ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে Text Justify করবেন যেভাবে।

প্রিয় ব্লগার ভাই/বোনেরা আপনারা নিশ্চয় অবগত আছেন যে, ওয়ার্ডপ্রেস ৪.৭ ভার্সনে আপডেট হওয়ার পর থেকে, এতে টেক্সট জাস্টিফাই (Text Justify) অপশনটি আর নেই।
এর কারণ হচ্ছে টেক্সট জাস্টিফাই (Text Justify) বিভিন্ন ব্রাউজার জুড়ে একই টেক্সট জাস্টিফাই অভিজ্ঞতা দেয়নি, তাই ওয়ার্ডপ্রেস টিম এটিকে টুল বার থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে।
তবে টেক্সট জাস্টিফাই করার মাধ্যমে সাইটের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং পাঠকরাও স্বাচ্ছন্দ্যে আর্টিকেল পড়তে পারে।
তাই প্রযুক্তি প্রিয়‘র আজকের এই আর্টিকেল থেকে আমরা জানবো, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কীভাবে টেক্সট জাস্টিফাই (Text Justify) বাটনটি আগের জায়গায় ফিরিয়ে আনা যায়।
এবং টেক্সট জাস্টিফাই বাটন ছাড়া কীভাবে খুব সহজেই টেক্সট জাস্টিফাই করা যায়।
পাঠ্যসূচি
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে টেক্সট জাস্টিফাই (Text Justify) করার ৩ উপায়।
আপনি তিনটি সহজ উপায়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে টেক্সট জাস্টিফাই করতে পারবেন। সেই তিনটি উপায় হলো-
✪ সাধারণ কীবোর্ড ব্যবহার করে।
✪ কোডিং পরিবর্তন করে।
✪ প্লাগইন (Plugin) এর সাহায্যে।
আসুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে টেক্সট জাস্টিফাই (Text Justify) করার এই তিনটি উপায়ই বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
সেখান থেকে আপনি আপনার পছন্দের উপায়টি অনুসরণ করে খুব সহজেই টেক্সট জাস্টিফাই (Text Justify) করে ফেলতে পারবেন।
কীবোর্ড ব্যবহার করে টেক্সট জাস্টিফাই (Text Justify) করার নিয়ম।
আপনি আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে প্রবেশ করে পোস্ট এডিট (Edit) করার অপশনে চলে যান।
তারপর আপনি আপনার ঐ পোস্টের যে অংশটুকু এলাইন (Align) করতে চান তা সিলেক্ট করুন।
আর যদি আপনি ঐ পোস্টের সম্পূর্ণ অংশ এলাইন করতে চান তাহলে আপনি আপনার কীবোর্ড থেকে ‘Ctrl + A‘ বাটন প্রেস করুন। তাহলে ঐ পোস্টটির সম্পূর্ণ অংশ সিলেক্ট হয়ে যাবে।
এরপর টেক্সট জাস্টিফাই (Text Justify) করতে কীবোর্ড থেকে “Alt + Shift + J” বাটন প্রেস করুন। তাহলে দেখবেন টেক্সট জাস্টিফাই হয়ে গেছে।
আর এর জন্য কোনো কোডিং কিংবা প্লাগিনের প্রয়োজন নেই। তবে সমস্যা হচ্ছে এই পদ্ধতিটি শুধুমাত্র কম্পিউটার ব্যবহারকারীরাই অনুসরণ করতে পারবেন।
অথচ অনেক ব্লগার আছে যারা মুঠোফোন ব্যবহার করে ব্লগিং করে থাকে। আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে নিচের আরো দুটি পদ্ধতি অনুসরণ করুন।
প্লাগিন (Plugin) ব্যবহার করে টেক্সট জাস্টিফাই করার নিয়ম।
আপনি চাইলে প্লাগিন ইনস্টল করার মাধ্যমে খুব সহজেই টেক্সট জাস্টিফাই বাটন যুক্ত করতে পারবেন আপনার ওয়ার্ডপ্রেস টুলবারে।
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে টেক্সট জাস্টিফাই বাটন যুক্ত করার জন্য বেশ কয়েকটি জনপ্রিয় প্লাগিন রয়েছে। সেগুলো হলো:-
১. Re-add text justify button.
২. Re-add text underline and justify.
৩. Who stole the text justify button.
৪. PRyC WP: TinyMCE more buttons.
আমি আমার প্রযুক্তি প্রিয় সাইটে Re-add text underline and justify প্লাগিন ব্যবহার করে টেক্সট জাস্টিফাই করে থাকি।
তবে আপনি চাইলে উপরের যেকোনো একটি প্লাগিন একটিভ করে নিতে পারেন। তাহলে আপনার ওয়ার্ডপ্রেস টুলবারে টেক্সট জাস্টিফাই বাটন যুক্ত হয়ে যাবে। যেমনটি নিচের চিত্রে দেখতে পাচ্ছেন।
যা দিয়ে আপনি খুব সহজেই টেক্সট জাস্টিফাই করতে পারবেন। তবে এসব প্লাগিন Classic Editor এর সাথে ভালো কাজ করে এবং টুল বারে জাস্টিফাই বোতামটি ফিরিয়ে এনে একইভাবে কাজ করে।
তাই আপনার সাইটে যদি Classic Editor প্লাগিন একটিভ করা না থাকে, তাহলে করে নিবেন।
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কীভাবে প্লাগিন একটিভ করতে হয়?
ধাপ-১: প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে Plugin লেখা অপশনে ক্লিক করুন। এরপর Add New লেখা অপশনে প্রবেশ করুন।
ধাপ-২: Add New লেখা অপশনে প্রবেশ করলে একটি সার্চ অপশন দেখতে পাবেন। সেখানে আপনার কাংখিত প্লাগিনের নাম লিখে খোঁজ করুন।
তাহলে আপনার সামনে আপনার সার্চ রিলেটেড প্লাগিন এসে যাবে।
ধাপ-৩: সেখান থেকে আপনার কাংখিত প্লাগিনটি Install Now লেখায় ক্লিক করে ইনস্টল করে নিন।
ধাপ-৪: ইনস্টল করা হয়ে গেলে উক্ত প্লাগিন Active করে নিন।
কোডিং করে টেক্সট জাস্টিফাই করার নিয়ম।
আপনি চাইলে সামান্য কোডিং করার মাধ্যমেও টেক্সট জাস্টিফাই (Text Justify) করতে পারবেন।
আর এর জন্য আপনার পোস্টের Edit অপশনে যান।
এবার Visual থেকে Text অপশনে ক্লিক করুন।
এবং যে প্যারাগ্রাফ টেক্সট জাস্টিফাই করতে চান তার পূর্বে <p align=”justify”> এবং পরে </p> বসিয়ে দিন।