গুগল ক্রোম (Google Chrome) হচ্ছে একটি জনপ্রিয় ব্রাউজিং সফটওয়্যার।
আমরা যারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করি। তারা সবাই কম-বেশি গুগল ক্রোম (Google Chrome) ব্রাউজার অ্যাপটি ব্যবহার করি।
তবে কখনো কখনো গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ছবি/ভিডিও কিংবা অন্য কোনো ফাইল আপলোড দিতে গেলে আপলোড হয়না।
আপলোড দিতে গেলে লেখা আসে “Unable to complete previous operation due to low memory.”। আর এই সমস্যা কয়েকদিন ধরে চলে।
আপনি যেহেতু এই পোষ্টটি পড়তেছেন, তার মানে আপনিও কখনো না কখনো এই সমস্যার সম্মুখীন হয়েছেন।
আর হয়তো অনেক ভাবে এর সমাধান করার চেষ্টাও করেছেন! তবে করে সফল হতে পারেননি!
আজকের পোস্টে আমি আপনাদেরকে শিখাবো মাত্র এক মিনিটেই কীভাবে গুগল ক্রোম অ্যাপসের আপলোড সমস্যার সমাধান করবেন।
সমস্যাটির সমাধানের জন্য নিচে মাত্র তিনটি ধাপ দেওয়া হলো। এই ধাপগুলো মনোযোগ দিয়ে পড়ুন এবং অনুসরণ করুন।
ধাপ-১ঃ সব ডেটা সাফ করুন। (Clear All Data)
✺ গুগল ক্রোম অ্যাপের সব ডেটা সাব করতে আপনার ফোনের ‘Settings‘ এ চলে যান।
✺ সেটিংস থেকে ‘Apps‘ এ প্রবেশ করুন।
✺ এবং সেখান থেকে গুগল ক্রোম সফটওয়্যারটি ওপেন করুন।
✺ তারপর ‘Storage‘ থেকে অ্যাপের ‘Cache‘ ও সব ‘Data‘ ক্লিয়ার বা পরিষ্কার করে দিন।
ধাপ-২ঃ ‘ডেভেলপার অপশন’ চালু করুন।
আপনার ফোনের ডেভেলপার অপশনটি চালু থাকলে ৩য় ধাপে চলে যান। আর না থাকলে ‘Developer Options’ চালু করতে হবে।
✺ ডেভেলপার অপশনস চালু করতে চলে আসুন ফোনের ‘Settings‘ এ।
✺ সেটিংস থেকে ‘About Phone‘ এ প্রবেশ করুন।
✺ সেখানে যাওয়ার পর ‘Build Number‘ নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনটিতে বারবার ক্লিক করলেই আপনার ফোনের ‘ডেভেলপার অপশনস’ চালু হয়ে যাবে।
ধাপ-৩ঃ “Don’t keep activities” অপশনটি বন্ধ করে রাখুন।
✺ ডেভেলপার অপশন চালু করার পর আবার চলে আসুন ‘Settings‘ এ।
✺ সেটিংস থেকে ‘System‘ অপশনটিতে প্রবেশ করুন।
✺ এবার ‘Developer Options‘ লেখায় ক্লিক করুন।
✺ তারপর “Don’t keep activities” নামে একটি অপশন দেখতে পাবেন। যদি তা চালু থাকে তাহলে বন্ধ করে দিন।
আর যদি আগে থেকেই বন্ধ থাকে, তাহলে চালু করে আবার বন্ধ করে দিন।
এখন আপনার গুগল ক্রোম ব্রাউজারটি চালু করে দেখুন আপলোড সমস্যার সমাধান হয়ে গেছে। আর কোথাও বুঝতে সমস্যা হলে নিচের কমেন্ট বক্সে জানান।
ধন্যবাদ।