ব্লগার

ব্লগার সাইটে পোস্টের থাম্বনেইল না দেখালে যা করবেন।

Blogger Post Thumbnail Not Showing- আমরা যারা Blogger এ ব্লগিং করি তারা কম বেশি সবাই একটি সমস্যার সম্মুখীন হই, তা হলো আমাদের ব্লগ ওয়েবসাইটের কিছু পোস্টে থাম্বনেইল শো করেনা।

বিশেষ করে যারা নতুন ব্লগার তারা এই সমস্যার সম্মুখীন হয় বেশি। যদিও এর একটি সহজ সমাধান রয়েছে।

আসলে সমাধান না জানা থাকলে কিছু ছোট সমস্যাও অনেক বড় ঝামেলায় ফেলে দেয় আমাদের।

তাই অযথা বকবক না করে চলুন সমাধানের পথ জেনে নিই সাথে পরবর্তীতে যেনো এই সমস্যায় আর না পরতে হয় তার ব্যবস্থাও করে নিবো।

ব্লগার সাইটে পোস্টের থাম্বনেইল না দেখালে করণীয়ঃ

০১. ব্লগারে লগিন করুন এবং আপনার ব্লগ ওয়েবসাইটের যে পোস্টে থাম্বনেইল দেখায় না সেই পোস্টটির ইডিট অপশনে যান।

০২. এবার ঐ পোস্টে ব্যবহৃত ইমেজটি, যেটি থাম্বনেইল হিসেবে দেখানোর কথা সেই ইমেজটিতে ক্লিক করুন। দেখুন নতুন কিছু আইকন দেখানো হচ্ছে।

০৩. তারপর ডানপাশে থাকা সেটিং আইকনে ক্লিক করুন।

০৪. সেটিং আইকনে ক্লিক করার পর ইডিট ইমেজের ‘Size’ নামে একটি অপশনের নিচে Small, Medium, Large, X Large, Original লেখাগুলো দেখতে পাবেন।

আপনার ঐ ইমেজটির সাইজ এখানে যাই দেওয়া থাকুক না কেনো, আপনি তা পরিবর্তন করে Original করে দিয়ে Update করে দিন।

আপনাদের বুঝার সুবিধার্থে ৩ ও ৪ নং ধাপ নিচে চিত্রের মাধ্যমে দেখানো হলোঃ-

Blogger Post Thumbnail Not Showing- আমরা যারা Blogger এ ব্লগিং করি তারা কম বেশি সবাই একটি সমস্যার সম্মুখীন হই, তা হলো আমাদের ব্লগ ওয়েবসাইটের কিছু পোস্টে থাম্বনেইল শো করেনা।
ব্লগ সাইটে থাম্বনেইল না দেখালে যা করণীয়।

০৫. এবার পোস্টটি সেভ করে দিন। তারপর আপনার ব্লগ ওয়েবসাইটে নতুন করে আবার ভিজিট করে দেখুন আপনার এই পোস্টের থাম্বনেইল দেখাচ্ছে।

টিপ: ব্লগে নতুন কোনো পোস্ট তৈরি করার সময় যে ইমেজটি থাম্বনেইল হিসেবে দেখাতে চান সেটির Size অবশ্যই একইভাবে Original করে দিবেন, তাহলে পরবর্তীতে আর এই সমস্যায় পরতে হবেনা।

ধন্যবাদ।

Robin Miah

আমি রবিন মিয়া, একজন সৌদি আরব প্রবাসী। আমার বাসা টাংগাইলের কালিহাতীতে। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন তথ্য নিজে জানার জন্য এবং আপনাদের জানানোর উদ্দেশ্যে এই ওয়েবসাইটটি তৈরি করেছি।

এ সম্পর্কিত আরো পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!