বাংলালিংক সিমের এমবি অফার। | বাংলালিংক আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ।

বাংলালিংক (Banglalink) হচ্ছে নেদারল্যান্ডসের ভিওন এর মালিকানাধীন বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জিএসএম (GSM) ভিত্তিক একটি মুঠোফোন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান।

২০০৬ সালের আগস্ট মাসে বাংলালিংক বাংলাদেশের প্রথম বেসরকারী মোবাইল ফোন সেবা প্রতিষ্ঠান হিসেবে বিটিটিবি (BTTB) সংযোগ থেকে মোবাইল ফোনে বিনামূল্য টেলিফোন কল ধরার সুযোগ করে দেয়।

মোবাইলে যোগাযোগকে বাংলাদেশের মানুষের কাছে সাশ্রয়ী করে তোলার ক্ষেত্রে ব্যপক ভূমিকা রেখেছে বাংলালিংক কোম্পানি।

প্রিয় পাঠক, আমরা যারা বাংলালিংক সিম ব্যবহার করি তাদের মধ্যে অনেকেই হয়তো বাংলালিংক এমবি কেনার নিয়ম জানি না।

আর হয়তো জানলেও বাংলালিংক এমবি অফার কোড না জানা থাকার কারণে তা কিনতে পারি না। তাই কেউ কেউ বাংলালিংক ইন্টারনেট প্যাকেজ অফার কোড জানতে চায়।

প্রযুক্তি প্রিয়‘র আজকের এই পোস্টটিতে আমি বাংলালিংক এমবি অফার ২০২২ শেয়ার করবো। সাথে বাংলালিংক সিমে এমবি কেনার নিয়ম বলে দিব।

বাংলালিংক প্রিপেইড সিমের তিন দিন মেয়াদের, সাত দিন মেয়াদের এবং এক মাস মেয়াদের যেসকল প্যাকেজ রয়েছে সেগুলো নিচে তুলে ধরলাম।

আপনি আপনার পছন্দের বাংলালিংক জিবি অফার ২০২২ বেছে নিন।

বাংলালিংক এমবি অফার কোড।

৩ দিন মেয়াদের বাংলালিংক এমবি অফার কোড ২০২২।

পরিমাণমেয়াদদামডায়াল
৩০০ এমবি৩ দিন১৮ টাকা*১২১*১৮#
৫১২ এমবি৩ দিন২৩ টাকা*১২১*২৩#
১ জিবি৩ দিন৩১ টাকা*১২১*৩১#
২ জিবি৩ দিন৪১ টাকা*১২১*৪১#
৩ জিবি৩ দিন৪৯ টাকা*১২১*৪৯#
৪ জিবি৩ দিন৬৪ টাকা*১২১*৬৪#
৫ জিবি৩ দিন৬৮ টাকা*১২১*৬৮#
৬ জিবি৩ দিন৭৩ টাকা*১২১*৭৩#

এক সপ্তাহ মেয়াদের বাংলালিংক ইন্টারনেট প্যাকেজ ২০২২ এর অফার কোড।

পরিমাণ মেয়াদদামডায়াল
১৫০ এমবি৭ দিন৭ টাকা*১২১*৬০০*৭*২#
২৫০ এমবি৭ দিন১০ টাকা*১২১*৫০০*৮*৬#
৫০০ এমবি৭ দিন১৯ টাকা*১২১*৫০০*১#
১ জিবি৭ দিন৫১ টাকা*১২১*৫১#
২ জিবি৭ দিন৯৯ টাকা*১২১*৯৯#
৪ জিবি৭ দিন১০৮ টাকা*১২১*১০৮#
৬ জিবি৭ দিন১১৪ টাকা*১২১*১১৪#
৮ জিবি৭ দিন১২৯ টাকা*১২১*১২৯#
১৫ জিবি৭ দিন১৪৯ টাকা*১২১*১৪৯#
২০ জিবি৭ দিন১৬৯ টাকা*১২১*১৬৯#

এক মাস মেয়াদের বাংলালিংক ইন্টারনেট প্যাকেজ অফার কোড ২০২২।

পরিমাণ মেয়াদদামডায়াল
১ জিবি (ফেসবুক প্যাক)৩০ দিন৩০ টাকা*১২১*৫০০*৭*২#
৫১২ এমবি৩০ দিন৭৬ টাকা*৫০০০*৭৬#
১ জিবি৩০ দিন১১৯ টাকা*১২১*১১৯#
২ জিবি৩০ দিন২০৯ টাকা*১২১*২০৯#
৫ জিবি৩০ দিন২৪৯ টাকা*১২১*২৪৯#
৮ জিবি৩০ দিন২৯৯ টাকা*১২১*২৯৯#
১৫ জিবি৩০ দিন৩৯৯ টাকা*১২১*৩৯৯#
২০ জিবি৩০ দিন৪৯৯ টাকা*১২১*৪৯৯#

বিস্তারিত:

✰ ক্যাম্পেইন চলাকালীন সকল প্রিপেইড এবং কল এবং কন্ট্রোল গ্রাহকরা এই অফারটি নিতে পারবেন।

✰ আপনার পছন্দের ডেটা প্যাক কিনতে ডান পাশে থাকা কোড ডায়াল করুন।

✰ উপরিউক্ত প্যাকগুলো ২৪ ঘন্টা ব্যবহার করা যাবে।

✰ ফেসবুক প্যাক বাদে বাকি প্যাকগুলো যেকোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।

✰ আপনি MyBL অ্যাপেও প্যাকগুলো কিনতে পারবেন। এছাড়াও, নাম্বার ডায়াল করে এবং আপনি টাকা রিচার্জ করার মাধ্যমেও প্যাকগুলো কিনতে পারবেন।

✰ আপনি যদি নির্দিষ্ট কোনো অফার মেয়াদ থাকাকালীন পুনরায় ক্রয় করেন তাহলে অব্যবহৃত ইন্টারনেট আপনার নতুন অফারে যোগ করা হবে।

✰ প্যাক থেকে ইন্টারনেট ব্যবহারের সম্পূর্ণ ভলিউম পরে, আপনাকে চার্জ করা হবে টাকা। ১/এমবি পে-অ্যাজ-ইউ-গো রেট (ভ্যাট, সম্পূরক শুল্ক এবং সারচার্জ ব্যতীত), ১০কেবি পালস।

✰ প্যাকের মূল্যে ভ্যাট, এসডি এবং এসসি অন্তর্ভুক্ত রয়েছে।

✰ এই অফারটি সীমিত সময়ের জন্য।

✰ ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকরা যতবার খুশি অফারটি নিতে পারবেন।

✰ গ্রাহকদের ডিভাইস, ব্যবহারের ধরণ এবং সামগ্রিক নেটওয়ার্ক পরিবেশের উপর নির্ভর করে ইন্টারনেটের গতি পরিবর্তিত হবে।

✰ আপনার প্যাক পুনর্নবীকরণ পরিচালনা করতে ডায়াল করুন *121*1# (অটো-রিনিউয়াল ফিচার ঘন্টাভিত্তিক বৈধতা প্যাকের জন্য প্রযোজ্য নয়)

বাংলালিংক সিমের এমবি চেক করতে মোবাইলের ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *১২১* ১# অথবা *৫০০০*৫০০#।

বাংলালিংক এ এমবি কেনার নিয়ম আশা করি ভালো ভাবেই বুঝতে পেরেছেন। আরো কোনো কিছু জানার থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।

error: Content is protected !!