মোবাইল অ্যাপস

ব্যবহার করুন বাংলাদেশি ওয়েব ব্রাউজার তর্জনী।

আমরা প্রতি দিনই কোনো না কোনো ওয়েবসাইট ভিজিট করার জন্য কোনো না কোনো ব্রাউজার ব্যবহার করে থাকি।

এগুলোর মধ্যে জনপ্রিয় কিছু ব্রাউজার হলো Chrome, Mozilla Firefox, Opera Mini, UC Browser ইত্যাদি। এই সবগুলো ওয়েব ব্রাউজারই অন্য দেশের তৈরি।

তবে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় ২০২৩ সালের ৭ই মার্চ নতুন একটি ব্রাউজার উদ্ভোদন করেন যেটি বাংলাদেশের ডেভেলপারদের দ্বারা তৈরি। ব্রাউজারটির নাম তর্জনী।

ব্রাউজারটির বৈশিষ্ট্য হলো এটি ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষাতেও ব্যবহার করা যাবে।

ব্রাউজারটির বাংলা ভাষার অপটিমাইজেশন অন্যান্য ব্রাউজারের তুলনায় অনেক শক্তিশালী।

চলুন আমাদের বাংলাদেশের তৈরি এই অ্যাপটি সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নিই।

তর্জনী ব্রাউজারের ইন্টারফেস কেমন?

তর্জনী ব্রাউজারে প্রবেশ করলেই নিচের চিত্রের মতো দেখতে পাবেন।

torjoni browser তর্জনী ব্রাউজার

যেখানে সবার উপরে তর্জনীর লগো এবং নাম দেখতে পাবেন। তার নিচে একটি সার্চ বার।

আপনি এখানে যেকোনো কিছু সার্চ করতে পারবেন আর কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে চাইলে এখানেই ওয়েবসাইটের ঠিকানা লিখে এন্টার করতে হবে।

সার্চ বারে কোনো লেখা লিখে সার্চ করার পাশাপাশি ভয়েস দিয়েও সার্চ করতে পারবেন। আর সার্চ বারের নিচেই রয়েছে ভাষা পরিবর্তন করার অপশন।

যেখানে একটি মাত্র ক্লিক করেই তর্জনী ব্রাউজার বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলাতে পরিবর্তন করা সম্ভব।

এর নিচেই রয়েছে বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু সরকারি ওয়েবসাইটের তালিকা।

যেখান থেকে এক ক্লিকেই উক্ত সাইটগুলোতে প্রবেশ করা যাবে। এসব ওয়েবসাইটের মধ্যে অনেক সাইটই আপনার জন্য প্রয়োজনীয় হতে পারে।

ওয়েবসাইটের তালিকার নিচে বিভিন্ন সংবাদ দেখতে পাবেন। ব্রাউজারের নিচে একটি মেনুবার দেখতে পাবেন যেখান পূর্ববর্তী ও পরবর্তী বাটন, হোম বাটন, ট্যাব এবং একটি ত্রি রেখা বাটন রয়েছে।

☞ আরো পড়ুন:  টিকটক ভিডিও এডিটিং অ্যাপস। | মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার।

ত্রি রেখা বাটনে ক্লিক করলেই অনেকগুলো অপশন চলে আসবে। যেমনটি আপনি নিচের ইমেইজে দেখতে পাচ্ছেন।

torjoni browser তর্জনী ব্রাউজার

তর্জনী ব্রাউজারের সুবিধাসমূহ:

● তর্জনী ব্রাউজারটি বাংলা এবং ইংরেজি, দুই ভাষাতেই ব্যবহার করা যাবে।

● ব্রাউজারটিতে প্রয়োজনীয় অনেক ওয়েবসাইটের লিংক রয়েছে।

● ফন্ট সাইজ পছন্দসই পরিবর্তন করা যায়।

● ডার্ক মোড ব্যবহারের সুবিধা রয়েছে।

● Google ছাড়াও Bing ও Yahoo সার্চ ইঞ্জিন যুক্ত করতে পারবেন।

● বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করলে যে বিজ্ঞাপন দেখা যায় তা আপনি চাইলে বন্ধ করতে পারবেন। অর্থাৎ অ্যাপটিতে এড ব্লকার সুবিধা পাবেন।

এগুলো ছাড়াও তর্জনী ব্রাউজার ব্যবহারে আরও অনেক সুবিধা পাবেন যা আপনি ব্যবহার করা শুরু করলেই বুঝতে পারবেন।

তর্জনী ব্রাউজার কীভাবে ডাউনলোড করবেন?

আপনি যদি একজন আইফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে App Store এ গিয়ে কিংবা আপনি যদি এন্ড্রয়েড মোবাইল ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে Play Store এ গিয়ে Torjoni Browser লিখে খোঁজ করুন।

তাহলেই আপনার সামনে ব্রাউজারটি এসে হাজির হবে। সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন।

আর ব্যবহার করুন আমাদের দেশের তৈরি ওয়েব ব্রাউজার অ্যাপ। আশা করি আমাদের দেশে তৈরি কোনো না কোনো অ্যাপ একদিন বিশ্ব দরবারে জায়গা করে নিবে।

100% LikesVS
0% Dislikes

Robin Miah

আমি রবিন মিয়া, একজন সৌদি আরব প্রবাসী। আমার বাসা টাংগাইলের কালিহাতীতে। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন তথ্য নিজে জানার জন্য এবং আপনাদের জানানোর উদ্দেশ্যে এই ওয়েবসাইটটি তৈরি করেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!