ফেসবুক টিপস

ফেসবুকে অটো কমেন্ট করার নিয়ম। ফেসবুক অটো কমেন্ট অ্যাপ ২০২২।

অফলাইন বলেন কিংবা অনলাইন, আমরা সবাই চাই নিজেকে একটু ভিন্ন ভাবে উপস্থাপন করতে। বিশেষ করে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাই নিজেকে আর দশ জনের থেকে আলাদা ভাবে উপস্থাপন করতে।

ফেসবুকে অটো কমেন্ট করার নিয়ম ২০২৪।

আমরা সবাই ফেসবুক চালালেও ফেসবুকে কিন্তু সবাই সমান জনপ্রিয় নই। দেখা যার কারো কারো প্রফাইলে প্রচুর পরিমাণ ফ্রেন্ডস, ফলোয়ার থাকে।

যার কারণে সে কোনো পোস্ট করার সাথে সাথেই ঝড়ের গতিতে রিয়াক্ট, কমেন্ট পড়তে থাকে।

ফেসবুকে আপলোড করা ছবিতে Wow, Nice, Awesome, Superb, Handsome ইত্যাদি লেখা কমেন্ট আসতে থাকে। আবার কারো কারো ফেসবুক ফ্রেন্ডস, ফলোয়ার খুবই কম।

যার জন্য তার প্রফাইলের কোনো পোস্টে রিয়াক্ট, কমেন্ট আসেনা। নিজের ফেসবুক ছবিতে যখন আশানুরূপ কমেন্ট না আসে তখন মন খারাপ হওয়াটাই স্বাভাবিক।

এর পূর্বে কীভাবে ফেসবুকে জনপ্রিয় হওয়া যায় তা নিয়ে একটি আর্টিকেল লিখেছিলাম। তবে অনেকেই আবার চায় তাদের ফেসবুক পোস্টে যেন বেশি করে ভালো ভালো কমেন্ট আসে।

কিন্তু কমেন্ট তো আর কাউকে জোর করে করানো যায় না। তাই তারা তাদের ফেসবুক পোস্টে অটো কমেন্ট নিতে চায়।

তারা ফেসবুক অটো কমেন্ট নেওয়ার উপায় জানার জন্য অনলাইনে অনুসন্ধান করে, “ফেসবুকে অটো কমেন্ট কীভাবে নিবো? ফেসবুক ছবিতে অটো কমেন্ট কীভাবে নিতে হয়? ফেসবুকে অটো কমেন্ট করবো কীভাবে?” ইত্যাদি।

যদিও অনলাইনে বিভিন্ন ফেসবুকে অটো কমেন্ট নেওয়ার ওয়েবসাইট এবং ফেসবুকে অটো কমেন্ট অ্যাপস রয়েছে তবে সেগুলোর বেশিরভাগই কাজ করে না।

☞ আরো পড়ুন:  ফেসবুক প্রফাইল ফটো থেকে React ও Comment অপশন হাইড করবেন যেভাবে।

আর করলেও তা শতভাগ নিরাপদ না। তবে আজকের এই আর্টিকেল থেকে শতভাগ নিরাপদ উপায়ে ফেসবুকের যে কোনো Public পোস্ট এমনকি ফেসবুক প্রফাইল ছবিতে অটো কমেন্ট কীভাবে নিতে হয় তা জানতে পারবেন।

ফেসবুকে অটো কমেন্ট পাওয়ার উপায় জানার আগে ফেসবুক অটো কমেন্ট কী? এটি কীভাবে কাজ করে? ফেসবুকে অটো কমেন্ট নিলে আইডির কোনো ক্ষতি হয় কিনা? এসব বিষয় জেনে নেওয়া জরুরি। চলুন এগুলো জেনে নেওয়া যাক-

ফেসবুক অটো কমেন্ট কী?

ফেসবুক অটো কমেন্ট হচ্ছে নিজে নিজে নিজের ফেসবুক পোস্টে বা ফেসবুক প্রফাইল ছবিতে আনলিমিটেড কমেন্ট করিয়ে নেওয়ার একটি সহজ মাধ্যম।

মাত্র কয়েক মিনিট সময় ব্যয় করে এর মাধ্যমে ফেসবুকে আপলোড করা ছবিতে নিজের ইচ্ছে মতো বিভিন্ন অটো কমেন্ট করিয়ে নেওয়া যায়।

ফেসবুক অটো কমেন্ট সিস্টেম কীভাবে কাজ করে?

ফেসবুকে অটো কমেন্ট নেওয়ার জন্য বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন রয়েছে।

উক্ত Facebook Auto Comments ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন এর বট আপনার মতো যারা ফেসবুকে অটো কমেন্ট নিতে যাবে তাদের একাউন্ট এর এক্সেস নিয়ে নিবে।

এবং অন্যদের প্রফাইল বা পেইজের বিভিন্ন পোস্টে স্বয়ংক্রিয়ভাবে কমেন্ট করে দিবে।

ফেসবুকে অটো কমেন্ট নেওয়া কি নিরাপদ?

ফেসবুক অটো কমেন্টস নিতে গেলে যেহেতু আপনার অ্যাকাউন্ট এর এক্সেস তারা নিয়ে নেয় তাই এটি মোটেও নিরাপদ নয়।

কিছু কিছু ফেসবুক অটো কমেন্ট নেওয়ার অ্যাপ এবং সাইট রয়েছে যেখানে লগিন করার ফলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক পর্যন্ত হয়ে যেতে পারে। আর ফেসবুক আইডি নষ্ট হওয়ার ভয় তো আছেই।

আর আপনি যেমন আপনার প্রফাইলে অটো কমেন্ট নিয়ে আসছেন তেমনি অন্যের ফেসবুক পোস্টেও আপনার আইডি থেকে অটো কমেন্ট, অটো রিয়াক্ট হয়ে যাবে।

তা হোক ভালো কোনো পোস্ট কিংবা মন্দ কোনো পোস্ট। আপনার আইডি থেকে বিভিন্ন মানুষের আইডি এবং পেইজ অটো ফলো হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না।

☞ আরো পড়ুন:  ফেসবুক পেইজে ফলোয়ার বাড়ানোর সহজ উপায়।

আপনার ফেসবুক নিউজ ফিডে অসংখ্য অপরিচিত মানুষের পোস্ট আসতে থাকবে যারা আপনার ফেসবুক ফ্রেন্ড লিষ্টে নেই।

আর ফেসবুক বট যদি বুঝতে পারে আপনার একাউন্ট থেকে সারাদিন অটো লাইক, অটো কমেন্ট, অটো ফলো করা হচ্ছে তখন আপনার ফেসবুক একাউন্ট ব্লক করে দিবে।

তবে ভয়ের কোনো কারণ নেই। প্রযুক্তি প্রিয় ডট কম ওয়েবসাইটে এমন কোনো আর্টিকেল পাবেন না যার দ্বারা পাঠকগণ কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সম্ভাবনা থাকে। আজকেও তার ব্যতিক্রম নয়।

আজকের এই আর্টিকেল থেকে নিরাপদ ভাবে ফেসবুকে কীভাবে অটো কমেন্ট নিবো সে সম্পর্কে বিস্তারিত জানবো।

নিরাপদ উপায়ে কীভাবে ফেসবুকে অটো কমেন্ট নিতে হয়?

ফেসবুক স্ট্যাটাসে অটো কমেন্ট নিতে নিচে দেওয়া পাঁচটি ধাপ সঠিকভাবে অনুসরণ করুন।

ধাপ-১: একটি নতুন ফেসবুক আইডি তৈরি করুন।

ফেসবুকে অটো কমেন্ট নিতে গেলে যেহেতু আপনার অ্যাকাউন্টটির এক্সেস তারা নিয়ে নিবে তাই নতুন করে ফেইক একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করুন।

নতুন এই ফেইক অ্যাকাউন্টটি ব্যবহার করে রিয়েল আইডিতে আমরা অটো কমেন্ট নিব।

পর্যাপ্ত পরিমাণ অটো কমেন্ট নেওয়া হয়ে গেলে সেই ফেইক ফেসবুক অ্যাকাউন্ট চিরতরের জন্য ডিলিট করে দিবেন।

ধাপ-২: ফেসবুক অটো কমেন্ট অ্যাপ ডাউনলোড করুন।
গুগলে গিয়ে Raje Liker লিখে অনুসন্ধান করে তাদের ওয়েবসাইটে প্রবেশ করুন।

এবং Download APK লেখায় ক্লিক করে Raje Liker ফেসবুক অটো কমেন্ট অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিন।

ফেসবুক অটো ফলোয়ার ২০২২।
ফেসবুক অটো কমেন্ট ২০২২।

ধাপ-৩: ফেসবুক পোস্টের লিংক Copy করে নিন।

আপনি যে ফেসবুক পোস্টে অটো কমেন্ট নিতে চান সেই পোস্টের লিংক কপি করার জন্য সেই পোস্টের ডান পাশে ত্রি ডট অপশন দেখতে পাবেন তাতে ক্লিক করুন।

এরপর সবার নিচে Copy Link লেখায় ক্লিক করলেই পোস্টের লিংকটি কপি হয়ে যাবে।

ধাপ-৪: Raje Liker অ্যাপটি খুলুন।

☞ আরো পড়ুন:  ফেসবুক পোস্টের রিয়াক্টের পরিমাণ হাইড করার নিয়ম জেনে নিন।

Raje Liker অ্যাপ প্রথম বার চালু করলে আপনাকে আপনার ফেসবুক আইডির এক্সেস দিতে হবে। সেখানে আপনার নতুন খোলা ফেইক আইডিটি লগিন করে নিন।

ফেসবুক অটো ফলোয়ার ২০২২।
ফেসবুক অটো কমেন্ট ২০২২।

ধাপ-৫: ফেসবুকে অটো কমেন্ট নিন।

Raje Liker অ্যাপ চালু করলে নিচের চিত্রের মতো অপশনগুলো দেখতে পাবেন। সেখান থেকে Auto Comments লেখা অপশনটিতে প্রবেশ করুন।

ফেসবুকে অটো কমেন্ট করার নিয়ম
ফেসবুকে অটো কমেন্ট করার নিয়ম।

এরপর আপনার Copy করা ফেসবুক পোস্টের লিংকটি Paste করে Check Link বাটনে ক্লিল করুন।

ফেসবুক অটো ফলোয়ার ২০২২।
ফেসবুক অটো কমেন্ট ২০২২।

এরপর কতোটি ক্রেডিট খরচ করে ফেসবুকে অটো কমেন্ট নিতে চান তা বলে দিতে হবে।

এর জন্য আপনি ক্রেডিট আইকনটি বাম পাশ থেকে একেবারে ডান পাশে টেনে নিয়ে এসে Send বাটনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন। (নিচের চিত্র লক্ষ্য করুন।)

ফেসবুক অটো ফলোয়ার অ্যাপ
ফেসবুক অটো কমেন্ট অ্যাপ

তাহলেই আপনার সেই ফেসবুক ছবি বা ফেসবুক পোস্টে সুন্দর সুন্দর অটো কমেন্ট চলে যাবে।

প্রতি কমেন্ট এর জন্য আপনাকে ৫ টি করে ক্রেডিট দিতে হবে। রেফার করে এবং বিজ্ঞাপন দেখে উক্ত ফেসবুক অটো কমেন্ট apps থেকে ক্রেডিট আর্ন করতে পারবেন।

তাছাড়াও নির্দিষ্ট সময় পর পর ফ্রীতেই তারা আপনাকে কিছু সংখ্যক ক্রেডিট দিবে। সেগুলো দিয়ে একই নিয়মে অটো কমেন্ট করতে হবে।

তবে যাই করেন না কেন উক্ত অ্যাপে কখনো নিজের রিয়েল আইডি লগিন করবেন না। অ্যাপটি ব্যবহার করতে গেলে যদি লোডিং নিতে প্রচুর সময় নেয় তাহলে অনেক্ষন পর পর চেষ্টা করুন।

আর অ্যাপটির সম্পর্কে আপডেট পেতে তাদের ‘Raje Liker‘ অফিসিয়াল ফেসবুক পেইজে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ।

100% LikesVS
0% Dislikes

Robin Miah

আমি রবিন মিয়া, একজন সৌদি আরব প্রবাসী। আমার বাসা টাংগাইলের কালিহাতীতে। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন তথ্য নিজে জানার জন্য এবং আপনাদের জানানোর উদ্দেশ্যে এই ওয়েবসাইটটি তৈরি করেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!