ফেসবুক টিপস

ফেসবুক পেইজে ফলোয়ার বাড়ানোর সহজ উপায়।

ফেসবুক পেইজে ফলোয়ার বাড়িয়ে নিন- ফেসবুক হচ্ছে বিশ্বের সব চেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম।

ইন্টারনেট ব্যবহারে অভ্যস্ত অথচ ফেসবুকে তার অ্যাকাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।

সব বয়সের, সব পেশার এবং সব শ্রেণির মানুষের সমাগম রয়েছে এখানে। তাই ব্যবসায়িক প্রচারের জন্যেও ফেসবুকের জুরি নেই।

তাই তো অনেকেই তাদের ব্যবসায়িক প্রচারের জন্য ফেসবুক পেইজ খুলে থাকে। তবে কেউ কেউ আবার শখের বসেও ফেসবুক পেইজ খুলে পরিচালনা করে।

তাছাড়া বর্তমানে ইউটিউবের মতো ফেসবুক পেইজেও ভিডিও মনিটাইজেশন করার মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ থাকায় অনেকেই তা করছে।

ফেসবুক পেইজ খোলার উদ্দেশ্য যাই হোক না কেন, আপনারও যদি ফেসবুকে কোনো পেইজ থেকে থাকে তাহলে আপনি আপনার ফেসবুক পেইজটি নিয়ে নিশ্চয় চিন্তিত যে, দ্রুত সময়ে কীভাবে ফেসবুক পেইজে ফলোয়ার বাড়ানো যায়।

বর্তমানে ফেসবুক পেইজে ফলোয়ার বাড়ানো অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে একটি নতুন ফেসবুক পেইজ দাঁড় করানো।

অনেকেই আবার ফেসবুক পেইজে অটো ফলোয়ার নেওয়ার উপায় জেনে নিয়ে পেইজে ফলোয়ার সংখ্যা দ্রুত বাড়াতে চায়।

তবে এটা কোনো বৈধ ও নিরাপদ উপায় নয় এবং ফেসবুক পেইজে অটো ফলোয়ার নিয়ে আপনি কখনো আপনার টার্গেটেড অডিয়েন্স (Targeted Audience) পাবেন না।

তাই যারা জিজ্ঞেস করেন, ফেসবুক পেইজে অটো ফলোয়ার কীভাবে নিব তারা আজকের এই আর্টিকেল মনোযোগ দিয়ে পড়ে কাজে লেগে পড়ুন।

কারণ, প্রযুক্তি প্রিয়‘র আজকের এই আর্টিকেলে আমি আলোচনা করব, কোনো প্রকার Spam বা অসাধু উপায় ছাড়া, বৈধ উপায়ে ফেসবুক পেইজে ফলোয়ার বাড়াবো কীভাবে।

আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক, কী করলে ফেসবুক পেইজে ফলোয়ার বাড়ে।

ফেসবুক পেইজে ফলোয়ার বাড়ানোর উপায়

ফেসবুক পেইজে বেশি বেশি ফলোয়ার পাওয়ার উপায়। | ফেইজবুক পেইজ জনপ্রিয় করা যায় কীভাবে?

নিচে দেওয়া বিষয়গুলো মেনে আপনার ফেসবুক পেইজে ফলোয়ার বাড়িয়ে নিন।

☞ আরো পড়ুন:  আপনার Facebook Story কাদেরকে দেখাতে চান?

➤ আপনার ফেসবুক পেইজ সুন্দর করে সাজান।

আপনার ফেসবুক পেইজটি সুন্দর করে সাজান। অর্থাৎ আপনার ফেসবুক পেইজটি পুরোপুরি প্রফেশনাল মানের করে কাস্টমাইজ করুন।

আর এর জন্য ফেসবুক পেইজে সুন্দর একটি কাভার ফটো, সুন্দর একটি প্রফাইল ফটো এবং যেসব প্রয়োজনীয় তথ্যাদি দেওয়া জরুরি সেগুলো সঠিক ও বিস্তারিত ভাবে দিন।

যাতে তা দেখে ফেসবুক ব্যবহারকারীরা খুব সহজেই আপনার পেইজটি সম্পর্কে ধারণা নিতে পারে।

যেমন: ওয়েবসাইট লিংক, পেইজের নামের সাথে মিল রেখে ইউজার নেইম তৈরি, পেইজ ক্যাটাগরি, পেইজ ডেসক্রিপশন, যোগাযোগের জন্য ফোন নাম্বার, ইমেইল ঠিকানা, হোয়াটসঅ্যাপ নাম্বার, লোকেশন ইত্যাদি তথ্যাদি।

➤ নিয়মিত পোস্ট করুন।

আপনার ফেসবুক পেইজে নিয়মিত পোস্ট করুন। ফেসবুক পেইজের এনগেজড বাড়াতে নিয়মিত পোস্ট করা গুরুত্বপূর্ণ।

এর ফলে আপনার পেইজের পোস্টগুলো বেশি বেশি করে মানুষদের নিকট পৌছাবে এবং ফলোয়ার বাড়তে থাকবে।

➤ সঠিক সময়ে পোস্ট করুন।

আমাদের অনেকের ফেসবুক পেইজ থাকলেও পোস্ট করার সময় প্রায় সবাই একটি কমন ভুল করে থাকি। তা হলো, সঠিক সময় পোস্ট না করা।

দিনের ঠিক কোন সময়টাতে আপনার টার্গেটেড অডিয়েন্সরা বেশি একটিভ থাকে চেষ্টা করুন ঠিক ঐ সময়ে বেশি বেশি পোস্ট করার জন্য।

তাহলে আপনার পেইজের পোস্ট বেশি করে তাদের নিকট পৌছাবে, আর আপনার পেইজ দ্রুত বড় হবে।

বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা সাধারণত বিকেলের পর বেশি একটিভ থাকে।

তাই আপনার অডিয়েন্স যদি হয় বাংলাদেশী ফেসবুক ব্যবহারকারী তাহলে বিকেলের পর বেশি বেশি পোস্ট করুন।

➤ ভালো মানের কন্টেন্ট প্রকাশ করুন।

আপনার ফেসবুক পেইজের ক্যাটাগরি যাই হোক না কেন, চেষ্টা করুন সব সময় ভালো মানের কন্টেন্ট পোস্ট করার জন্য।

ফেসবুক পেইজে ফলোয়ার বাড়ানোর উপায় হচ্ছে ট্রেন্ডিং ও ভাইরাল হওয়া বিষয় নিয়ে কাজ করা।

যেমন, আপনার ফেসবুক পেইজটির মাধ্যমে যদি বিভিন্ন পণ্য বিক্রি করে থাকেন, তাহলে আপনাকে বুঝতে হবে বর্তমানে কোন ডিজাইন বা কোন মডেলের পণ্যটির চাহিদা রয়েছে।

☞ আরো পড়ুন:  ফেসবুক, মেসেঞ্জার ও লাইট অ্যাপে ডার্ক মোড অন করার নিয়ম।

আর যদি আপনার পেইজে ভিডিও কন্টেন্ট প্রকাশ করেন তাহলে চেষ্টা করবেন সব সময় ভাইরাল হওয়া বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করার জন্য।

তবে অবশ্যই কন্টেন্টের মানের দিকে লক্ষ রাখবেন।

➤ বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেইজে সক্রিয় থাকুন।

ফেসবুকে অসংখ্য গ্রুপ ও পেইজ রয়েছে। আপনি আপনার পেইজ দিয়ে ঐ পেইজ রিলেটেড বিভিন্ন বড় বড় গ্রুপে যুক্ত হোন।

আর ঐ সকল গ্রুপের বিভিন্ন পোস্টে ভালো ভালো মন্তব্য করুন, নিয়মিত ভালো মানের পোস্ট করুন। তবে ভুলেও স্প্যামিং করতে যাবেন না।

আপনার পেইজের সাথে সংশ্লিষ্ট আরো কিছু বড় পেইজে আপনার পেইজটি দিয়ে ফলো করে রাখুন এবং তাদের করা বিভিন্ন পোস্টে গঠনমূলক মন্তব্য করুন।

এতে আপনার পেইজটি ঐসকল গ্রুপ ও পেইজগুলোর সদস্যদের নজরে আসবে, তখন তারা আপনার পেইজটি লাইক/ফলো করবে।

যা ফেসবুক পেইজে বেশি বেশি ফলোয়ার পাওয়ার উপায় হিসেবে অনেক ভালো কাজ করবে।

➤ পোস্ট শেয়ার করুন।

আপনি যখন আপনার পেইজে কোনো কিছু পোস্ট করবেন তখন তা বিভিন্ন প্রফাইল থেকে এবং পেইজ সংশ্লিষ্ট অন্যান্য পেইজ ও গ্রুপগুলোতে শেয়ার করবেন।

বিশেষ করে, আপনার ফেসবুক পেইজটি যদি একেবারে নতুন হয়ে থাকে।

তাহলে আপনার পেইজের পোস্টগুলোর রিচ (Reach) বাড়বে, পেইজে নতুন নতুন ফলোয়ার পাবেন।

➤ বুস্ট (Boost) করার মাধ্যমে।

বুস্ট (Boost) করার মাধ্যমে আপনি আপনার পেইজে হাজার হাজার, লাখ লাখ ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন।

তবে এর জন্য আপনাকে অর্থ খরচ করতে হবে। আপনি চাইলে আপনার পেইজটি ফেসবুকে বুস্ট (Boost) করার মাধ্যমে টার্গেটেড অডিয়েন্স বা ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন খুব সহজেই।

আপনার যদি ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে আপনি নিজেই তা করতে পারবেন। এর জন্য থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের দ্বারস্থ হওয়ার প্রয়োজন নেই।

➤ আপনার অডিয়েন্সদের দ্রুত সেবা দিন।

আপনার অডিয়েন্স বা ফলোয়ারদের দ্রুত সেবা দিন। তাদের মন্তব্য ও বার্তার তাত্ক্ষণিক জবাব দেওয়ার চেষ্টা করুন।

☞ আরো পড়ুন:  ম্যাসেঞ্জারে কাউকে Restrict করবেন যেভাবে।

এতে তারা খুব সহজেই আপনার পেইজের প্রতি আক্রিষ্ট হবে। প্রয়োজন হলে পেইজে অটো রিপ্লাইয়ের ব্যবস্থা রাখুন।

➤ পেইজ থেকে লাইভে যান।

ফেসবুক পেইজের ফলোয়ার বাড়াতে বা ফেসবুক পেইজ জনপ্রিয় করার জন্য সহজ উপায় হচ্ছে লাইভ (Live) ভিডিও।

আপনার পেইজ বা পণ্যের সঙ্গে মানানসই এমন বিষয় নিয়ে নিয়মিত লাইভ করুন। তাহলে আপনার পেইজের এনগেজমেন্ট এবং ফলোয়ার দ্রুত বাড়বে।

➤ ইনভাইট (Invite) করার মাধ্যমে।

আপনার প্রফাইল দিয়ে ফেসবুক পেইজ থেকে বন্ধুদের ইনভাইট করুন ফলো/লাইক করার জন্য।

এবং আপনার পরিচিত মানুষদেরও বলুন একই কাজ করার জন্য।

তাছাড়া, ফেসবুকের পেইজে যারা ফলো/লাইক করেনি অথচ পোস্টে যারা রিয়াক্ট, কমেন্ট করে তাদেরকে ইনভাইট করার ব্যবস্থা আছে। আপনি তাদেরকে ইনভাইট করুন।

আরো পড়ুন: ফেসবুক প্রফাইলে Follow বাটন যুক্ত করার নিয়ম।

উপরিউক্ত বিষয়গুলো ছাড়াও আরো কিছু ফেসবুক পেইজ জনপ্রিয় করার পদ্ধতি রয়েছে।

আমি এখানে শুধু মূল বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরেছি।

প্রিয় পাঠক, কীভাবে ফেসবুক পেইজে ফলোয়ার বৃদ্ধি করা যায় আশা করি, তা ভালো ভাবেই বুঝতে পেরেছেন।

আরো কিছু জানার থাকলে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ।

50% LikesVS
50% Dislikes

Robin Miah

আমি রবিন মিয়া, একজন সৌদি আরব প্রবাসী। আমার বাসা টাংগাইলের কালিহাতীতে। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন তথ্য নিজে জানার জন্য এবং আপনাদের জানানোর উদ্দেশ্যে এই ওয়েবসাইটটি তৈরি করেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!