গুগলে ছবি দিয়ে সার্চ করবেন কীভাবে? | গুগলে ছবি দিয়ে সার্চ করার নিয়ম।

কীভাবে ছবি দিয়ে গুগল সার্চ করে?- আমরা যখন কোনো বিষয়ে কিছু জানতে চাই তখন সরাসরি মামাকে জিজ্ঞেস করি আর মামা তার উত্তর দিয়ে দেন। এখানে ছোট মামা কিংবা বড় মামার কথা বলছিনা। বলছি গুগল মামার কথা!
আমরা আমাদের প্রাত্যহিক অনলাইন জীবনে যখন কোনো কিছু জানার প্রয়োজন বোধ করি তখন গুগলে গিয়ে সেটি লিখে সার্চ করি। আর গুগল ঐ বিষয়ে থাকা সকল তথ্য আমাদের মাঝে নিয়ে হাজির হোন।
আজকে আমি আপনাদের মাঝে গুগলের ছোট একটি টিপস শেয়ার করবো। তা হলো গুগলে কীভাবে ছবি দিয়ে সার্চ করে। গুগলে ছবি দিয়ে সার্চ করার নিয়ম যদিও অনেকেরই জানা। তবে যারা জানেন না তাদের জন্যই আজকের এই পোস্ট।
আশা করি, অনেক কাজে আসবে। গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। আমরা যখন কোনো কিছু সার্চ করি সেটার বিষয়ে গুগল এর কাছে যেসব তথ্য থাকে গুগল তা সার্চ রেজাল্টে দেখায়।
একই ভাবে ছবি দিয়ে গুগলে সার্চ করলেও ঐ ছবির বিষয়টির উপর গুগলের কাছে যেসকল তথ্য থাকবে গুগল তাই সার্চ রেজাল্টে দেখাবে।
যেমন আমরা যদি কোনো নাম না জানা ফুল কিংবা ফলের ইমেজ দিয়ে গুগলে সার্চ করি তাহলেও গুগল ঐ ফুল/ফলের সকল তথ্য আমাদের মাঝে নিয়ে হাজির হবে।
এমনকি যদি সেই ইমেজটি মোবাইলের ক্যামেরা দিয়ে তুলাও হয়। আর সার্চ করা ছবির সাথে মিল থাকা আরো অন্যান্য ছবিও আমরা দেখতে পাবো। চলুন এবার জেনে নেওয়া যাক গুগলে ছবি দিয়ে সার্চ করে কীভাবে।
কীভাবে গুগলে ছবি দিয়ে সার্চ করা যায়?
কম্পিউটার এবং স্মার্টফোনে পিকচার দিয়ে গুগলে সার্চ করার সিস্টেমটা একই। প্রথমে আপনার পছন্দের যেকোনো ব্রাউজারটি ওপেন করুন।
তবে ব্যক্তিগত ভাবে পরামর্শ দিব ক্রোম (Chrome) ব্রাউজারটি ব্যবহার করার জন্য। এবার আপনার পছন্দের ব্রাউজারটির এড্রেস বারে image.google.com লিখে সরাসরি প্রবেশ করুন।
অথবা, google.com ওয়েবসাইটে প্রবেশ করে উপরের image লেখায় ক্লিক করলেও উক্ত পেজে চলে যাবে।
আপনি যদি স্মার্টফোন ব্যবহার করে থাকেন তাহলে এরপর ব্রাউজারটির ডেস্কটপ মোড অন করে নিতে হবে।
ব্রাউজারের ডেস্কটপ মোড অন করতে উপরে ডান পাশের ত্রি ডট অপশনে ক্লিক করুন। (নিচের চিত্রটি লক্ষ্য করুন।)

দেখুন আরো কিছু অপশন দেখানো হচ্ছে। তারপর সেগুলোর মধ্য থেকে ‘Desktop Site’ লেখা অপশনটি অন করে দিন। তাহলেই ওয়েবপেজটি ডেস্কটপ মোডে ওপেন হবে। (নিচের চিত্রের মতো)

এবার দেখুন গুগলের সার্চ বারে একটি ক্যামেরা আইকন দেখা যাচ্ছে। (নিচের চিত্রের মতো।)

ঐ ক্যামেরা আইকনটিতে ক্লিক করুন। তাহলে দেখবেন নিচের চিত্রের মতো পিকচার দিয়ে গুগল সার্চ করার জন্য দুটি অপশন দেয়া হবে।

প্রথমটি হলো Past Image URL: যেখানে আপনি চাইলে ফেসবুক কিংবা অন্য কোনো ওয়েবসাইটে থাকা কোনো ছবির লিংক এর মাধ্যমে উক্ত ছবিটি সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন।
দ্বিতীয়টি হলো Upload an Image: এই লেখাটিতে ক্লিক করলে ইমেজ আপলোড করার একটি অপশন দেখতে পাবেন। এখন Choose File এ ক্লিক করে আপনার ডিভাইসে থাকা ইমেজটি বাছাই করে আপলোড করে দিন।
কম্পিউটার কিংবা স্মার্টফোন দিয়ে এভাবে কোনো ছবি আপলোড করে দিলেই উক্ত ছবিটি সম্পর্কিত সকল তথ্য আপনার সামনে এসে হাজির হবে। সাথে সেই ছবির সাথে জরিত আরো অন্যান্য ছবিও দেখতে পারবেন।
এবার তো জেনে গেলেন গুগলে ইমেজ সার্চ করে কিভাবে। একইভাবে আপনি কোনো বিখ্যাত মানুষ, জায়গা বা অন্য কোনো নাম না জানা ফুল, ফল, গাছ, পাখি কিংবা অন্য কোনো প্রাণীর ছবি দিয়েও গুগলে সার্চ করতে পারবেন।