ইমো টিপস

ইমো ব্লক খোলার নিয়ম। | ইমোতে কেউ ব্লক করলে কীভাবে আনব্লক করবো?

ইমুতে ব্লক করলে খোলার নিয়ম। (ইমুতে ব্লক খোলার নিয়ম।)

অডিও-ভিডিও কলে কথা বলা, বার্তা আদান-প্রদান এবং ভয়েস চ্যাট করার জন্য অনলাইনে বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে।

তবে ইমো হচ্ছে খুবই জনপ্রিয় একটি মোবাইল অ্যাপ্লিকেশন। বিশেষ করে আমাদের বাংলাদেশে এর জনপ্রিয়তা তুঙ্গে।

ইমো ব্যবহার খুবই সহজ এবং দূর্বল নেটওয়ার্কেও বেশ ভালো ভাবেই কথা বলা যায়। আমরা ইতিমধ্যে ইমোর বিভিন্ন সেটিংস এবং টিপস নিয়ে আলোচনা করেছি।

আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি থেকে “মোবাইল টিউটোরিয়াল“এ প্রবেশ করলেই সেগুলো জানতে পারবেন।

ইমোতে আপনি যদি কাউকে ব্লক করেন তাহলে সেই ইমু ব্লক কিভাবে খুলতে হয় আশা করি, তা জানেন।

তবে কেউ যদি আপনাকে ব্লক করে তাহলে? অনেকেই জানতে চায়, “ইমুতে কেউ ব্লক করলে কিভাবে আনব্লক করবো?”

আর তার জন্য তারা অনলাইনে, “ইমু ব্লক কিভাবে খুলবো? ইমু ব্লক খোলার নিয়ম কী, ইমু ব্লক খোলার উপায় কী?” ইত্যাদি ইত্যাদি লিখে খোজাখুজি শুরু করে দেয়।

তবে আমি হলফ করে বলতে পারি, “ইমোতে কেউ ব্লক করলে তা খোলার নিয়ম” শিরোনামে অনলাইনে যতগুলো আর্টিকেল এবং ভিডিও আছে তার বেশিরভাগই ভূয়া, কোনো কাজে দেবে না।

ইমোতে কেউ যদি আপনাকে তার কন্টাক্ট লিস্ট থেকে ব্লক করে, তাহলে স্বাভাবিক নিয়মে আপনি কখনোই তার সাথে কথা বলা, এমনকি ম্যাসেজ পর্যন্ত করতে পারবেন না, যতক্ষণ না সে আপনাকে আনব্লক করে।

তবে আজকের এই পোস্টটি থেকে আপনি জানতে চলেছেন, ইমোতে কেউ যখন আপনাকে ব্লক করবে তখন সেই ব্লক থাকা অবস্থায়ই কীভাবে তার সাথে যোগাযোগ করবেন।

তবে প্রযুক্তি প্রিয়‘র পক্ষ্য থেকে আপনার প্রতি অনুরোধ থাকবে যে, এই কৌশলটি ব্যবহার করে কাউকে কখনো বিরক্ত করবেন না।

☞ আরো পড়ুন:  ইমু অ্যাকাউন্ট ডিলিট করার উপায়। | ইমু আইডি ডিলিট করার নিয়ম।

আপনি কেবলমাত্র তাকে প্রয়োজনীয় কথা বলতে পারেন এবং ইমোতে ব্লক খোলার জন্য অনুরোধ করতে পারেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

ইমো ব্লক খোলার নিয়ম ২০২২
ইমো ব্লক খোলার নিয়ম। 

ইমুতে ব্লক করলে কিভাবে আনব্লক করবো?

আমি আগেই বলেছি ইমোতে কেউ আপনাকে ব্লক (Block) করলে আপনি আপনার ইমো আইডি থেকে নিজেকে আনব্লক (Unblock) করতে পারবেন না।

তাই যারা ইমু নাম্বার ব্লক খোলার নিয়ম জানতে চান তারা আমাদের বলা এই কৌশলটি অবলম্বন করুন।

ধাপ-১: নতুন আরেকটি ইমো আইডি জোগাড় করুন।

আপনাকে ব্লক করা আইডিতে ম্যাসেজ পাঠাতে ৩য় একটি ইমো আইডির প্রয়োজন পড়বে। অর্থাৎ আপনার নিজের কিংবা যে আপনাকে ব্লক করেছে এই দুই ইমো আইডি ছাড়া অন্য আরেকটি ইমো আইডির প্রয়োজন পড়বে।

এক্ষেত্রে আপনি আপনার এমন কোনো এক বন্ধুর সাহায্য নিতে পারেন, যার আইডির কন্টাক্ট লিস্টে আপনাকে যে ব্লক করেছে তার আইডি আছে।

অথবা, আপনি চাইলে আপনার নতুন কোনো নাম্বার দিয়ে অন্য আরেকটি ইমো আইডি খুলতে পারেন।

আপনার নিজের ফোনে অন্য আরেকটি নতুন আইডি খুলতে আপনি যে ইমো সফটওয়্যার ব্যবহার করছেন সেটি বাদে অন্য আরেকটি ইমো সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারেন।

এক্ষেত্রে আপনার একই মোবাইলে দুটি ইমো চালু করা থাকবে আর আপনার কাজ শেষ হলে পরবর্তীতে খোলা নতুন ইমো আইডি ও সফটওয়্যার ডিলিট করে দিবেন।

আপনার একটি মোবাইলে একাধিক ইমো আইডি ব্যবহার করতে ইমোর এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারেন- Imo, Imo Lite, Imo Beta, Imo Plus।

গুগল কিংবা প্লে স্টোরে সার্চ করলেই ঐসব ইমো অ্যাপস পেয়ে যাবেন।

ধাপ-২: ইমোতে একটি গ্রুপ তৈরি করুন।

আপনাকে যে নতুন একটি ইমো আইডি সংগ্রহ করতে বলেছিলাম এবার ঐ আইডি থেকে একটি ইমো গ্রুপ তৈরি করুন।

আর ঐ ইমো গ্রুপে আপনার ব্যবহৃত সেই ইমো আইডি এবং আপনাকে যে আইডি থেকে ব্লক করা হয়েছে ঐ আইডি দুটি এড করেন।

☞ আরো পড়ুন:  ইমুতে বন্ধুর পাঠানো মেসেজ পড়ুন আনসিন রেখেই, কীভাবে ইমুতে মেসেজ আনসিন রেখে পড়া যায়?

ধাপ-৩: গ্রুপ থেকে ঐ ৩য় ইমো আইডি বের করে ফেলুন।

ঐ ইমো গ্রুপের মোট সদস্য হচ্ছে তিন জন। এখন যে আইডি থেকে গ্রুপটি খুলা হয়েছিল সেই আইডি দিয়ে ঐ গ্রুপ থেকে লিভ (Leave) নিন।

তাহলে ঐ ইমো গ্রুপের সদস্য সংখ্যা হবে মোট ২ জন। এক জন আপনি এবং অপরজন আপনাকে যে ব্লক করেছে সে।

এবার আপনি ঐ গ্রুপে যেসব ম্যাসেজ করবেন, আপনাকে যে ব্লক করেছে সেও ঐ ম্যাসেজ দেখতে পাবে এবং ম্যাসেজ করতেও পারবে।

চাইলে একে অপরের সাথে অডিও-ভিডিও কলে কথাও বলতে পারবেন।

এবার আপনি তাকে অনুরোধ করুন, যাতে সে আপনাকে তার ব্লক (Block) লিস্ট থেকে আনব্লক (Unblock) করে দেয়।

কিভাবে ইমু ব্লক খোলা যায় আশা করি, তা ভালোভাবেই বুঝতে পেরেছেন।

তবু যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় কিংবা কীভাবে ইমো গ্রুপ খুলতে হয় তা যদি না জানেন, তাহলে নিচের কমেন্ট অপশনে আমাদেরকে জানাতে পারেন।

অথবা, qna.projuktipriyo.com ওয়েবসাইটে প্রযুক্তি বিষয়ক আপনার যেকোনো প্রশ্ন জানাতে পারেন।

প্রযুক্তি প্রিয়’র অভিজ্ঞ এডমিনরা আপনার প্রশ্নের উত্তর দিতে সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।

100% LikesVS
0% Dislikes

Robin Miah

আমি রবিন মিয়া, একজন সৌদি আরব প্রবাসী। আমার বাসা টাংগাইলের কালিহাতীতে। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন তথ্য নিজে জানার জন্য এবং আপনাদের জানানোর উদ্দেশ্যে এই ওয়েবসাইটটি তৈরি করেছি।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!