ করে রাখলে প্রেরক বুঝতে পারবে না যে, তার পাঠানো বার্তা প্রাপক পড়েছে কি না।
রিড রিসিপ্টস অপশনটি বন্ধ করার আগে যে বিষয়গুলো জানা জরুরি।
০১. রিড রিসিপ্টস অপশনটি বন্ধ করার ফলে প্রেরকের পাঠানো বার্তা আপনি দেখেছেন কিনা সেটা যেমন প্রেরক বুঝতে পারবে না ঠিক তেমনি আপনি কাউকে বার্তা পাঠালে প্রাপক পড়লেন কি না, তা আপনিও বুঝতে পারবেন না।
০২. আরেকটি ব্যাপার হলো, গ্রুপ মেসেজের ক্ষেত্রে রিড রিসিপ্টস অপশনটি কাজ করবে না।
আরো পড়ুন: হোয়াটসঅ্যাপে ছবি, ভিডিও অটো ডাউনলোড হওয়া বন্ধ করার উপায়।
মেসেজ Unseen রেখে হোয়াটসঅ্যাপের মেসেজ পড়ার উপায়।
‘রিড রিসিপ্টস’ অপশনটি বন্ধ করার জন্য নিচে দেওয়া ধাপগুলো অনুসরণ করুন।
০১. আপনার হোয়াটসঅ্যাপ চালু করে উপরের ডান পাশে থাকা ত্রি ডট অপশনে ক্লিক করুন।
০২. এরপর Settings এ প্রবেশ করুন।
০৩. হোয়াটসঅ্যাপ সেটিংস থেকে Account লেখায় ক্লিক করুন।
০৪. এরপর সবার উপরে থাকা Privacy অপশনে যান।
[সংক্ষিপ্ত নির্দেশনা: ত্রি ডট অপশন > Settings > Account > Privacy]
০৫. প্রাইভেসি’তে যাওয়ার পর Read Receipts লেখা যে অপশনটি দেখতে পাবেন তা বন্ধ করে দিন।
কাজ শেষ, আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে চাইলে একইভাবে Read Receipts অপশনটি বন্ধ থেকে চালু করে দিতে হবে।
এমন আরো হোয়াটসঅ্যাপ এর নতুন টিপস এবং ট্রিকস পেতে প্রযুক্তি প্রিয় ডট কম এ নিয়মিত চোখ রাখুন। ধন্যবাদ।