মোবাইল অ্যাপস

বাস সিমুলেটর ইন্দোনেশিয়া বাংলাদেশ। এন্ড্রয়েড মোবাইল বাস গেম ২০২৪।

ইউরো ট্রাক সিমুলেটর ২ ডাউনলোড ফর এন্ড্রয়েড

কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। প্রযুক্তি প্রিয় ওয়েবসাইটে আপনাকে আরো একবার স্বাগতম জানাচ্ছি আমি মুহাম্মদ রবিন।

আজকে আমি কোনো টিপস বা টিউটোরিয়াল পোস্ট নিয়ে আসিনি। আপনাদেরকে শুধু একটি এন্ড্রয়েডের বাস গেমের সাথে পরিচয় করিয়ে দিব।

আশা করি স্মার্টফোনে যারা গেম খেলতে ভালোবাসেন আজকের পোস্টটি তাদের ভালো লাগবে।

আমরা সবাই কম-বেশি ইউরো ট্রাক সিমুলেটর ২ গেমের সাথে পরিচিত। তাছাড়া ফেসবুকে ঢুকলেই অনেক সময় দেখা যায় অনেকেই ইউরো ট্রাক সিমুলেটর ২ লাইভে খেলছে।

সেসকল লাইভ স্ট্রিমে অনেককেই কমেন্ট দেখি, “ভাই এই গেমটার নাম কি? এন্ড্রয়েড ফোনে কীভাবে ইউরো ট্রাক সিমুলেটর ২ ডাউনলোড করবো? ইউরো ট্রাক সিমুলেটর ২ কি এন্ড্রয়েড ফোনে খেলা যায়?

আসলে ইউরো ট্রাক সিমুলেটর ২ হচ্ছে কম্পিউটার গেম। ইউরো ট্রাক সিমুলেটর ২ এখনো মোবাইল ভার্সনে আসেনি। তাই এই গেমটি খেলতে হলে অবশ্যই কম্পিউটার লাগবে।

তবে যারা গেমটি এন্ড্রয়েড ফোনে খেলতে ইচ্ছুক, তারা এর বিকল্প একটি এন্ড্রয়েড বাস গেম ডাউনলোড করতে পারেন। গেমটির নাম ‘বাস সিমুলেটর ইন্দোনেশিয়া’।

২০১৭ সালের মার্চ মাসে জনপ্রিয় এই গেমটি মুক্তি দেওয়া হয়। বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি কিছুটা ইউরো ট্রাক সিমুলেটর ২ এর মতোই।

এই এন্ড্রয়েড বাস গেমে আপনি চাইলে বাংলাদেশী বাস স্ক্রিন সেট করে খেলতে পারবেন। আর অনলাইনে খেলার পাশাপাশি অফলাইনেও গেমটি খেলা যায়।

গুগল প্লেস্টোরে গেমটির রেটিং পয়েন্ট হচ্ছে ৪.৪ আর মোট ডাউনলোড করা হয়েছে ৫০ মিলিয়ন+ সংখ্যক বার।

৩০০ এম্বির এই বাস গেম ইনস্টল করতে গুগল প্লেস্টোরে গিয়ে “Bus Simulator Indonesia’ সার্চ করে ডাউনলোড করে নিন।

☞ আরো পড়ুন:  মোবাইল দিয়ে পিডিএফ ফাইল তৈরি করার নিয়ম। | পিডিএফ বই তৈরি করে কীভাবে?

অথবা, আপনি চাইলে সরাসরি এখান থেকেও বাস সিমুলেটর গেম ডাউনলোড করে নিতে পারবেন।

আরো পড়ুন: জনপ্রিয় ৫টি বাংলাদেশী বাস সিমুলেটর গেম।

ধন্যবাদ।

50% LikesVS
50% Dislikes

Robin Miah

আমি রবিন মিয়া, একজন সৌদি আরব প্রবাসী। আমার বাসা টাংগাইলের কালিহাতীতে। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন তথ্য নিজে জানার জন্য এবং আপনাদের জানানোর উদ্দেশ্যে এই ওয়েবসাইটটি তৈরি করেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!